সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৭ : ৫১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মঞ্চেও যেমন দাপিয়ে বেড়িয়েছেন, বলাই বাহুল্য তেমন পর্দাতেও। দীর্ঘ ছ’দশকের অভিনয়ের কেরিয়ারে আপামর বাঙালি দর্শককে অজস্র রঙিন, মনকেমন করা অভিনয়ের স্মৃতি উপহার দিয়ে গিয়েছেন তিনি। তিনি, অনুপ কুমার। সাদা-কালো ছবিতেও যেমন তিনি মাতিয়ে রাখতেন, রঙিন ছবিতেও ঠিক তাই। বলা ভাল, রঙিন ছবিতে আরও রঙিন হয়ে উঠতেন তিনি! এদিন অনুপ কুমারের জন্মদিবসে স্মৃতির অতীতের পাতা উল্টে তাঁর অনুপদা কে দেখলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়।
“অনুপদাকে আমি চিনতাম সেই ছোট থেকেই। তখন উনি শ্রীরঙ্গমে অভিনয় করেন। আমি তখন মাথায় দু’টো বিনুনি বেঁধে হাজির হতাম। উনি আমার মাথার বিনুনি দু’টো ঘোড়ার লাগামের মতো ধরে ওঁর সেই বিখ্যাত ভঙ্গিতে হেসে বলে উঠতেন, ‘এই ঘোড়া, হ্যাট হ্যাট।’ আমি এক দৌড়ে পালিয়ে যেতাম। পরে যখন পর্দায় ওঁর বিপরীতে নায়িকা হয়েছি প্রথম দিকে একটু অস্বস্তি হত, কিন্তু উনিই সেটা কাটিয়ে দিয়েছিলেন। আমাকে অভিনয় নিয়ে তেমন টিপস কখনও দেননি, তবে অন্যভাবে সাহায্য করেন। ধরুন কোনও দৃশ্যের শুটিংয়ের আগে মহড়া দিচ্ছি, উনি নিজের পার্টটুকু করে বলতেন –‘আমি এভাবে করব, তুই কীভাবে করবি দেখা!’ তারপর সেটা নিয়ে আলোচনা করতেন, নিজের মতামত জানাতেন। আমার কাছে অনুপদা ছিলেন নিজের বড় দাদার মতো আর আমি ওঁর ছোট বোন। এত স্নেহ করতেন, ভালবাসতেন আমাকে....বাইরে কোথাও ঘুরতে গেলে কিছু না কিছু উপহার নিয়ে আসতেন। সে ঝুটো মুক্তোর গয়না হোক কিংবা ছোট্ট কানের দুল। গভীর স্নেহ না থাকলে এসব হত না।”
“মানুষকে বড্ড বিশ্বাস করতেন। পরিচিত-অপরিচিত যে কারও বিপদে ঝাঁপিয়ে পড়তেন, যথাসাধ্য সাহায্য করতেন। আর এত আড্ডাবাজ ছিলেন, উফ কীসব গল্প বলতে পারতেন জমিয়ে। আর এত রসিয়ে মুখভঙ্গি করে বলতেন, হাসতে হাসতে গড়িয়ে পড়তাম। মেজাজ গরম টরম খুব একটা করতেন না। একটা মজার কথা বলি, ছবির নাম ভুলে গিয়েছি। আউটডোর শুটিংয়ে গিয়েছি। খুব ঠান্ডা। অনুপদা রয়েছে, জহর রায় রয়েছেন। তো জহরদা সন্ধ্যেবেলার পর মদ্যপান করতেন। সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলেন। মদ্যপান করে নিজের সব জামাকাপড় খুলে স্রেফ খাটো প্যান্ট পরে ঠান্ডায় বসে রয়েছেন। সবাই চিন্তায়। অনুপদা খবর পেয়ে দৌড়ল, সঙ্গে আমিও। এরপর জহরদা-কে ছদ্ম বকাবকি করল একচোট। জহরদা মুখ গঞ্জ করে বললেন, ‘আমার গরম লাগছে।’ অনুপদা চুপচাপ নিজের হাতে সব পোশাক ওঁকে পরিয়ে দিলেন। তারপর খাটে শুইয়ে লেপ চাপা দিয়ে দিলেন। এতক্ষণ পুরো চুপ করে ছিলেন জহরদা। যেই অনুপদা বেরোবে, অমনি নিজের সমস্ত জামাকাপড় ফের খুলে ফেললেন। আমি ততক্ষণে দৌড় দিয়েছি সেই জায়গা থেকে আর অনুপদা তো থ!”
“বড্ড মিস করি অনুপদাকে। অভিনেতা হিসেবে উনি কত বড় ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অনুপদার একটা বড় আক্ষেপ ছিল, বড় বড় পরিচালকেরা সেভাবে ওঁকে ব্যবহার করলেন না। কেন করলেন না, সেটা আমি জানি না। আর বহু দর্শক অনুপ কুমারকে স্রেফ একজন উঁচুমানের কৌতুকাভিনেতা হিসেবে জানেন…এটা দুর্ভাগ্য ছাড়া আর কী বলি!”
সাবিত্রী চট্টোপাধ্যায় অল্প কথায় বললেন, “অনুপদা অনেক বড় মাপের অভিনেতা ছিলেন। মানুষ হিসেবে তার থেকেও ভাল ছিলেন। খুব আড্ডা মারতেন, মজার মজার কথা বলতেন। সবার সঙ্গে সমান ব্যবহার করতেন। শেষদিন পর্যন্ত ওঁর সঙ্গে যোগাযোগ ছিল আমার।”
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?