রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | তৃণমূলকে চ্যালেঞ্জ করতে গিয়ে বাংলা কবিতাতেই তোতলালেন সুকান্ত! ভিডিও পোস্ট তৃণমূল নেতার, হাসছেন নেটিজেনরা

রিয়া পাত্র | ২৩ জুলাই ২০২৫ ১৭ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২৬-এর ভোটের আগে তৃণমূলের তুরুপের তাস ‘ভাষার উপর সন্ত্রাস’। গত কয়েকদিনে দলনেত্রী বারবার সুর চড়িয়েছেন এই ইস্যুতে। সাফ জানিয়েছেন, দেশের কোনও অংশে বাংলা ভাষার উপর অত্যাচার তিনি মানবেন না। এমনকি কোনও ভাষার উপর অত্যাচার মেনে নেবেন না। ১৬ জুলাই বাংলাভাষীদের উপর আক্রমণের বিরোধিতায় পথে নেমেছিল তৃণমূল। ২১জুলাইয়ের মঞ্চকেও একই কারণের জন্যই বেছে নিয়েছিলেন দলনেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২৬-এর ভোটের আগে এটাই ছিল তৃণমূলের শেষ ২১ জুলাই। সেখানে রাজনীতির মার প্যাঁচ নিয়ে আলচনার বদলে মমতা-অভিষেকের বাংলাভাষীদের উপর অত্যাচার নিয়ে সরব হওয়া রাজনৈতিক স্ট্র্যাটেজি। এক কথায় বুঝিয়ে দেওয়া, ভোট আসবে, ভোত যাবে, কিন্তু বাংলার উপর, বাঙালিদের উপর আক্রমণের জবাব দেওয়া ভোট-বালাইয়ের থেকে বড় নয়। অনেকের মতে, ঘুরিয়ে এই বাংলার আবেগ ইস্যুই ভরাবে মমতার ভোট ব্যাঙ্ক। 

 বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যখন বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে বলে, ভাষা আন্দোলন শুরুর কথা বলছেন, তখন তৃণমূলের সাংসদদের চ্যালেঞ্জ করতে গিয়ে তোতলালেন বিজেপি সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার? সুকান্তর ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তৃণমূলের যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। অধ্যাপক, বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতিকে ওই ভিডিওতে তৃণমূল সাংসদদের বাংলা কবিতা বলার চ্যালেঞ্জ দিতে শোনা গিয়েছে। আর তাতেই কবিতার মাঝের শব্দ ভুলে গিয়ে তোতলাতে দেখা  গিয়েছে সুকান্তকে। বেশকিছু শব্দ ভুলে গিয়েছেন বলেও মনে হয়। 

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগেই নতুন দল! আগামী বিধানসভা ভোটে কত আসনে লড়াই? জানিয়ে দিলেন মমতার বিধায়ক হুমায়ুন...

৩৬ সেকেণ্ডের ওই ভিডিওতে সুকান্তকে বলতে শোনা গিয়েছে, তিনি চান ইউসূফ পাঠান, কীর্তি আজাদ  লোকসভায় দাঁড়িয়ে, সাকেত গোখলে রাজ্যসভায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করুন। এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আবৃত্তির কথা বলতে গিয়ে, একটু বিপত্তি ঘটিয়েছেন সুকান্ত। তৃণঙ্কুরের শেয়ার করা ওই ভিডিওতে সুকান্তকে বলতে শোনা যায়, ‘আমি তো চাই  ইউসূফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের আবৃত্তি করুন সেখানে। যারা তোমার নিভায়েছে বালু…।‘ পরে যদিও তিনি শুধরে নেন। ঠিক তার পরেই আবার বলেন, ‘হে বঙ্গ ভাণ্ডারে তব অবোধ…’ মূলত, ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি…’কেই তিনি গুলিয়ে ফেলেন সম্ভবত। পরে আবার শুধরে নেন আগের মতোই। তাঁর মূল বক্তব্য ছিল, তিনি চান তৃণমূল কংগ্রেসের সাংসদদের চেয়ে বিজেপির সাংসদরা ভাল, স্পষ্ট ভাষায় বাংলা বলতে কিংবা আবৃত্তি করতে পারবেন। কিন্তু চ্যালেঞ্জ করতে গিয়ে বঙ্গ বিজেপির প্রথম সারির মুখের বক্তব্যে এ হেন ভুলে রাজনীতির মহলে বেশ শোরগোল। কমেন্ট বক্সে বহু মানুষ হাসাহাসি করেছেন সুকান্ত বক্তব্যে।

 

উল্লেখ্য, ১৬ জুলাইয়ের পরেও যে, মমতা ফের একুশের মঞ্চ থেকে বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে সরব হবেন, সে জল্পনা ছিলই। হলও তাই। বক্তব্যের অনেকটা অংশ জুড়েই মমতা নিজের ভাষাকে আগলে রাখার হুঁশিয়ারি দিলেন একের পর এক। কখনও তুলনায় টেনে আনলেন অন্য রাজ্যের প্রসঙ্গ। কখনও বিজেপির কেন্দ্রীয় নেতাদের নাম না করেই কটাক্ষ করে বোঝালেন, বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, ভিন রাজ্যে তাঁদের উপর আক্রমণ করে, টেলি প্রমটার থেকে দু' লাইন বাংলা লিখে এনে এখানে বাংলা ভাষায় কথা বললে, আদতে বাংলায় ভোট পাওয়া যাবে না।

২১-এর মঞ্চে মমতা বলেন,  বলেন, ‘বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে,  কে ডিম খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়। বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। ‘ 

ভোটের আগে তিনি দলীয় কর্মী-সমর্থকদের নির্দেশ দেন, ‘২৭ জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি-রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিটিং-মিছিল করুন। যদি কোনও পরিযায়ী শ্রমিকদের পরিবার খবর দেয়, বিপদে আছেন, তাঁদের পাশে দাঁড়ান, আমাদের জানান। পরিযায়ী শ্রমিকদের বলব ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই।‘ আরও বলেন, ‘২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু করুন। ভাষার অপমান করলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না। আগামী নির্বাচন পর্যন্ত, টানা এই আন্দোলন চলবে। আপনাদের বলব আপনারা আরও বেশি করে বাংলায় কথা বলুন।‘ তৃণমূল কংগ্রেস যখন ভোটের মুখে ভাষা নিয়েও সরব হচ্ছে অতিমাত্রায়, তখন সুকান্তর ‘স্লিপ অফ টাং’ গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া