রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ডিজিটাল ভারতের পথে আরও অগ্রগতি, জুলাই মাসে ইউপিআই লেনদেন শুনলে চোখ কপালে উঠবেই

সুমিত চক্রবর্তী | ০৩ আগস্ট ২০২৫ ১৬ : ৪৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: জুলাই মাসে UPI লেনদেনের রেকর্ড। ১৯.৪৭ বিলিয়ন লেনদেন। এনপিসিআই ব্যালান্স চেকের ওপর নতুন সীমা প্রযোজ্য করেছে। জনপ্রিয় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে লেনদেনের সংখ্যা জুলাই মাসে সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) প্রকাশিত তথ্য অনুযায়ী, মাসটিতে মোট ১৯.৪৭ বিলিয়ন লেনদেন হয়েছে।


লেনদেনের পরিমাণ অনুসারে, এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল মে মাসে, ১৮.৬৭ বিলিয়ন, যা জুন মাসে কিছুটা কমে দাঁড়ায় ১৮.৩৯ বিলিয়ন-এ। তখন মোট লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৪.০৩ লক্ষ কোটি। এনপিসিআই জানায়, জুন মাসে মোট লেনদেনের আর্থিক মূল্য ছিল ২৫.০৮ লক্ষ কোটি, যা এক বছর আগের জুন মাসে ছিল₹২০.৬৪ লক্ষ কোটি। এর মানে হল বার্ষিক ভিত্তিতে ২১% বৃদ্ধি। মাসভিত্তিক ভিত্তিতে লেনদেনের মানে ৪.৩% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।


NPCI-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রবৃদ্ধি দেখাচ্ছে যে, ছোট উদ্যোক্তা, স্থানীয় খুচরো ব্যবসায়ী এবং প্রান্তিক ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছেন। ফলে নগদের ওপর নির্ভরতা কমছে এবং তারা অর্থনৈতিক ব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্ত হচ্ছেন। বর্তমানে ভারতে সকল ডিজিটাল লেনদেনের ৮৫ শতাংশই UPI-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের প্রায় ৫০% অংশ UPI পরিচালিত।

আরও পড়ুন:  কেন বাড়ছে সোনার দাম? আসল সত্য এবার সামনে এল


UPI ইতিমধ্যে সাতটি দেশে সক্রিয় রয়েছে, যেমন: সংযুক্ত আরব আমিরাত (UAE), সিঙ্গাপুর, ভুটান , নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স, মরিশাস, ফ্রান্সে এর যাত্রা শুরু হওয়ায় ইউরোপে প্রথমবারের মতো UPI প্রবেশ করল। এর ফলে সেখানে ভ্রমণরত বা বসবাসকারী ভারতীয়রা বিদেশি লেনদেনের ঝামেলা ছাড়াই সহজেই পেমেন্ট করতে পারবেন।


সিস্টেমে চাপ কমানো, লেনদেন ব্যর্থতার হার হ্রাস এবং পিক আওয়ারে পরিষেবা উন্নত করার লক্ষ্যে NPCI কিছু সীমা নির্ধারণ করেছে। এখন থেকে ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ ৫০ বার পর্যন্ত UPI অ্যাপ দিয়ে তাদের অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতে পারবেন। আগে এর কোনও নির্দিষ্ট সীমা ছিল না। একইসঙ্গে, 'List Account' API-এর মাধ্যমে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তালিকা দেখার অনুরোধ সর্বোচ্চ ২৫ বার পর্যন্ত সীমিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপগুলো নেটওয়ার্কের ওপর চাপ কমাতে এবং সার্ভিস নির্বিচারে চালু রাখতে সাহায্য করবে।


 ইউপিআইয়ে অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ‘টাইম স্লট’ চালু করছে এনপিসিআই। ফলে ১ অগস্ট থেকে এই ডিজিটাল মাধ্যমে দিনের মধ্যে যখন-তখন অটো-পেমেন্ট, সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল এবং ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআইয়ের টাকা জমা করা যাবে না। নির্ধারিত সময়ের স্লট মেনে সংশ্লিষ্ট অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারী।


ইউপিআইয়ের এই নতুন নিয়ম সমস্ত প্ল্যাটফর্মের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে ব্যবহারকারীরা দিনের মধ্যে একাধিক বার ব্যালেন্স চেক করেন না বা অটো-পেমেন্টের সুবিধা নেন না, তাঁরা এর প্রভাব সে ভাবে বুঝতে পারবেন না। ডিজিটাল মাধ্যমটিতে লেনদেনের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কোনও বদল করেনি এনপিসিআই। ফলে আগের মতোই ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ দিতে পারবেন এক লক্ষ টাকা। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা ধার্য রয়েছে। সেই নিয়মও অপরিবর্তিত থাকছে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া