সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | PoK-তে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের তাড়া গ্রামবাসীদের! ভয়কে জয় করে মুখ খুলছে গ্রামবাসীরা

Reporter: Sourav Goswami | লেখক: SG ০১ আগস্ট ২০২৫ ১৫ : ৫৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ লস্কর-ই-তইবার প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি হাবিব তাহির ওরফে ‘ছোটু’কে ভারতীয় বাহিনী হরওয়ানে নিকেশ করার পরপরই কাশ্মীরের সীমান্ত পেরিয়ে আলোড়ন ছড়াল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে)। যদিও প্রথমে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পক্ষে এটিকে একটি কৌশলগত বিজয় হিসেবেই দেখা হয়েছিল, তবে পরে যা ঘটল ছোটুর গ্রামের কুয়িয়ানে, তা হয়তো সীমান্তপারে কোনো বিমান হানার থেকেও অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে।

ছোটুর পরিবার লস্কর ও তার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার উপস্থিতি সরাসরি নিষিদ্ধ করে দেয় শেষকৃত্যে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যখন স্থানীয় লস্কর কমান্ডার রিজওয়ান হানিফ অস্ত্রধারী দলবল নিয়ে হাজির হন, তখনই শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। স্থানীয় এক যুবক তার দিকে বন্দুক তাক করলে, উত্তেজিত জনতা প্রতিরোধ গড়ে তোলে। হানিফ পালিয়ে বাঁচেন। যে ভূখণ্ডে এতদিন ভয়ের সংস্কৃতি মুখ বন্ধ করে রেখেছিল মানুষকে, সেখানে একটিবারেই পাল্টে যায় দৃশ্যপট।

এই প্রতিরোধ কেবল শেষকৃত্যের ময়দানে আটকে থাকেনি। পিওকে-র বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করে এক নতুন ধরনের নাগরিক অস্বীকৃতি। কুয়িয়ান ও খায়ালা গ্রামের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছেন ‘জিগরা’ নামে এক প্রাচীন গ্রাম পঞ্চায়েত বৈঠকের আয়োজনের, যেখানে প্রকাশ্যেই সন্ত্রাসবাদ ও জঙ্গি নিয়োগের বিরুদ্ধে মত প্রকাশ করা হবে। ছেলেরা সীমান্ত পেরিয়ে “জিহাদ”-এর নামে নিখোঁজ হয়ে যাওয়া, কফিনবন্দি হয়ে ফিরে আসা – এই বেদনার এক স্বাভাবিক বিস্ফোরণ যেন এই প্রতিবাদ।

ছোটুর প্রাক্তন শিক্ষক লিয়াকত আলি, যিনি ‘সরদার বিলাল’ নামেও পরিচিত, একটি আট মিনিটের ভিডিও বার্তায় বলেন, “কারা আমাদের সন্তানদের মগজ ধোলাই করে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি পাঠাচ্ছে? যারা নিজেদের সন্তানদের আমেরিকা আর ইংল্যান্ডে পড়াতে পাঠায়, তারা অন্যের ছেলেদের দিয়ে জিহাদ করাচ্ছে।” এই ভিডিওটি পিওকে-র নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এনক্রিপ্টেড চ্যাট গ্রুপে, ব্যক্তিগত শেয়ারিংয়ে – প্রতিবাদের নয়, বরং ক্লান্ত বাস্তবতার স্বীকারোক্তি হিসেবেই।

আরও পড়ুন:  যৌনাঙ্গ ছোট বলে হেয় নয়, মগজাস্ত্রেই মাত করতেন এই দেবতারা! ভাস্কর্যের বিস্ময়কর ইতিহাস ফাঁস!

এমনকি প্রশাসনিক স্তরেও এই হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বাগ জেলার খুরাহাটে যখন নওমান শেহজাদ নামে এক ব্যক্তি একটি সম্মেলনের অনুমতি চান, যেখানে কট্টর মতাদর্শের অনুরাগী কিছু বক্তা উপস্থিত থাকার কথা ছিল, তখন প্রশাসন সেই অনুমতি বাতিল করে “জননিরাপত্তা” ও “পরিস্থিতির স্পর্শকাতরতা”-র কারণ দেখিয়ে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের ‘ডিপ স্টেট’-এর কথায় চলা প্রশাসনের এই নীরব রদবদল তাৎপর্যপূর্ণ।

এদিকে, ভারতের রাজনৈতিক নেতৃত্ব পিওকে-র এই বেসামরিক প্রতিরোধকে তাদের কৌশলগত অবস্থানের নৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বলেন, “পিওকে কংগ্রেস দিয়েছিল, বিজেপিই ফিরিয়ে আনবে।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “যে দিন বেশি দূরে নয়, যেদিন পিওকের মানুষ নিজেরাই ভারতে ফিরতে চাইবে।”

তবে প্রতিবাদ যতই জমাট বাঁধুক, শত্রুপক্ষ থেমে নেই। ডেকান হেরাল্ড-এর একটি রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ইতিমধ্যেই পিওকে-র বিভিন্ন এলাকায় — আথমুকাম, লিপা, কোটলি, কাহুতা, চমনকোট — ছোট ছোট জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলেছে। এই ক্যাম্পগুলোতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট ও থার্মাল ট্র্যাকিং এড়ানো হচ্ছে।

এখনো এটা কোনও সংগঠিত বিদ্রোহ নয়। রাজনৈতিক পতাকা বা স্লোগানের ছায়াতেও নয়। কিন্তু দীর্ঘ সময় ধরে নির্মিত ভয়ভীতির সংস্কৃতির ভেতর এক অদৃশ্য ভাঙন শুরু হয়েছে। পিওকে-র মানুষ, যারা এতদিন চুপ ছিলেন, আজকে এক একটি 'না' উচ্চারণ করছেন — জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, এবং সবচেয়ে বড় কথা, পাকিস্তানের সেই দাবির বিরুদ্ধে যে তারা নাকি 'মুক্তির প্রতীক'। পাকিস্তান এখন নতুন শত্রুর মুখোমুখি — নিজের তৈরি করা ভূখণ্ডের মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া