সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৮ জুলাই ২০২৫ ১৩ : ৪১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশে ফের এক মর্মান্তিক ঘটনা। ঘটনাট মান্ডি জেলার তালওয়ারা গ্রামে ঘটেছে। সূত্রে খবর ভয়াবহ দুর্যোগে মাত্র দশ মাসের শিশুকন্যা নীতিকা, তার গোটা পরিবার হারিয়েছে। দুর্যোগে এক নিমেষে সব শেষ। বাবা, মা এবং দিদাকে হারায় এই শিশু। ঘটনাটি ঘটে ৩০ জুন রাত ও ১ জুলাই ভোরের মাঝমাঝি সময়ে। সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে আচমকা বৃষ্টিজনিত কারণে বন্যার পরিস্থিতি তৈরী হয়৷ ঘটনার জেরে এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা ঘিরে রাজ্যজুড়ে ভয়াবহ পরিস্থিতি৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নীতিকার বাবা রমেশ (৩১) বাড়িতে বন্যার জল ঢুকে যাওয়াতে তা আটকাতে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী রাধা দেবী (২৪) এবং মা পুর্নু দেবী (৫৯) তাঁর পিছু পিছু যান। দুর্ভাগ্যবশত, তাঁরা কেউই আর ফিরে আসেননি। নিমেষে জলের তোড়ে ভেসে যান পরিবার শুদ্ধ। পরে রমেশের দেহ উদ্ধার করা হলেও তাঁর স্ত্রী ও মায়ের সন্ধান এখনও পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ৷
খবর মারফত জানা গিয়েছে, বন্যার সময় ছোট্ট নীতিকা একা বাড়ির ভিতরে কান্নাকাটি করছিল। পাশের বাড়ির বাসিন্দা প্রেম সিংহ শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত পরিবারের আর একজন সদস্য বলবন্তকে খবর দেন। বলবন্ত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তিনি আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।
নীতিকাকে বর্তমানে তার ফুফু (পিসি) কিরণা দেবী নিজের বাড়ি, শিকৌরি গ্রামে নিয়ে গিয়েছেন। সূত্র মারফত, এই গ্রাম দুর্ঘটনাস্থল তালওয়ারা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
এহেন হৃদয়বিদারক ঘটনার পর হিমাচল প্রদেশ সরকার নীতিকাকে 'রাজ্যের শিশু' বলে ঘোষণা করেছেন। অর্থাৎ, এখন থেকে তার যত্ন, শিক্ষা, খাদ্য, বস্ত্র, আশ্রয়, ভবিষ্যতের উচ্চশিক্ষা বা ব্যবসা শুরু করার সমস্ত দায়িত্ব সরকার নিজেই নেবে। তাকে 'মুখ্যমন্ত্রী সুখ-আশ্রয় যোজনা'র আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর অনুযায়ী, এটি ২০২৩ সালে শুরু হয়। এই যোজনার মাধ্যমে অনাথ শিশুদের জন্য খাবার, পোশাক, শিক্ষা, বাসস্থান এবং ভবিষ্যতের জীবনে স্বনির্ভর হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য প্রদান করা হয়।
এই সহায়তা শিশুটির ২৭ বছর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে৷ যদি শিশু অবিবাহিতা থাকে, চাকরি না পায় বা থাকার জায়গার প্রয়োজন হয়। এছাড়াও উৎসব ভাতা, শিক্ষাবৃত্তি এবং ভবিষ্যতে ঘর তৈরির জন্য আর্থিক সাহায্যও অন্তর্ভুক্ত রয়েছে এই প্রকল্পে।
রাজস্বমন্ত্রী জগত সিংহ নেগি সংবাদমাধ্যমে একরকম বার্তা দিয়ে বলেন, ' নীতিকা যা'ই হতে চায়, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অথবা অফিসার, সরকার তার পাশে সবসময় থাকবে এবং সর্বতোভাবে সাহায্য করবে।'
খবর অনুযায়ী, রাজ্যের বারোটি জেলার মধ্যে কমপক্ষে তিন থেকে সাতটিতে ভারি বৃষ্টিপাতের জন্য 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।
প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ২০৮টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫৭টি মান্ডিতেই। বর্তমানে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা। রাজ্য জরুরি অপারেশন সেন্টার (SEOC) অনুসারে, ৭৪৫টি জল সরবরাহ প্রকল্প এবং আরও ১৩৯টি বিদ্যুৎ বিতরণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩০ জুন থেকে ১ জুলাই রাতে মান্ডি জেলায় দশটি মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে ধ্বংসযজ্ঞের পর নিখোঁজ হন ২৭ জন। খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?