রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | গুরগাঁওয়ে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর ধরপাকড়: ‘বাংলাদেশি’ অপবাদে আতঙ্ক, অধিকাংশ মুক্ত, তবুও অনিশ্চয়তার মেঘ

SG | ২৭ জুলাই ২০২৫ ২১ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ে সম্প্রতি যে ধরপাকড় চালানো হয়েছে, তাতে বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিকদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মূলত পশ্চিমবঙ্গ ও অসম থেকে আসা র‍্যাগপিকার, পরিচারিকা, নির্মাণ শ্রমিকদের টার্গেট করে বহুজনকে আটক করে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত আটককৃতদের মধ্যে মাত্র ১০ জনকে “নিশ্চিত বাংলাদেশি নাগরিক” হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছে। গুরগাঁও পুলিশ আধিকারিক সন্দীপ কুমার জানান, "শুধুমাত্র ১০ জন এখনো আটক আছেন, যাঁরা নিশ্চিতভাবে বাংলাদেশি বলে শনাক্ত হয়েছেন।" তবে কতজনকে মোট আটক করা হয়েছিল বা ছাড়া হয়েছে, সেই সংখ্যা তিনি প্রকাশ করতে চাননি।

আটকদের মধ্যে অনেকেই বলছেন, শুধুমাত্র অসম বা বাংলা থেকে আসা হওয়ার কারণে তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। কোকরাঝাড় জেলার বাসিন্দা রফুকুল ইসলাম জানান, “আমরা বললাম অসম থেকে এসেছি। পুলিশ বলল, না, না, তোমরা বাংলাদেশি। গাড়িতে ওঠো।” তাঁকে ১৮ জুলাই ধরে নিয়ে গিয়ে পাঁচদিন ধরে বসাপুর সিটি সেন্টারের এক ‘হোল্ডিং ক্যাম্প’-এ রাখা হয়। পরে ২৩ জুলাই মুক্তি দেওয়া হয়। কিন্তু এখনও তিনি আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। রফুকুল জানান, “প্রায় ১৫০ জন ছিল আমাদের সঙ্গে। তার মধ্যে ১৫-১৬ জন হিন্দু আগে ছাড়া পেয়েছে। বাকিরা অসম ও বাংলার মুসলিম ছিল।” পুলিশ ছাড়ার সময় তাঁদের কেবল কিছু কাগজে স্বাক্ষর করিয়ে বলে, “তোমরা এখন চলে যাও, হয়ে গেছে।” অনেকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, যা এখনো ফেরত পাওয়া যায়নি।

এই ধরপাকড় নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে “ভাষাগত সন্ত্রাসবাদ” বলে অভিহিত করেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ঘটনাকে “নাজি জার্মানির মতো” বলে তুলনা করেন। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “এই সরকার দুর্বলদের উপর শক্তি দেখায়, আর শক্তিশালীদের সামনে মাথা নোয়ায়।” কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য গুরগাঁওয়ে এসে বাংলা ভাষাভাষী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, “এ এক রাষ্ট্রীয় বৈষম্যের নিদর্শন।”

আরও পড়ুন: সুরা প্রেমীদের মাথায় হাত! এবার থেকে মদ্যপানের মাত্রা ঠিক করে দেবে আদালত? জনস্বার্থ মামলার রায় দিল কোর্ট

কাঠোলা গ্রামের একটি পাড়ায় যেখানে আগে প্রায় ২০০০ জন অসমীয়া মুসলমান বাস করতেন, এখন সেটি প্রায় জনশূন্য। মাত্র কয়েকজন মহিলা অবশিষ্ট রয়েছেন, যাঁরা তাঁদের স্বামী বা আত্মীয়দের খোঁজে ক্যাম্পে যেতে প্রস্তুত হচ্ছেন। অধিকাংশ মানুষ ইতিমধ্যেই অসমের ধুবড়ি বা পশ্চিমবঙ্গে ফিরে গেছেন। ছাড়া পাওয়া শ্রমিকদের অনেকেই আর গুরগাঁওয়ে ফিরতে চাইছেন না। অসমের কোকরাঝাড় জেলার সাইরা বানোর পরিবার এখনো হতবাক। তিনি বলেন, “আমরা গরিব মানুষ, কাজের জন্য এসেছিলাম। এখন আবার ফিরে যাচ্ছি। কবে আবার ফিরতে পারব জানি না। জীবিকা তো গুরগাঁওতেই।”

এই ঘটনাগুলি কেন্দ্র সরকারের নাগরিকত্ব ও অভিবাসন নীতির বাস্তব রূপকে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের “চওড়া জাল ফেলে ধরপাকড়” কেবল সংবিধানবিরোধী নয়, বরং সমাজে গভীর বিভাজনও সৃষ্টি করছে। মানুষের নাগরিক অধিকারের প্রশ্নে এই ধরনের দমন-পীড়ন ভবিষ্যতের জন্য বিপজ্জনক সঙ্কেত বলে মনে করছেন অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া