সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিস্ফোরণ-হাহাকার-মৃত্যু, সতেরো বছর আগের মালেগাঁও মামলায় বেকসুর খালাস সাধ্বী-সহ সাত

রিয়া পাত্র | ৩১ জুলাই ২০২৫ ১২ : ৩৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর। মালেগাঁওয়ের ভিক্ষু চকে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গিয়েছিল ছ' জনের। আহত হন বহু। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। সতেরো বছর পর ওই মামলায়  রায় ঘোষণা হল বৃহস্পতিবার, ৩১ জুলাই। এনআইএ বিশেষ আদালত, ওই মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাতজনকেই বেকসুর খালাস ঘোষণা করেছে। 

 

২০০৮-এর বিস্ফোরণের ঘটনার পর, মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল সাধ্বী প্রজ্ঞা এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতকে। অভিযোগ ছিল, মসজিদের পাশে থাকা  যে মোটরবাইক বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল, পরিকল্পনা করেই দুটি বোমা মজুত রাখা হয়েছিল তাতে, তা সাধ্বীর নামেই ছিল। প্রসাদ পুরোহিত সাধ্বীকে গোটা ঘটনায় সাহায্য করেছিলেন বলে অভিযোগ ছিল। 

 

আরও পড়ুন: বিস্ফোরক! হঠাৎ দ্রুত ঘুরতে শুরু করেছে পৃথিবী, ছোট হচ্ছে দিন! সর্বনাশের ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা?

 

এর আগে, এপ্রিল মাসে জানা যায়,  ২০০৮ সালের মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় সাত অভিযুক্তের সকলের বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) ধারা ১৬-এর অধীনে মৃত্যুদণ্ড-সহ সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মুম্বইয়ের একটি বিশেষ আদালতের কাছে আবেদন জানায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এপ্রিল মাসে,  মামলা সংক্রান্ত প্রায় ১৪০০ পাতার বিস্তারিত রিপোর্ট জমা পড়ে বিশেষ এনআইএ আদালতে। এর আগে এনআইএ পর্যাপ্ত প্রমাণের অভাবে সাধ্বী প্রজ্ঞাকে এই মামলা থেকে অব্যহতি দিয়েছিল। তদন্ত চলাকালীন ৩২৩ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছিল। পরে ৩৪ জন নিজেদের বয়ান পাল্টে ফেলেন বলেও জানা যায়।

সাধ্বী এবং প্রসাদ পুরোহিত ছাড়াও এই মামলায় অভিযুক্ত ছিলেন, সুধাকর দিবেদী, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় ​​রাহিরকর, সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নি।সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার আদালত জানিয়েছে, কেবল সন্দেহের বশে এই ধরনের এক মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। একইসঙ্গে বৃহস্পতিবার আদালত জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত মোটরসাইকেল যে প্রজ্ঞার, তা প্রমাণিত হয়নি ফরেন্সিক পরীক্ষায়। 

 

২০১১ সালে মামলার দায়িত্ব তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে। এনআইএ যখন তদন্ত চালিয়ে যাচ্ছিল, তখন অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা এটিএস-এর অভিযোগকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। ২০১৬ সালে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনআইএ। সেই চার্জশিট থেকে এটিএস-এর আনা ধারাটিকে বাদ দেওয়া হয়। এনআইএ বলেছে যে এটিএস যেভাবে সংগঠিত অপরাধ আইন প্রয়োগ করেছে তা প্রশ্নাতীত নয়। এনআইএ চার্জশিটে আরও দাবি করে যে, প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে যে সকল প্রমাণ জোগাড় করা হয়েছিল সেখানে অনেক ফাকফোঁকর ছিল এবং মাত্র সাত জনের বিরুদ্ধেই প্রমাণ মিলেছে, ১১ জনের বিরুদ্ধে নয়। তদন্তকারী সংস্থা আরও জানায় বাইকটি প্রজ্ঞার নামে নথিভুক্ত করা থাকলেও সেটি কালসাংরার জিম্মায় ছিল এবং বিস্ফোরণের আগে বাইকটি তিনিই ব্যবহার করেছিলেন।

এনআইএ আরও দাবি করেছিল যে, এটিএসের মামলাটি স্বীকারোক্তির উপর নির্ভর করে খাঁড়া করেছিল। যা আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য ছিল। তবে এটিএস তাড়াহুড়ো করে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করেছিল।

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এনআইএ তাদের চূড়ান্ত বক্তব্যে জানিয়েছিল যে মালেগাঁও বিস্ফোরণটি ষড়যন্ত্রকারীদের দ্বারা মুসলিম সম্প্রদায়ের একটি অংশকে আতঙ্কিত করার, প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত করার, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিত করার জন্য সংঘটিত হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া