রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | ইলন মাস্কের 'আমেরিকা পার্টি' কি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে?

AD | ০৯ জুলাই ২০২৫ ১৫ : ৫১Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

একদা দুই পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এখন শত্রু। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছিলেন মাস্কই। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করে ট্রাম্পকে হোয়াইট হাউসের ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন। নির্বাচনের ঠিক পরেই উপহার স্বরূপ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের বা ডিওজিই)-র দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। দপ্তরের কাজ ছিল মানবিক খাতিরে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যে অনুদান দিত তা কমিয়ে আনা। এই সব খরচকে ‘অপচয়’ বলে বর্ণনা করে বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটিতেও অনুদান কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প যখনই মেক আমেরিকা গ্রেট এগেন (এমএজিএ)-এর স্বপ্নপূরণ করতে ‘কর কাটছাঁটের বিল’ কংগ্রেসে পেশ করার জন্য তোড়জোড় করা শুরু করেন, তখনই মাস্কের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে। মাস্ক দাবি করেন, এই বিলের ফলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ বৃদ্ধি পাবে। মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি আইনে পরিণত হয়।

ডিওজিই থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করার কথা ঘোষণা করেছেন মাস্ক। ফেডেরাল ইলেকশন কমিশনে এখনও নথি জমা দেননি তিনি। তবে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জনগণের উদ্দেশ্যে লিখেছেন, “আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠিত হল।“ ট্রাম্প তাঁর বন্ধুর এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। ট্রুথ সোশ্যালে নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “আর কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ অথবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয়। আমাদের দেশ অনেক টাকা বাঁচবে। আমাদের উচিত ডিওজিই-কে দিয়ে এই বিষয়টি কঠোরভাবে পর্যালোচনা করা। অনেক টাকা বাঁচাতে হবে।“ স্পষ্টতই, ট্রাম্প মাস্কের উচ্চাভিলাষী মহাকাশ পর্যটন প্রকল্প এবং টেসলা-কর্তৃক নির্মিত বৈদ্যুতিক গাড়ির দিকে ইঙ্গিত করছেন। মাস্ক শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে ছিলেন কারণ, এটি সরাসরি তাঁর ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে। কংগ্রেসের দুই কক্ষে ভোটাভুটির ফলে বিলটি আইনে রূপান্তরিত হয়েছে, মাত্র পাঁচজন রিপাবলিকান এর বিরোধিতা করেছিলেন।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটের বাইরে আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দল গঠন বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন বিশ্ব রাজনীতি ডানপন্থী মনোভাবের দিকে তীব্র মোড় নিচ্ছে, তখন আমেরিকার কোনও তৃতীয় দল কি এই প্রবণতায় ভারসাম্য বজার রাখতে পারবে? কয়েকজন বিশেষজ্ঞ বেশ আশাবাদী। কিন্তু মাস্কের ‘ডানপন্থী’ মনোভাবের কারণে অনেকে সন্দিহানও। মাস্কের সোশ্যাল হ্যান্ডলে প্রায় ২২০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। সেখানে আমেরিকা পার্টি নিয়ে একটি ভোটাভুটি করেছিলেন তিনি। সেই পোলে দেখা গিয়েছে ফলোয়ারদের ৮০ শতাংশ নতুন রাজনৈতিক দলের পক্ষে। এর আগে গ্যালপের একটি পোলে দেখা গিয়েছে, ৫৮ শতাংশ আমেরিকানের দেশের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি মোহভঙ্গ হয়েছে। প্রায় ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক যদি মনোযোগী হন, তবে আমেরিকায় তৃতীয় দলের উত্থানের জন্য প্রয়োজনীয় সম্পদ রয়েছে তাঁর কাছে।

সেখানেও সন্দেহ রয়েছে। এক রিপাবলিকান সেনেটর দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের এই দ্বন্দ্ব বেশি দিন স্থায়ী হবে না। মিটমাট হয়ে যাবে শীঘ্রই। এটি কেবল একটি 'ভ্যানিটি প্রকল্প' যা আমেরিকান রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে সফল হওয়ার সম্ভাবনা কম। দুই দলীয় ব্যবস্থার প্রতিষ্ঠিত আমেরিকান রাজনৈতিক পরিস্থিতিতে কোনও তৃতীয় পক্ষ দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেনি। রস পেরোটের রিফর্মস পার্টিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সেনেটর। মাস্কের অতি ডানপন্থী দৃষ্টিভঙ্গি- স্পেনে ভক্স পার্টি এবং জার্মানিতে এএফডি-র প্রতি তাঁর সমর্থন- অনেকেরই মোহভঙ্গ করতে পারে।

কিন্তু এই পরিবর্তনশীল সময়ে, তৃতীয় রাজনৈতিক দলের জন্য মাস্কের আহ্বান বিশ্বে একটি বড় প্রভাব ফেলতে পারে। এর বিবর্তনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। ভারত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশে একটি টেসলা কারখানা স্থাপনে বিশেষ ভাবে আগ্রহী। ভারতে প্রকল্পের প্রতি মাস্কের আগ্রহ ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। এখন দেখার বিষয় ভারত কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া