রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ট্রাম্পের নয়া নিশানা ওবামা: এআই-ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে

SG | ২১ জুলাই ২০২৫ ০৯ : ৪৯Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  আবারও বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর নিশানায় পড়লেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। Truth Social প্ল্যাটফর্মে একটি এআই-নির্মিত ভিডিও পোস্ট করে ট্রাম্প দাবি করলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” সেই ভিডিওতে ওবামাকে হোয়াইট হাউসের ওভাল অফিসে এফবিআই হাতে গ্রেপ্তার করতে দেখা যায় — যা নিয়ে আমেরিকাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়।

এই ভিডিওটি নিছক একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং গভীর বার্তা বহন করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভিডিওটি শুরু হয় ওবামার নিজের একটি উক্তি দিয়ে, যেখানে তিনি বলছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও নয়।” এরপর জো বাইডেন-সহ একাধিক ডেমোক্র্যাট নেতার একই ধরণের উক্তির সংকলন দেখানো হয়।

এরপরই আসে সবচেয়ে বিতর্কিত অংশ — ওভাল অফিসে ওবামাকে হাতকড়া পরিয়ে এফবিআই গ্রেপ্তার করছে, আর পাশে দাঁড়িয়ে থাকা ট্রাম্প হালকা হাসি দিচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়, ওবামা কারাগারের ইউনিফর্ম পরে জেলে। সব মিলিয়ে একটি নিখুঁত এআই প্রযুক্তিতে তৈরি 'ডিপফেক' ভিডিও — যা বাস্তবের সঙ্গে মিলে যাওয়ার মতোই ভিজ্যুয়াল উপস্থাপনা।

আরও পড়ুন: ব্রিটেনে তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জেরেমি করবিন, ভোটাধিকারের বয়স কমানোর সিদ্ধান্তের মাঝেই নয়া সমীক্ষা

ভিডিওর মধ্যে ‘Pepe the Frog’ নামক ডানপন্থী মিমকে ক্লাউন অবতারে তুলে ধরা হয়েছে, যা ডেমোক্র্যাটদের বক্তব্যকে ব্যঙ্গ করার লক্ষ্যে ব্যবহার হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, এটি Epstein কাণ্ড থেকে নজর ঘোরানোর কৌশল হতে পারে।

ট্রাম্প-ওবামা সংঘাতের নতুন অধ্যায়

এই ভিডিও প্রকাশ এমন এক সময়ে এল, যখন ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা অধিকর্তা টুলসি গ্যাবার্ড (Tulsi Gabbard) অভিযোগ করেছেন যে, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়কে খাটো করতে ওবামা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্যচালিত হেরফের করেছেন। তাঁর দাবি, ওবামা প্রশাসন ইচ্ছাকৃতভাবে 'রাশিয়ান হস্তক্ষেপ' নিয়ে মিথ্যা গোয়েন্দা তথ্য তৈরি করেছিল, যার মাধ্যমে ট্রাম্পকে 'অবৈধ' জয়ী হিসেবে দেখাতে চেয়েছিল।

টুলসি গ্যাবার্ড আরও দাবি করেন, ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিচার হওয়া উচিত। ট্রাম্পও এই দাবিকে সমর্থন জানিয়েছেন।

অতীতের সৌহার্দ্য ও বর্তমানের সংঘর্ষ

তবে সবকিছুই যেন এক মুহূর্তে বদলে গিয়েছে। কারণ চলতি বছরের জানুয়ারিতে প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রাম্প ও ওবামাকে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় দেখা যায়। সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে ট্রাম্প বলেন, “দেখে মনে হচ্ছিল যেন আমরা একে অপরকে পছন্দ করি। হয়তো আমরা করি।”

কিন্তু সেই সৌহার্দ্য যে ক্ষণস্থায়ী ছিল, তা এখন স্পষ্ট। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ডেমোক্র্যাট শিবির কড়া সমালোচনায় মুখর। একাধিক পর্যবেক্ষক একে ‘উস্কানিমূলক’, ‘আবশ্যক রাজনৈতিক বিভ্রান্তি’, এবং গণতান্ত্রিক রীতিনীতির বিরুদ্ধে পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।

সব মিলিয়ে, মার্কিন রাজনীতিতে আবারও ট্রাম্পের উগ্র ঘরানার প্রভাব স্পষ্ট, যেখানে বাস্তব ও কল্পনার বিভাজন দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। এই ঘটনায় এআই এবং রাজনীতির সমন্বয়ে নতুন বিপদের ইঙ্গিতও দেখছেন বিশ্লেষকরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া