সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুন ২০২৫ ১৪ : ১৯Soma Majumder
বর বড্ড বদরাগী! পান থেকে চুন খসলে একগাদা কথা শোনায়। রাগ বাড়লে গালিগালাজ, গায়ে হাত তোলা থেকে জিনিসপত্র ভাঙচুরও আটকায় না!
মেয়েটার একেবারে নাকের ডগায় রাগ! কথায় কথায় রাগ, বিরক্তি, একটুতেই ঝগড়াঝাঁটি শুরু!
ছেলেটা রাগ, তিক্ততা জমিয়ে রাখে দিনের পর দিন। মন খুলে সবটা উগরে না দিয়ে রাগের পাহাড় বয়ে চলে মনের ভিতর।
প্রেমিক বা প্রেমিকা রেগে গেলেই অসম্ভব ঠান্ডা। ঠান্ডা গলায় বিঁধে চলে। উল্টো দিকের মানুষটার খারাপ লাগা, রাগ, কোনও কিছুই গুরুত্ব পায়না তখন।
অফিসের বস বলে কথা। যখন তখন তুমুল গালাগালি করেন টিমকে। সেই ত্রাসেই দিন কাটে বাকিদের।
উপরের চরিত্রগুলো চেনা লাগছে তো? সকলের চারপাশেই, চেনা চৌহদ্দিতে এমন মানুষেরা থাকেন। ষড়রিপুর এক রিপু ক্রোধ অর্থাৎ রাগ। এমনিতে রাগ জিনিসটা একটা সাধারণ অনুভূতি, সবারই থাকে কমবেশি। কিন্তু তা যদি মাত্রা ছাড়ায়? তবে কি আর তাকে সাধারণ বলা চলে?
বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাছাড়া রাগ, যা অন্যদের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে, তা আসলে মানসিক সমস্যা। এর অর্থ মনের ভিতর বাসা বেঁধে আছে রাগ। ইংরেজিতে যাকে বলে অ্যাঙ্গার ইস্যুজ়। কিন্তু কীভাবে বুঝবেন আপনি এ সমস্যায় আক্রান্ত কিনা? কীভাবেই বা তার উপশম হতে পারে?
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অ্যাঙ্গার ইস্যুর কিছু উপসর্গ রয়েছে। যা খেয়াল করলে বুঝতে পারবেন, আপনারও এ ধরনের সমস্যা হচ্ছে কিনা। সেক্ষেত্রে কিছু অভ্যাস মুশকিল আসান হতে পারে। তবে সমস্যা বেশি হলে মনোবিদ বা মনোরোগ চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি।
রাগের সমস্যার রকমফের
• সামান্য কিছু ঘটলেই অসম্ভব বিরক্ত হওয়া, চেঁচামেচি
• একটুতেই বা অনেক ক্ষেত্রে সাধারণ পরিস্থিতিতেও অস্থির হয়ে পড়া
• যে কোনও ধরনের তর্ক-বিতর্ক বা ঝগড়ায় মাথা ঠান্ডা না রাখতে পেরে বাড়তি চেঁচামেচি, গালিগালাজ, টেনশন এবং হতাশা
• অসম্ভব রাগে অন্যের গায়ে হাত তোলা, জিনিসপত্র ভাঙচুর, ভয় দেখানো বা ক্ষতি করার হুমকি দেওয়া
• নিয়মিত অন্যকে কঠিন কথা বলা, চিৎকার, গালিগালাজ
• সবেতেই ত্রুটি ধরা বা অন্যের সব ব্যবহারকেই ভুল বলে দাগিয়ে দেওয়া
• রাগ, তিক্ততা বা শত্রুতা মনের ভিতরে পুষে রাখা দীর্ঘদিন
• রাগ হলেই মদ্যপান, মাদক বা অন্য কোনও নেশায় ডুবে যাওয়া
• বাড়ি, অফিস বা সম্পর্কের স্ট্রেস সামলাতে না পারা এবং রাগে ফেটে পড়া যখনতখন
• রাগ হলেই হার্ট রেট বেড়ে যাওয়া, চোয়াল বা কাঁধের পেশি শক্ত হয়ে ওঠা, মাথা ব্যথা, ঘাম, মাথা ঝিমঝিম বা হজমের গোলমাল
• রাগের জেরে সম্পর্কে নিয়মিত অশান্তি, ঝগড়াঝাঁটি, একের পর এক সম্পর্ক ভাঙা,
• সহকর্মীদের সঙ্গে অশান্তি, অফিসে কাজের ক্ষতি
• বদরাগী স্বভাবের কারণে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী বা সমাজের সঙ্গে দূরত্ব বেড়ে একলা হয়ে পড়া
• কারও উপরে অহেতুক রাগ, অশান্তি, কাউকে মানসিক বা শারীরিক আঘাত করার পর বিচলিত না হওয়া বা অপরাধবোধে না ভোগা
• নিজের রাগ অন্যের উপর কতটা মানসিক প্রভাব ফেলছে না বোঝা
• যে কোনও সমস্যার ক্ষেত্রে নিজের দায় স্বীকার না করে পুরো দোষটাই অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া
• অন্যের অনুভূতির কথা না ভেবে বা নিজেরই কোনও দোষ আছে কিনা তা বোঝার চেষ্টা না করে ক্রমাগত বা নিয়মিত রাগের বহিঃপ্রকাশ
• রাগের বশে নানা সমস্যা বাধিয়ে আইনি জটিলতার মুখোমুখি হওয়া
চিকিৎসার পথ
রাগের বশে যদি অন্যের শারীরিক বা মানসিক ক্ষতি করতে থাকেন, জিনিসপত্র ভাঙচুর করেন কিংবা নিজেই অসুস্থ পড়েন, একের পর এক সম্পর্ক ভাঙা বা পেশাগত কাজে অসুবিধে তৈরি হতে থাকে, অথবা আইনি সমস্যায় পড়তে থাকেন মাঝে মাঝেই, তবে আপনি কিন্তু বিপদসীমায় পৌঁছে গিয়েছেন। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা জরুরি। দেরি না করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিভিন্ন ক্ষেত্রে মনোবিদদের কাছে বিভিন্ন রকম কাউন্সেলিং, থেরাপি কিংবা সমস্যা অনেকখানি বেড়ে গিয়ে থাকলে মনোচিকিৎসকের দেওয়া ওষুধপত্র খাওয়া আপনাকে সমাধানের দিকে নিয়ে যাবে।
উপসর্গ চিনে সতর্কতা
উপরের কিছু উপসর্গ রয়েছে আপনার। তবে তা মাত্রাছাড়া নয় এখনও। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে নিজেই কিছু অভ্যাস তৈরি করে মনকে শান্ত করতে পারেন।
যা করবেন:
• কী কী কারণে বা পরিস্থিতিতে রাগ হচ্ছে, সেগুলো নিজে বোঝার বা চেনার চেষ্টা করুন। সেই সময়গুলোতে শান্ত থাকার বা সমস্যাটা বোঝার চেষ্টা করুন।
• মন শান্ত করতে, স্থিরতা আনতে যোগাসন, মেডিটেশন, ডিপ ব্রিদিং কার্যকরী হতে পারে।
• নিয়মিত যে কোনও ধরনের শারীরিক কসরত, হাঁটার অভ্যাস উপকারী হতে পারে।
• পছন্দসই হবি বেছে নিয়ে তাতে মনোযোগ দিন। বই পড়া, লেখালেখি, ছবি আঁকা, হাল্কা মেজাজের সিনেমা-সিরিজ দেখায় সুফল মিলতে পারে।
• মন খুলে কথা বলা অভ্যাস করুন। কোনও কিছু খারাপ লাগলে, রাগ হলে, তা পুষে না রেখে বা অশান্তি না করে সবটা খুলে বলুন অন্যদের।
• মন শান্ত রাখা, রাগ নিয়ন্ত্রণ বা মন খুলে কথা বলা শেখাতে নানা ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপ হয়। তাতে যোগ দিতে পারেন।
রাগ বশে থাকলে ভাল থাকবেন আপনিই। সঙ্গে ভাল থাকবেন আপনার বৃত্তে থাকা মানুষগুলোও। সেটা ভাল নয় কি?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?