রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ২৯ লক্ষ টাকার জিএসটি নোটিশ পেয়ে চোখ কপালে সবজি বিক্রেতার, কর্ণাটকের ঘটনায় শোরগোল

Kaushik Roy | ২১ জুলাই ২০২৫ ১৮ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বড়সড় বিপদের মুখে পড়েছেন হাভেরির এক সাধারণ সবজি বিক্রেতা। জানা গিয়েছে, হাভেরির মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠের পাশে একটি ছোট সবজির দোকান চালান শংকরগৌড়া হাডিমানি নামের ওই ব্যক্তি। গত চার বছর ধরে শংকরগৌড়া কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে সেগুলো তাঁর দোকানে বিক্রি করছেন। তাঁর বেশিরভাগ ক্রেতাই ইউপিআই বা অন্যান্য ডিজিটাল মোডে পেমেন্ট করে থাকেন। কিন্তু সম্প্রতি জিএসটি দপ্তরের তরফ থেকে একটি নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে, তিনি গত চার বছরে প্রায় ১.৬৩ কোটি টাকার লেনদেন করেছেন এবং সেই অনুযায়ী তাঁকে ২৯ লক্ষ টাকা জিএসটি পরিশোধ করতে হবে।

এই ঘটনায় হতবাক হয়ে শংকরগৌড়া জানিয়েছেন, তিনি নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন এবং সঠিক হিসেব রাখেন। তিনি বলেন, ‘আমি তো শুধুমাত্র কৃষকদের কাছ থেকে সবজি কিনে বিক্রি করি, তাও কাঁচা সবজি। এগুলোতে তো জিএসটি লাগেই না। এখন আমাকে ২৯ লক্ষ টাকা দিতে বলছে! এটা কীভাবে সম্ভব?’ ট্যাক্স বিশেষজ্ঞ সংস্থা ক্লিয়ারট্যাক্সের তথ্য অনুযায়ী, কাঁচা ও ঠাণ্ডা সবজিতে কোনওরকম জিএসটি বসে না। কোনও বিক্রেতা যদি কৃষকের কাছ থেকে সরাসরি কাঁচা ও অপরিস্কৃত সবজি কেনেন এবং তা বিক্রি করেন, তবে তাঁর উপর জিএসটি প্রযোজ্য নয়। এই পরিস্থিতিতে শংকরগৌড়া এবং তাঁর পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাঁদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে জিএসটি কর্তৃপক্ষ যেন এই ভুল বোঝাবুঝির অবসান ঘটান।

উল্লেখ্য, বর্তমানে বেঙ্গালুরুতেও ডিজিটাল পেমেন্ট প্রত্যাখ্যান করছে বহু দোকান! কর কর্তৃপক্ষের চাপের কারণে শহরটির ছোট ছোট দোকানগুলি ‘শুধুমাত্র নগদ’ বিকল্পে ফিরে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং ইউপিআই পেমেন্ট এড়িয়ে চলছে। শহরজুড়ে বেশ কিছু ছোট বিক্রেতা পোস্টার বা বোর্ড টাঙিয়ে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘কোন ইউপিআই নয়, শুধুমাত্র নগদ’। বিক্রেতা, আইনজীবী এবং অ্যাকাউন্ট্যান্টদের মতে, বেঙ্গালুরুতে হাজার হাজার ছোট ব্যবসা, রাস্তার খাবার বিক্রেতা এবং ঠেলাগাড়ি থেকে শুরু করে ছোট দোকানগুলি জিএসটি নোটিশ পাওয়ার পর এই প্রবণতা দেখা দিয়েছে। যার মধ্যে কিছু ব্যবসা লক্ষ লক্ষ টাকার করের নোটিশও গিয়েছে। জিএসটি আইনের অধীনে, পণ্য বিক্রি করে এমন ব্যবসাগুলিকে জিএসটি-র জন্য রেজিস্টার করতে হবেই।

তাদের বার্ষিক টার্নওভার ৪০ লক্ষ টাকার বেশি হলে জিএসটি দিতে হবে। পরিষেবা প্রদানকারীদের ব্যবসার জন্য এই সীমা ২০ লক্ষ টাকা। বাণিজ্যিক কর বিভাগ স্পষ্ট জানিয়েছে, নোটিশ জারি করা হয়েছিল শুধুমাত্র সেইসব বিক্রেতাদের যাদের ২০২১-২২ অর্থবছর থেকে ইউপিআই লেনদেনের তথ্য এই সীমার বাইরে টার্নওভারের ইঙ্গিত দিয়েছে। কর্মকর্তারা মনে করেন যে এই ধরনের ব্যবসাগুলিকে আইনত রেজিস্টার করতে হবে, তাদের করযোগ্য আয়ের হিসেব দিতে হবে এবং বকেয়া জিএসটি দিতে হবে। তবে, কর্ণাটকের বাণিজ্যিক কর বিভাগের প্রাক্তন অতিরিক্ত কমিশনার এইচডি অরুণ কুমার সতর্ক করে বলেছেন যে কর কর্তৃপক্ষ কেবল ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে টার্নওভার ধরে নিতে পারে না। "জিএসটি কর্তৃপক্ষ কেবল এলোমেলো পরিসংখ্যানকে টার্নওভার হিসাবে উদ্ধৃত করতে পারে না," তিনি অতিরিক্ত লেনদেনের ইঙ্গিত করেছেন।

তিনি বলেন, "জিএসটি আইনের অধীনে, প্রমাণের ভার অফিসারদের উপর বর্তায়। করের দাবি করার আগে আধিকারিকদের আগে আয় প্রমাণ করতে হবে। টাকা পাচারের ক্ষেতে যা করতে হয় না।“ বিরোধী বিজেপি বিধায়ক এস সুরেশ কুমার জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানাবেন। এদিকে, একজন প্রাক্তন জিএসটি ফিল্ড কর্মকর্তা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ তুলে ধরে বলেন, ‘সকল ইউপিআই ক্রেডিট ব্যবসায়িক আয় নির্দেশ করে না। কিছু কিছু সাধারণ ঋণ বা পরিবার এবং বন্ধুদের কাছ থেকে স্থানান্তর হতে পারে’। উল্লেখযোগ্যভাবে, কর্ণাটকের কর কর্তৃপক্ষ ২০২৫-২৬ সালের জন্য ১.২০ লক্ষ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ক্রমশ চাপের সম্মুখীন হচ্ছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৫২ হাজার কোটি টাকার কল্যাণ গ্যারান্টির অর্থ জোগাড় এবং রাজ্যজুড়ে পরিকাঠামো তহবিল বৃদ্ধির জন্য কংগ্রেস বিধায়কদের ক্রমবর্ধমান দাবি পূরণের মধ্যে আটকে আছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া