রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
AG | ২৩ জুলাই ২০২৫ ১৬ : ৪৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি থানার পুলিশ ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে এবার বড়সড় পদক্ষেপ। খেলনা নোট দেখিয়ে কয়েক কোটি টাকার প্রতারণার শিকার এক ব্যক্তি। অভিযুক্তের নাম শুভাশিস আচার্য। অবশেষে ৩ জন মহিলা সহ তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। তবে মূল অভিযুক্ত বা দলের পান্ডা এখনও অধরা বলেই জানিয়েছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্তের নাম অভিষেক তিওয়ারি। তাঁর সহকর্মী তিস্তা সেন ওরফে মুনিয়া, যাদবপুরের বাসিন্দা।
খবর অনুযায়ী জানা গিয়েছে, খেলনা নোট নিয়ে এই ধরনের জালিয়াতির চক্র চালাতো অভিষেক ও তাঁর মূল সাগরেদ তিস্তা সেন। বর্তমানে দমদমে থাকেন। জানা গিয়েছে অভিযুক্তরা বহুদিন ধরেই এই প্রতারণা চালাচ্ছিলেন। পূর্বেও অভিষেক একবার গ্রেপ্তার হয়েছিল এই ধরনের ঘটনায়। পুলিশ সূত্রে এমনটাই খবর। মাঝে কিছুদিন ঠান্ডা থাকলেও অভিষেক
পুনরায় শুরু করে এই নকল টাকা জালিয়াতির কাজ । উল্লেখ্য, এবারে অভিষেকের জালিয়াতির পরিমাণ পূর্বের তুলনায় অনেক বেশি৷ অত্যাধিক সাহস নিয়ে তাঁরা এই জালিয়াতি চক্র চালিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, অভিনব পদ্ধতিতে সে জালিয়াতি করত। উপরে কিছু আসল নোট রেখে নিচে অধিকাংশই নকল নোট বা খেলনা নোট সাজিয়ে লোন দেওয়ার গল্প ফেঁদে প্রতারণা চালাত বলে অভিযোগ। বলাবাহুল্য এই প্রতারণা তাঁরা চালাত ভিডিও কলের মাধ্যমে এবং ডিজিটাল ছবি দেখিয়ে। সম্প্রতি এই প্রতারণার শিকার হয় দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীর বাসিন্দা শুভাশিস আচার্য। ৩০ কোটি টাকা লোন দেওয়ার গল্প ফাঁদে। অত্যন্ত নূন্যতম ইন্টারেস্ট, মাত্র ৪ শতাংশ রেটে লোন দেওয়ার লোভ দেখায় অভিষেক। আর এই লোভের ফাঁদে পা দেয় শুভাষিস আচার্য। প্রথমত, তাঁকে লোন পাইয়ে দেওয়ার নাম করে ২২ লক্ষ টাকা প্রসেসিং ফিজ নেওয়া হয়। এরপর একটি ভিডিওগ্রাফির মাধ্যমে তাঁকে দেখানো হয় বিশাল অংকের টাকার পরিমান।
আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে
খবর অনুযায়ী, তাঁকে জানানো হয় ৩০ কোটি টাকা লোন দেওয়া হবে ৪ শতাংশ ইন্টারেস্ট হারে। এমনকি একই সঙ্গে জানানো হয় 'মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' নামে কোনও এক ব্যাংক থেকে তাঁকে এই ৩০ কোটি টাকা লোন দেওয়া হবে। কিছুদিন পর শুভাশিস বাবু বুঝতে পারেন তিনি জালিয়াতির ফাঁদে পড়েছেন। তড়িঘড়ি পুলিশের দারস্থ হন। পুলিশকে সমস্তটা জানান। অভিযোগ পেয়ে সন্দেশখালি থানার পুলিশ ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি সহ তৎক্ষণাৎ তদন্তে নামে। প্রাথমিক তদন্তের জেরে গ্রেপ্তার হয় সিরাজউদ্দিন মোল্লা। জানা গিয়েছে তিনি জীবনতলার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে উঠে আসে নানা তথ্য। জালিয়াতির সূত্র ফাঁস হয়।
এরপর একের পর এক নাম সামনে আসে। জানা গিয়েছে, শিয়ালদহতে এক ছাপাখানা থেকে এই নকল নোট ছাপানো হয়। 'দেবতত্তম প্রেস' নামের এক ছাপাখানা থেকে এটি হয় বলে জানা গিয়েছে। এখানেই সিংহভাগ নকল নোট ছাপানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও দেবব্রত চক্রবর্তী, যিনি মহেশতলা মির্জানগর এর বাসিন্দা, তাঁর নিজের ছোট ছাপাখানা থেকেও অল্প সংখ্যক নকল নোট ছাপানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ তদন্তে নেমে আসল নোট ৫২ হাজার টাকা এবং জাল নোট বা নকল নোট প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার করেছে। জানা গিয়েছে, এছাড়াও আনুমানিক ৭ কোটি ৮ লক্ষ টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আপাতত গ্রেপ্তার হয়েছে মোট তিনজন। তাঁদের মধ্যে একজন তিস্তা সেন মহিলা অভিযুক্ত। তবে প্রধান অভিযুক্ত বা নাটের গুরু অভিষেক তিওয়ারী এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?