সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে লাভ হল কি ভারতের? কাদের মুখে হাসি ফোটাবে এফটিএ

AD | ২৩ জুলাই ২০২৫ ১৫ : ৪৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন বছরের আলোচনার পর আগামী বৃহস্পতিবার ব্রিটেনে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement বা FTA) স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত দশ বছরে কোনও উন্নত অর্থনীতির সঙ্গে এই প্রথম কোনও বাণিজ্য চুক্তি করছে ভার। ব্রিটিশ পার্লামেন্ট এভং ভারতের মন্ত্রিসভার ছাড়পত্রের পরেই আগামী এক বছরে মধ্যে এই চুক্তি চালু হয়ে যাবে। 

এই চুক্তির ফলে দুই দেশের কী কী লাভ হল-

ভারতের জন্য ছাড়

• স্কচ হুইস্কি এবং জিনের উপর আমদানি শুল্ক অবিলম্বে ১৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে এবং ১০ বছরের মধ্যে ৪০ শতাংশে নামিয়ে আনা হবে।

• ব্রিটেনে তৈরি গাড়ির উপর শুল্ক বর্তমানে ১০০ শতাংশের বেশি। কোটা ব্যবস্থার অধীনে সেই শুল্ক ১০ শতাংশে কমিয়ে আনা হবে।

• প্রসাধনী, স্যামন, চকোলেট, বিস্কুট এবং চিকিৎসা সরঞ্জাম-সহ বিভিন্ন ব্রিটিশ পণ্যের উপর শুল্ক হ্রাস।

আরও পড়ুন: বাংলার রাজ্যপাল হোক বা দেশের উপরাষ্ট্রপতির আসন, জগদীপ ধনখড় ‘লক্ষ্মণরেখা’ পার করেছেন বার বার

ব্রিটেনের জন্য ছাড়

ভারত থেকে রপ্তানি হওয়া ৯৯ শতাংশ ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যা ভারতের বর্তমান বাণিজ্য মূল্যের প্রায় পুরোটাই।

ভারতীয় শিল্পে লাভ কাদের

এফটিএ থেকে যেসব ক্ষেত্রগুলি উপকৃত হতে পারে তার মধ্যে রয়েছে টেক্সটাইল, জুতো, গাড়ির যন্ত্রাংশ, রত্ন ও অলঙ্কার, আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী, রাসায়নিক এবং যন্ত্রপাতি। ব্রিটেনে বর্তমানে এর অনেকের উপর ৪% থেকে ১৬% শুল্ক আরোপ করা হচ্ছে। নতুন কোটা ব্যবস্থার অধীনে বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির ভারতীয় নির্মাতারাও অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবেন।

ব্রিটিশ সরকারের অনুমান অনুযায়ী, দীর্ঘমেয়াদে এফটিএ ব্রিটেনে জিডিপি বার্ষিক ৪.৮ বিলিয়ন পাউন্ড (৫৬,১৫০ কোটি টাকা) বৃদ্ধি করতে পারে। ভারতীয় পোশাক, জুতো এবং খাদ্যপণ্যের দাম কমলে ব্রিটিশ গ্রাহকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ভারত প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ পণ্যের উপর শুল্ক কমাবে।

ব্রিটেন-ভিত্তিক সংস্থাগুলি যেমন ডিয়াজিও (স্কচ হুইস্কি) এবং অ্যাস্টন মার্টিন এবং জাগুয়ার ল্যান্ড রোভার (টাটা মোটরসের মালিকানাধীন)-এর মতো ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতারা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কি নীতীশ? ধনখড়ের ইস্তফার পরেই নির্বাচনের প্রস্তুতি শুরু! বিজ্ঞপ্তি দিল কমিশন

এফটিএতে পরিষেবা খাত এবং অন্যান্য ক্ষেত্রেও প্রগতিশীল প্রতিশ্রুতির কথাও অন্তর্ভুক্ত রয়েছে-

স্বল্পমেয়াদী প্রবেশাধিকার: ব্রিটেন ভারতীয় যোগ প্রশিক্ষক, রাঁধুনি, সঙ্গীতজ্ঞ এবং অন্যান্য চুক্তিভিত্তিক পরিষেবা প্রদানকারীদের জন্য অস্থায়ী প্রবেশাধিকার প্রদান করবে।

সামাজিক নিরাপত্তা অব্যাহতি: ব্রিটেনে কর্মরত ভারতীয় পেশাদাররা তিন বছর পর্যন্ত সামাজিক নিরাপত্তা অবদান থেকে অব্যাহতি পাবেন। এর ফলে বার্ষিক চার হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

এছাড়াও, ব্রিটেনের সংস্থাগুলিকে ভারতে ২০০ কোটি টাকার বেশি মূল্যের অসংবেদনশীল ফেডারেল সরকারি ক্রয় টেন্ডারে দরপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে। এর ফলে প্রতি বছর প্রায় ৪.০৯ লক্ষ কোটি টাকার প্রায় ৪০ হাজার দরপত্র জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে ব্রিটেনের অনুমান।

এই চুক্তির লক্ষ্য দ্বিপাক্ষিক বিনিয়োগ প্রবাহকে শক্তিশালী করা-

ব্রিটেনে ভারতীয়দের উপস্থিতি: বর্তমানে এক হাজারেরও বেশি ভারতীয় সংস্থা সে দেশে কাজ করছে। এক লক্ষেরও বেশি লোককে নিয়োগ করছে এবং প্রায় ২০ বিলিয়ন ডলার (১.৭৩ লক্ষ কোটি টাকা) বিনিয়োগ করছে।

ভারতে ব্রিটেনের বিনিয়োগ: ব্রিটেন ভারতে প্রায় ৩৬ বিলিয়ন ডলার (৩.১১ লক্ষ কোটি টাকা) বিনিয়োগ করেছে। যা দেশটিকে ষষ্ঠ বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী করে তুলেছে।

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদী তাঁর চতুর্থ ব্রিটেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমারের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। ২৫ জুলাই তিনি মলদ্বীপের উদ্দেশে রওনা দেবেন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া