মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ব্যক্তিগত ভিডিও কাণ্ডে শোরগোল, লালবাজারে অভিযোগ দায়ের করলেন দিলীপ ঘোষ

Sourav Goswami | ২৬ জুলাই ২০২৫ ১৮ : ৫৯Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি, কেন্দ্রবিন্দুতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক, আর সেই বিতর্কে নাম জড়িয়েছে দিলীপ ঘোষের। পুরো ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ। লালবাজারের জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে লেখা চিঠিতে দিলীপ ঘোষ জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে এবং জনসমক্ষে তাঁর সম্মান ক্ষুণ্ণ করতেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়ানো হয়েছে। তিনি লিখেছেন, ‘‘এটি আমার বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। যারা এই ভিডিও তৈরি ও প্রচার করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক।’’

প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে, যেগুলিকে নিয়ে দাবি করা হচ্ছে—সেগুলি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্তের রেকর্ড। যদিও ‘আজকাল’ এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল দাবি করছে, ভিডিওটি ভুয়ো এবং প্রযুক্তির সাহায্যে তৈরি। তাঁদের বক্তব্য, এই ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি আদৌ দিলীপ ঘোষ নন। তবে জনমানসে প্রশ্ন থেকেই যাচ্ছে—যদি ভিডিওটি সত্যিই ফেক হয়, তবে কারা এই মিথ্যে প্রচারের পিছনে? কী উদ্দেশ্য তাদের? আবার, যদি ভিডিওটি আসল হয়, তবে সেই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াল কীভাবে? কে বা কারা করল এই ফাঁস?

আরও পড়ুন: অটোইমিউন ডিজিজ - 'লিউপাস' : গ্রাম বাংলার স্কুল শিক্ষিকার জীবনের যুদ্ধ জয়ের উপাখ্যান! শ্রেয়সী হয়ে উঠল জয়ী

রাজনীতির পর্যবেক্ষকদের মতে, দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে ইতিমধ্যেই একাধিক ধাক্কা এসেছে। এক সময় বঙ্গ বিজেপির প্রধান মুখ হলেও, বর্তমানে রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কার্যত দূরে সরিয়ে রাখা হয়েছে তাঁকে। সাম্প্রতিক সময়ে মোদীর সফরে কিংবা নতুন রাজ্য সভাপতির সংবর্ধনায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে ব্যক্তি জীবনে পরিবর্তন এনেছিলেন দিলীপ ঘোষ, যখন তিনি সদ্য বিবাহ করেন রিঙ্কু মজুমদারকে। সেই বিয়েও বিতর্কে জড়িয়েছিল, দীঘা জগন্নাথধামে স্ত্রীকে নিয়ে সফরের সময় তাঁকে এক তৃণমূল মন্ত্রীর উত্তরীয় পরিয়ে দেওয়া নিয়েও শুরু হয়েছিল জলঘোলা।

এই পটভূমিকায় এসে হঠাৎ এমন একটি ভিডিও ফাঁস হওয়া নিঃসন্দেহে রাজনৈতিক এবং ব্যক্তিগত আক্রমণের এক ভয়াবহ সংমিশ্রণ। রাজনৈতিক মহলের একাংশ বলছে, এটি হয়তো দিলীপ ঘোষকে আরও কোণঠাসা করার কৌশল। তবে ভিডিওর সত্যতা এখনও অস্পষ্ট। দিলীপ বা তাঁর স্ত্রী—কেউই এখনো এই প্রসঙ্গে জনসমক্ষে মুখ খোলেননি। পুলিশি তদন্তই এখন একমাত্র ভরসা।এদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মতামত। কেউ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলছেন, কেউ আবার ‘নেতার চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বাস্তব হল—একজন বর্ষীয়ান রাজনীতিককে এখন ব্যক্তিগত স্তরে অপমানিত করে রাজনৈতিক লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার খেলায় নেমেছে এক শ্রেণি। লালবাজার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া