রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | 'মা বিয়ে করতে রাজি ছিলেন না', জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যমৃত্যু, মেয়ের চাঞ্চল্যকর মন্তব্য 

আর্যা ঘটক | ২৭ জুলাই ২০২৫ ১৪ : ৪৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে এক রহস্য মৃত্যু। মৃত একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। সূত্রে জানা গিয়েছে, সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর ছিলেন সুমেরা রাজপুত। সম্প্রতি তাঁকে নিজ বাড়িতে সন্দেহজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। স্থানীয় সংবাদ সূত্রে খবর পাওয়া গিয়েছে, মৃত্যুর বিষয়ে সুমেরার ১৫ বছর বয়সী মেয়ে দাবি করেছেন যে তাঁর মাকে জোরজবরদস্তি বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি রাজি না হলে শেষমেশ তাঁকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় চারিদিক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘোটকি জেলা পুলিশের কর্মকর্তা আনোয়ার শেখ বলেছেন, সুমেরার সন্তানের  দাবি অনুযায়ী সুমেরাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে আটক করা হয়েছে বলে খবর৷ তবে আনুষ্ঠানিকভাবে মামলা বা কোনও এফআইআর (প্রথম তদন্ত রিপোর্ট) এখনও দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে যে ঘটনায় কোনওরকম অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা আছে কিনা।

সূত্রে জানা গিয়েছে, সুমেরা রাজপুত সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। টিকটকে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৫৮ হাজার। এমনকি তাঁর পোস্টগুলোতে এক মিলিয়নেরও বেশি লাইক পড়ত। নামকরা কনটেন্ট ক্রিয়েটরের এহেন আচমকা মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই একে মহিলাদের প্রতি সহিংসতা এবং সমাজে বিদ্যমান জোরপূর্বক বিয়ের কালচারের একটি জঘন্য প্রতিফলন হিসেবে দেখছেন।

নির্মম এই ঘটনা পাকিস্তানে মহিলা কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে সহিংসতার এক ধারাবাহিক অংশ। খবর অনুযায়ী চলতি বছরের গত মাসে ইসলামাবাদে আরেক ভয়াবহ হত্যা হয়। ১৭ বছর বয়সী আরেক টিকটক ক্রিয়েটর সানা ইউসুফকে তাঁর নিজের বাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়।

আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে , সানাকে অত্যন্ত কাছের দূরত্ব থেকে গুলি করে খুন করা হয়। অজ্ঞাত এক দুষ্কৃতি তাঁর বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। কাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল জেলার বাসিন্দা সানা ইউসুফ টিকটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

তথ্য অনুযায়ী, তাঁর ইনস্টাগ্রাম পেজে অনুসারীর সংখ্যা ছিল আনুমানিক পাঁচ লাখেরও বেশি। কিছু স্থানীয় গণমাধ্যম দাবি করেছে, সন্দেহভাজন অভিযুক্ত হয়তো সানার বাড়িতে অতিথি হিসেবে এসেছিল।

আরও পড়ুনঃ স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ! রাজস্থানে ভয়াবহ ঘটনায় নিহত সাত শিশু, আহত আরও অনেকে

খবর অনুযায়ী, অভিযুক্ত ২২ বছর বয়সী উমর হায়াত দীর্ঘদিন ধরে সানাকে মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন। এই হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ইনস্টাগ্রাম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা 'জাস্টিসফরসানাইউসুফ' লিখে ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘদিন এই নির্মম ঘটনার প্রতিরোধ চলেছে। রেশ কাটতে না কাটতে ফের আরেক নৃশংস হত্যাকান্ড। 

স্থানীয়রা আরও জানিয়েছে, এই ধরণের ধারাবাহিক হত্যাকাণ্ড মহিলাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়তার কারণে তাঁদেরকে কীভাবে প্রতিহিংসার মুখোমুখি করে তুলছে, সে চিত্র স্পষ্টভাবে তুলে ধরছে। ঘটনার জেরে স্থানীয় সহ অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা ভীত সন্ত্রস্ত। বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে। মৃত্যুর সমস্ত দিক খতিয়ে দেখা হবে৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া