রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ৩০ জুলাই ২০২৫ ১৩ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল শহর। আতঙ্কে ছোটাছুটি সাধারণ মানুষের। মুহূর্তের মধ্যে জারি হল সুনামি সতর্কতাও। এই পরিস্থিতিতেও রাশিয়ার কামচাটকায় এক হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ময়কর চিত্র। ভূমিকম্পের মধ্যেও সার্জারি করলেন চিকিৎসকরা। তাঁদের সহায়তা করলেন বাকি নার্সও।
রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্পের পর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে কামচাটকার হাসপাতালে চিকিৎসকদের কাণ্ড। যে ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে চোখ ছানাবড়া নেটিজেনদেরও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
সদ্য ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কামচাটকায় ৮.৮ মাত্রার জোরালো ভূমিকম্পের সময় কেঁপে ওঠে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার। রীতিমতো দুলতে শুরু করে অপারেশন থিয়েটারের বেড, আলো, জিনিসপত্র। কোনও মতে বেডটি ধরে রাখার চেষ্টা করেন নার্সরা। কাঁপতে কাঁপতেই সার্জারি করেন চিকিৎসকরা। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিজের কর্তব্যে অটল তাঁরা। সার্জারি শেষ করে তবেই অপারেশন থিয়েটার থেকে বের হন তাঁরা।
Doctors in Kamchatka kept calm during the powerful quake — and never stopped the surgery
— RT (@RT_com) July 30, 2025
They stayed with the patient until the end
The patient is doing well, according to the Health Ministry pic.twitter.com/swtdBFSpm5
স্বাস্থ্য মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, 'শক্তিশালী ভূমিকম্পের মধ্যে কামচাটকার চিকিৎসকরা শান্ত হয়ে কর্তব্যে অটল। এই পরিস্থিতিতেও সার্জারি থামাননি। সার্জারির শেষ পর্যন্ত রোগীর সঙ্গেই ছিলেন তাঁরা। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল।' ভিডিওটি এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে। কয়েক লক্ষ মানুষ সেটি দেখেছেন।
আরও পড়ুন: ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর আরও ৩০বার কেঁপে উঠল রাশিয়া, আগামী সপ্তাহে আরও বিপদের আশঙ্কা!
বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপান ও রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা।
রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি সুনামির চরম সতর্কতা। আজ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। সাউথ ইস্ট আলাস্কার উপকূলে বুধবার বেলা সাড়ে ১১টার মধ্যে সুনামি আছড়ে পড়তে পারে।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ইতিমধ্যেই সুনামির জন্য সাইরেন বাজিয়ে শুরু করেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিট নাগাদ সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়াই এমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, 'সুনামি আছড়ে পড়বেই। এর জেরেই উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাগরিকদের প্রাণহানি রুখতে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।'
প্রসঙ্গত, চলতি মাসেই দিন কয়েক আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা। সেবার রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয় শক্তিশালী কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।
ভূমিকম্পের পরেই কামচাটকা এলাকায় বহু আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বহু বাড়িও। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই বিদ্যুৎ বিভ্রাট রাশিয়ার উপকূলীয় এলাকায়। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯। এই ভূমিকম্পের পরেই ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল জাপানে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ার কামচাটকা এলাকায় রিখটার স্কেলে ৯ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেবারেও হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকায় ৯.১ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। ১৯৫২ সালের পর এই প্রথম রাশিয়ায় এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?