সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জুন ২০২৫ ২১ : ২০Soma Majumder
বর্ষা ব্যাপারটা এমনিতে বেশ রোমান্টিক। জানলার বাইরে অবিরাম বর্ষণ। কখনও টিপটিপ, কখনও ঝিরঝির, কখনও ঝমঝম। এমন দিনগুলোয় বারান্দায় এক কাপ কফি নিয়ে বসতে কিংবা চা-পকোড়া সহযোগে আড্ডা জমাতে কার না ভাল লাগে! কিন্তু যদি জল-কাদায় বেরোতে হয় নিয়মিত? তখন কি ততটাও ভাল লাগে? আর প্যাচপেচে গরমের সঙ্গে নাছোড় বৃষ্টিতে বেরোনোর চক্করে ভিজে গিয়ে কিংবা সিন্থেটিক জামাকাপড়ের কল্যাণে যদি ত্বকের সমস্যাও ঘ্যানঘেনে হয়ে দাঁড়ায়, তবে তো কথাই নেই!
কলকাতায় সবে ঘনিয়েছে বৃষ্টির মরশুম। এই বেলা তবে জেনে নিন বর্ষার দিনে সাধারণভাবে কী কী সমস্যায় ভুগতে পারে আপনার ত্বক। আর কী করেই বা তার থেকে রেহাই মিলতে পারে।
ফাঙ্গাল ইনফেকশন - এ মরসুমে বৃষ্টি লেগেই থাকে। গরমও যে কমে, এমনটা কিন্তু নয়। বাড়তি আর্দ্রতার কারণে ঘামও হয় বেশি। সব মিলিয়ে প্যাচপেচে আবহাওয়ায় ত্বকে আক্রমণ শানায় ফাঙ্গাল ইনফেকশন। শরীরের ভাঁজে, যেমন বগল, কুঁচকি, স্তনের নীচের অংশ বা পায়ের আঙুলের খাঁজে দেখা দিতে পারে ছত্রাকের সংক্রমণ। তার জেরে চুলকানি বা ঘা হতে পারে। বৃষ্টির দিনে ভেজা জামাকাপড় সহজে শুকোনোর ভাবনায় সিন্থেটিক পোশাক পরার দিকেই ঝোঁকেন মানুষ। তাতে সমস্যা বাড়ে। ফলে এ সময়টায় ঢোলা সুতির পোশাক পরলে, শরীরের ভাঁজের অংশগুলোকে যথাসম্ভব শুকনো রাখতে পারলে এ সমস্যা থেকে রেহাই মিলবে অনেকটাই।
ঘাম থেকে র্যাশ – গরমে, অত্যধিক আর্দ্রতায়, সিন্থেটিক জামাকাপড়ের কারণে বর্ষার দিনগুলোয় বড্ড ঘাম হয়। সেই ঘাম বসে গায়ের নানা জায়গায় লালচে র্যাশ বেরোতে পারে। বৃষ্টিতে ভিজে ভিতরে ভিতরে জ্বর হয়ে থাকলেও অনেক সময়ে এই ধরনের র্যাশ দেখা দেয়। ঠান্ডা পরিবেশে, খোলামেলা ঘরে তা আবার আস্তে আস্তে উপশম হয়। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে সুতির ঢিলেঢালা পোশাক পরুন এবং যথাসম্ভব ঠান্ডা পরিবেশে, এসিতে, ঠিকমতো হাওয়া চলাচলের উপযোগী খোলামেলা ঘরে সময় কাটান।
বগলের দুর্গন্ধ – বাড়তি ঘাম এই মরসুমের একটা সমস্যা। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা ঘাম নানা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত বগলে জমে থাকা ঘাম দুর্গন্ধ তৈরি করে। যা আপনার নিজের তো বটেই, আশপাশে থাকা মানুষেরও অস্বস্তির কারণ হয়ে উঠতে পারেন। এই সমস্যা মেটাতে অনেকেই ডিওডোরান্টকে হাতিয়ার করেন। তবে কারও কারও ডিওডোরান্ট থেকে অ্যালার্জি এবং তার জেরে চুলকানির সমস্যাও তৈরি হয়ে যায়। শরীরে ঘাম জমে যাওয়া আটকাতে তাই বরং আস্থা রাখুন ঢিলেঢালা সুতির পোশাকে।
ব্রণ – আর্দ্রতা বেশি এবং মুখের ত্বকে ঘাম বসার কারণে বর্ষার দিনগুলোয় বড্ড ভোগায় ব্রণ। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের সমস্যা তো আরওই বেশি। এর থেকে রেহাই পেতে ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন। সমস্যা বাড়লে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এগজিমা – অত্যধিক আর্দ্রতা এবং ঘাম ত্বকে এগজিমার মতো সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয়। ত্বকে দেখা দেয় লাল র্যাশ এবং চুলকানি। বিশেষত যাঁরা এ সমস্যায় আগে ভুগেছেন, তাঁদের ক্ষেত্রে ঝামেলা আরও বেশি। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা জরুরি। তাই ত্বক বিশেষজ্ঞের সাহায্য নিতে ভুলবেন না।
বৃষ্টিভেজা দিনগুলোয় ত্বককে ভাল রাখতে তাই কিছু পরিচর্যার অভ্যাস গড়ে তুলুন। যেমন,
• ত্বক সবসময়ে পরিষ্কার রাখুন। ত্বকের বাড়তি তেল, ঘাম, ধুলোময়লা সাফ করতে দু’বেলা ক্লেনজার ব্যবহার উপযোগী। ঘন ঘন মুখে হাত দেবেন না। এতে ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা কমবে।
• নিয়মিত এক্সফোলিয়েশন করুন। মরা কোষের পরত সরে ত্বক ঝলমলে দেখাবে।
• ত্বকের নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা জরুরি। এই সময়টায় বেছে নিন হাল্কা ময়শ্চারাইজার, যা তেলতেলে ভাব ছাড়াই ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতা জোগাবে। এ ছাড়াও ঘামঝরা শরীরে আর্দ্রতা যথাযথ রাখতে ঠিক মতো জল, জলীয় ফল খান।
• ত্বককে যথাসম্ভব শুকনো রাখুন। হাল্কা, আরামদায়ক পোশাক পরার পাশাপাশি ছাতা-রেনকোট ব্যবহার, এবং ত্বককে ঘাম থেকে রেহাই দিতে রুমাল বা টিস্যু ব্যবহার করুন।
• চড়া এবং ভারী মেকআপ এড়িয়ে যান যতটা পারেন। রোদ না থাকলেও এ সময়টায় ইউভি রে কিন্তু সক্রিয় থাকে। তাই বাইরে বেরোলে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এ মরসুমে ত্বকের যত্নে বা ছোটখাট সমস্যায় ঘরোয়া উপকরণই ভাল।
• রোজকার খাওয়াদাওয়া এবং ত্বক পরিচর্যার উপকরণে রাখুন অ্যান্টি অক্সিড্যান্ট এবং ভিটামিন। তা আপনার ত্বককে করে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল।
ঠিকমতো যত্ন নিলে মেঘ-বৃষ্টিতে আঁধার হয়ে থাকা দিনগুলোতেও ঝলমলে থাকবে আপনার ত্বক। আপনিও থাকবেন নিশ্চিন্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?