রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | 'শুধু বড় হলেই হয় না...দাঁড়ানোটাও জরুরি' — বিবাহ ও সম্পর্ক নিয়ে জেন জি-র নতুন চিন্তা ভাবনা

SG | ০১ আগস্ট ২০২৫ ১৬ : ১১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: আজ আর শুধুমাত্র বয়স হলেই বিয়ে—এই চিন্তা থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। একসময় সমাজের চোখে বিয়ের "উপযুক্ত বয়স" ছিল ২৫ পেরোলেই। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা চমকপ্রদ তথ্য দিচ্ছে—‘জেনারেশন জি’ বা জেন জি (যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মেছে) মনে করছে, বয়স নয়, ব্যক্তিগত আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক প্রস্তুতিই বিবাহের আগে প্রয়োজনীয় শর্ত। সমীক্ষা অনুযায়ী, ১৮-২৮ বছর বয়সি শহুরে যুবযুবতীদের মধ্যে প্রায় ৭২% বলেছেন, বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি। কেউ কেউ আবার বলেছেন, তারা কখনও বিয়ে না-ও করতে পারেন—যদি সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটায়।

আরও পড়ুন: যৌনাঙ্গ ছোট বলে হেয় নয়, মগজাস্ত্রেই মাত করতেন এই দেবতারা! ভাস্কর্যের বিস্ময়কর ইতিহাস ফাঁস!

মূল্যবৃদ্ধি ও জীবনের বাস্তবতা

এই মানসিকতার পেছনে রয়েছে গভীর আর্থ-সামাজিক বাস্তবতা। সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে শহরে জীবনধারণ ক্রমশ কঠিন হয়ে উঠেছে। মধ্যবিত্ত পরিবারগুলিতে স্বামী-স্ত্রী দুজনেই কর্মরত থাকলেও মাসের শেষে হাতে কিছুই থাকছে না। ফ্ল্যাট ভাড়া, গ্যাস-পানীয় জল-বৈদ্যুতিক বিল, স্বাস্থ্যব্যয়—সব কিছু মিলিয়ে তরুণ প্রজন্ম বলছে, সংসার চালানোই দুঃসাধ্য, সেখানে বিয়ে করে সন্তান নেওয়ার চিন্তা শুধু চাপেরই কারণ। কলকাতার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তন্বী দে বলেন, “আমি ভালো চাকরি করি, আমার প্রেমিকও কর্পোরেট সেক্টরে। কিন্তু আমরা দুজনেই জানি, বিয়ে মানে শুধু রোমান্স নয়, আর্থিক পরিকল্পনা, মানসিক সমঝোতা আর সামাজিক চাপ। এই মুহূর্তে আমরা সেটার জন্য প্রস্তুত নই।”

সম্পর্কের নতুন রূপরেখা

সমীক্ষা এটাও জানাচ্ছে, বিয়ের পর বিচ্ছেদের হারও আগের তুলনায় বেড়েছে। শহুরে বিবাহিত দম্পতিদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার গত দশকে দ্বিগুণ হয়েছে। এক্ষেত্রে অনেকেই দায়ী করছেন সোশ্যাল মিডিয়া-কে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, বাম্বল-এর মতো অ্যাপে ‘নতুন মানুষের সঙ্গে পরিচয়ের অফুরন্ত সুযোগ’ বিয়ের সম্পর্কের স্থায়িত্বে প্রভাব ফেলছে। সম্পর্ক বিশেষজ্ঞ প্রিয়াঙ্কা সাহা বলেন, “নতুন প্রজন্মের অনেকেই সম্পর্কের গভীরতাকে বুঝে ওঠার আগেই বিয়ে করে ফেলে। তার পরে সোশ্যাল মিডিয়া বা কাজের চাপের মধ্যে তারা নিজেরা একে অপরকে হারিয়ে ফেলে।”

সমাজ কীভাবে নিচ্ছে?

এই পরিবর্তন সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। একদিকে তরুণ প্রজন্ম স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছে, অন্যদিকে প্রথাগত মূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম এর বিরোধিতা করছে। তবে সমাজবিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তন বাধা দিয়ে থামানো যাবে না—বরং শিক্ষিত, দায়িত্ববান জীবনসঙ্গী বেছে নিতে সাহায্য করাই ভবিষ্যতের সমাজের করণীয়। সংক্ষেপে, বিয়ে আর শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, হয়ে উঠছে ব্যক্তিগত সিদ্ধান্ত। নতুন প্রজন্ম বয়সে নয়, স্থিতিশীলতায় বিশ্বাস রাখছে। তারা বলছে—“শুধু বড় হলেই হয় না, দাঁড়ানোটাও জরুরি।”

তরুণ প্রজন্মের এই দৃষ্টিভঙ্গি একধরনের 'লাইফ প্রায়োরিটি শিফট'-এর ইঙ্গিত দিচ্ছে। এখনকার যুবসমাজ আত্মবিশ্বাসী, তারা জানে কী চায় এবং কীভাবে সেটা অর্জন করা যায়। অনেকেই নিজের পছন্দ, ক্যারিয়ার, মানসিক শান্তি ও ব্যক্তিগত উন্নতির ওপরে গুরুত্ব দিচ্ছে। বিয়েকে ‘লাইফ গোল’ না ভেবে, বরং জীবনযাত্রার একটি সম্ভাব্য অংশ হিসেবেই দেখছে তারা।

একইসঙ্গে, তরুণ সমাজ ‘পারিবারিক চাপ’ বা ‘সমাজ কী বলবে’ মনোভাব থেকেও বেরিয়ে আসছে। শহরের পাশাপাশি ছোট শহর ও আধা-শহর এলাকাতেও ধীরে ধীরে এই মানসিকতা ছড়াচ্ছে। আগে যেখানে ২৫ পেরোলেই বিয়ে না করলে ‘অসামাজিক’ ভাবা হতো, এখন সেই জায়গায় প্রশ্ন উঠছে—‘‘বিয়েই কি সফল জীবনের একমাত্র পথ?’’

এই পরিবর্তন নিছক এক প্রজন্মগত বিদ্রোহ নয়—বরং এক নতুন ধরনের সামাজিক বাস্তবতা ও সম্পর্কের মানে বোঝার চেষ্টা। অনেকেই বলছেন, এমন ধৈর্যশীল, সচেতন ও আত্মনির্ভর দৃষ্টিভঙ্গি হয়তো ভবিষ্যতে আরও সুস্থ ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। সমাজ যতই পরিবর্তিত হোক, ভালবাসা থাকবে—তবে তা যেন হয় বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে, শুধুমাত্র সামাজিক চাপে নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া