সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: AD ১২ জুন ২০২৫ ১৩ : ৫০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) লিমিটেড বুধবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-র জন্য দু’টি উপকূলীয় গবেষণা জাহাজ (Coastal Research Vessels or CRVs) নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তিটি স্বাক্ষর করেন গার্ডেনরিচের ডিরেক্টর (শিপবিল্ডিং) কমান্ডার শান্তনু বোস এবং GSI-র ডেপুটি ডিরেক্টর জেনারেল ও প্রধান, মেরিন ও কোস্টাল সার্ভে ডিভিশন ডঃ এন এম শরীফ। উপস্থিত ছিলেন জিএসআই-এর ডিরেক্টর জেনারেল অসিত সাহা। এছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই চুক্তিতে স্বাক্ষরের ফলে গবেষণা প্ল্যাটফর্ম নির্মাণে গার্ডেনরিচের দক্ষতা ও অভিজ্ঞতা আরও একবার প্রমাণিত হল। বর্তমানে এই জাহাজ নির্মাণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসান রিসার্চ (NCPOR)-এর জন্য একটি ওসান রিসার্চ ভেসেল (ORV) এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) অধীনস্থ নেভাল ফিজিক্যাল অ্যান্ড ওসানোগ্রাফিক ল্যাবরেটরি (NPOL)-এর জন্য একটি অ্যাকোস্টিক রিসার্চ শিপ (ARS) নির্মাণ করছে।
প্রতিটি উপকূলীয় গবেষণা জাহাজের দৈর্ঘ্য হবে ৬৪ মিটার এবং প্রস্থ হবে ১২ মিটার। প্রতিটি জাহাজের ডেডওয়েট প্রায় ৪৫০ টন হবে। এই জাহাজগুলি টানা ১৫ দিন সাগরে কাজ করার সক্ষমতা রাখবে এবং সর্বোচ্চ গতিবেগ হবে ১০ নট। প্রতিটি জাহাজে ৩৫ জন লোক থাকার সুবিধা থাকবে।
এই বিশেষ জাহাজগুলি অফশোর ভূতাত্ত্বিক ম্যাপিং, খনিজ অনুসন্ধান (ড্রেজিং সহ), মহাসাগরীয় পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার জন্য ব্যবহৃত হবে। প্রতিটি জাহাজে আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষাগার থাকবে যেখানে ডেটা প্রসেসিং এবং নমুনা বিশ্লেষণের সুবিধা থাকবে।
এই গবেষণা জাহাজগুলোতে থাকবে ‘ডাইনামিক পজিশনিং ১’ ব্যবস্থা, যা সাগরের তৃতীয় অবস্থার (Sea State 3) মধ্যেও স্থিরভাবে অবস্থান বজায় রাখতে সাহায্য করবে। ডিজেল-ইলেকট্রিক প্রপালশন দ্বারা চালিত এই জাহাজগুলি ডিজেল জেনারেটরের মাধ্যমে থ্রাস্টার চালাবে এবং ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ)-এর মধ্যে, ৫ থেকে ১০০০ মিটার গভীরতা পর্যন্ত কাজ করতে পারবে।
যদিও GRSE মূলত যুদ্ধজাহাজ নির্মাণে পারদর্শী, তবুও গবেষণা জাহাজ নির্মাণেও প্রতিষ্ঠানটি বিশেষ অভিজ্ঞ। ১৯৯৪ সালে, GRSE NPOL-এর জন্য মেরিন অ্যাকোস্টিক রিসার্চ শিপ আইএনএস সাগরধ্বনি নির্মাণ করেছিল। ১৯৮১ থেকে ১৯৯৩ সালের মধ্যে সংস্থাটি নৌবাহিনীর জন্য ছয়টি সার্ভে ভেসেল সরবরাহ করেছিল। গত দুই বছরে GRSE নৌবাহিনীর জন্য Sandhayak শ্রেণির দু’টি বড় সার্ভে ভেসেলও হস্তান্তর করেছে। এই শ্রেণির আরও দু’টি জাহাজ বর্তমানে নির্মাণাধীন। এই সার্ভে ভেসেলগুলি হল তাদের শ্রেণির মধ্যে ভারতের তৈরি সবচেয়ে বড় ও উন্নত জাহাজ।
বর্তমানে GRSE নৌবাহিনীর জন্য চারটি ভিন্ন শ্রেণির মোট ১৬টি যুদ্ধজাহাজ নির্মাণ করছে। নৌবাহিনীর ‘নেক্সট জেনারেশন করভেট’ (NGC) প্রকল্পের জন্য GRSE সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে এবং আশা করা হচ্ছে যে, এই প্রকল্পের আওতায় পাঁচটি করভেট নির্মাণের চুক্তি তারা পাবে। GRSE একটি জার্মান সংস্থার জন্য আটটি মাল্টিপারপাস কার্গো ভেসেলও নির্মাণ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?