সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | জাতি জনগণনা নিয়ে কংগ্রেসের বেঙ্গালুরু ঘোষণাপত্র : ওবিসি-দের জন্য সংরক্ষণ বাড়াতে আন্দোলনের ডাক

SG | ১৬ জুলাই ২০২৫ ১৯ : ৩৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: জাতীয় জাতি জনগণনা বাস্তবায়নের দাবিতে আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কংগ্রেস ওবিসি উপদেষ্টা পরিষদের বৈঠকে কেন্দ্র সরকারকে তীব্র চাপে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-র নেতৃত্বে দুই দিনব্যাপী এই বৈঠকে 'বেঙ্গালুরু ঘোষণা' গৃহীত হয়েছে, যেখানে তেলেঙ্গানার মডেলে জাতিগত জনগণনার দাবি জানানো হয়েছে। সিদ্দারামাইয়া বলেন, “জাতীয় জনগণনায় প্রত্যেক ব্যক্তির এবং জাতির সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, কর্মসংস্থান ও রাজনৈতিক অবস্থা যুক্তভাবে বিবেচনা করতে হবে। কেবল সংখ্যা নয়, সামাজিক বাস্তবতাও উঠে আসা জরুরি।”

সভায় একটি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, কংগ্রেস সংবিধানিক সীমা ভেঙে ওবিসি-দের জন্য সংরক্ষণের ৫০% সীমা অতিক্রম করবে। এই অতিরিক্ত সংরক্ষণ শিক্ষা, চাকরি, রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরেকটি প্রস্তাবে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৫(৪) ধারার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও ওবিসিদের জন্য সংরক্ষণ প্রবর্তন করা হোক।

ওবিসি উপদেষ্টা পরিষদ একটি জোরালো দেশব্যাপী প্রচার অভিযান চালানোর ডাক দিয়েছে, যার নেতৃত্বে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও 'ন্যায় যোদ্ধা' রাহুল গান্ধী। সভায় রাহুল গান্ধীর প্রশংসা করে বলা হয়, “রাহুলজির অবিচল অবস্থান ‘মনুবাদী মোদি সরকারের’ ওপর জাতি জনগণনা বাস্তবায়নে চাপ সৃষ্টি করেছে। পিছিয়ে পড়া শ্রেণির পক্ষে তাঁর লড়াই সর্বজনীন স্বীকৃতি পেয়েছে।”

সিদ্দারামাইয়া বলেন, “জাতি জনগণনার জন্য কেন্দ্রকে রাজি করানো কংগ্রেসের জন্য একটি ছোট পদক্ষেপ হলেও, এটি সামাজিক ন্যায়ের পথে বিশাল অগ্রগতি। রাহুল গান্ধীর নেতৃত্বেই ভারত একদিন একটি সাম্যবাদী সমাজ গঠনের স্বপ্ন পূরণ করবে।” রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের ওবিসি নেতৃত্বকে শক্তিশালী করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন এবং ওবিসি বিষয়ক নিয়মিত কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

 আরও পড়ুন: কানওয়ার যাত্রা ঘিরে অশান্তি ও ধর্মীয় বিচ্যুতি: পাঁচদিনে ১৭০-র বেশি কানওয়ারিয়া গ্রেপ্তার, হাইকোর্ট ও সাধু সমাজ উদ্বিগ্ন

এদিকে কেন্দ্র সরকার জাতিগত জনগণনাকে ২০২৫ সালের জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা-র রাজনৈতিক বিষয়ক কমিটি ৩০ এপ্রিল ২০২৫ এই সিদ্ধান্ত গ্রহণ করে, যা ১৯৩১ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ জাতি-ভিত্তিক জনগণনা হবে। ১৯৫১ সালের পর থেকে শুধুমাত্র তফসিলি জাতি ও উপজাতিদের গোনা হয়েছিল, অন্য জাতিগুলির বিস্তারিত তথ্য কখনও সামনে আসেনি।

জাতি জনগণনার মূল উদ্দেশ্য হল ওবিসি-সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক বৈশিষ্ট্য সংগ্রহ করা। এই তথ্য সরকারের নীতিনির্ধারণ ও সম্পদ বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সংরক্ষণ ও উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে এই তথ্য একটি বৈজ্ঞানিক ভিত্তি গড়ে তুলবে।

তবে জাতি জনগণনাকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। সমর্থকরা একে সামাজিক বৈষম্য চিহ্নিত করার পথে জরুরি পদক্ষেপ মনে করলেও, সমালোচকরা আশঙ্কা করছেন এতে জাতি নিয়ে বিভাজন ও উত্তেজনা বাড়তে পারে। এছাড়াও, জাতিগত পরিচয়ের জটিলতা ও তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবুও বেঙ্গালুরুতে কংগ্রেসের আজকের ঘোষণাপত্র ও আগামী দিনের আন্দোলনের পরিকল্পনা দেখিয়ে দিল—জাতি জনগণনা প্রশ্নে দলটি ন্যায় ও সংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে বড় রাজনৈতিক লড়াইয়ের পথে এগোচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া