সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | বন্ধুর কন্ঠস্বরে সাহায্য চাইলে সাবধান, এসেছে নতুন প্রতারণা

Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৪৬Riya Patra
অরিজিৎ চ্যাটার্জিঃ ‘‌তুমি দেখছ তাকে ভাবছ যাকে, সে আসল মানুষ নয়...।’‌ অনুপম রায়ের লেখা একটি গানের এই লাইনটি বাস্তবে পরিণত করছে সাইবার প্রতারকরা। কীভাবে? ধরুন, দিনের বেলা কাজের মাঝে বা মাঝরাতে হঠাৎ আপনার মোবাইলে কোনও পরিচিত ব্যক্তির ফোন এল। বলল, ‘‌খুব বিপদে পড়েছি। কিছু টাকা পাঠালে অনেক উপকার হয়।’‌ আপনি বিশ্বাস করে তাকে সাহায্যও করে দিলেন। কিন্তু ফোনের ওপারের কণ্ঠস্বর ‘‌আসল মানুষের’‌ তো? কারণ, সাইবার প্রতারকরা সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে নয়া পদ্ধতিতে জালিয়াতি করছে। বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে নাম দিয়েছেন, ‘‌এআই ভয়েস প্রতারণা’‌। অর্থাৎ, ফোনের ওপারের কণ্ঠস্বরটি কোনও ব্যক্তির নয়। সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানানো, যা শুনলে মনে হয় যেন কোনও মানুষই কথা বলছে। এ ধরনের জালিয়াতি থেকে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করছেন লালবাজারের গোয়েন্দারা।

বায়োমেট্রিক তথ্যের মতো প্রত্যেক মানুষের কণ্ঠস্বরও অন্যরকম হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, এ দেশের ৮৬ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার কাজের জন্য তাদের কণ্ঠস্বর রেকর্ড করে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে শেয়ার করে। ভয়েস ক্লোনিং সাইবার অপরাধীদের কাছে সেগুলিই হল জালিয়াতির হাতিয়ার। কিন্তু কীভাবে? তারা প্রথমে ব্যাঙ্ক, কাস্টমার কেয়ার, সরকারি দপ্তরের আধিকারিক সেজে কোনও ব্যক্তিকে ফোন করে তাঁকে নিজের জালে ফেলে। তারপর তাঁর ফোনে ডেস্কটপ অ্যাক্সেস সফ্‌টঅয়্যার ইনস্টল করিয়ে ফোনটি হ্যাক করে নেয়। তারপর কৌশলে ওই ব্যক্তির ফোনে থাকা ভয়েস নোটগুলি সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নতুন নতুন বাক্য (বা, কমান্ড) তৈরি করা হয়। তারপর ওই ব্যক্তির পরিচিতদের হোয়াট্‌সঅ্যাপ বা অন্য সোশ্যাল মিডিয়া সাইটে ভয়েস নোট পাঠিয়ে আর্থিক সাহায্য চায় জালিয়াতরা। অনেক সময় তারা ফোন করেও টাকা চায়। তবে ফোনের ওপার থেকে কোনও মানুষ কথা বলে না। এআই–এর সাহায্যে বানানো নকল কণ্ঠস্বর বা ক্লোনড ভয়েসের রেকর্ডিং চালিয়ে দেয় জালিয়াতরা। গত নভেম্বর মাসের শেষের দিকে হায়দরাবাদের এক ৫৯ বছর বয়সি মহিলা এআই ভয়েস প্রতারণার শিকার হয়েছেন। জালিয়াতরা তাঁর ভাইপোর কণ্ঠস্বর নকল করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

ম্যাকাফি নামে একটি বেসরকারি সংস্থা চলতি বছর এআই ভয়েস প্রতারণা নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে বানানো ও আসল কণ্ঠস্বরের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। এদেশের ৮৩ শতাংশ মানুষ এই নয়া প্রতারণার শিকার হয়েছে। ৪৮ শতাংশ মানুষ খুইয়েছেন ৫০ হাজারেরও বেশি টাকা। ওই সমীক্ষার রিপোর্ট বলছে, প্রতারিত ব্যক্তিদের ৪৬ শতাংশ বাবা–মায়ের নকল কণ্ঠস্বর থেকে ভয়েস নোট পেয়েছেন। স্বামী–স্ত্রী ও সন্তানের কণ্ঠস্বর থেকে প্রাপ্ত ভয়েস নোটের হার ৩৪ ও ১২ শতাংশ। টাকার প্রয়োজনে পরিবার, পরিজনের তরফে আসা ভয়েস নোটের উত্তর দিয়েছেন ৬৬ শতাংশ নাগরিক। ৭০ শতাংশ ভয়েস নোটেই প্রতারকরা বাড়িতে চুরি–ছিনতাইয়ের কথা জানিয়ে টাকা চেয়েছে।

তবে কলকাতা শহরে এ ধরনের কোনও প্রতারণার অভিযোগ জমা পড়েনি। আগামী দিনেও যাতে জনসাধারণ এআই ভয়েস প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক ও সচেতন করছেন লালবাজারের গোয়েন্দারা। তাঁদের পরামর্শ, কলারের পরিচয় নিশ্চিত না করে কখনও ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। হঠাৎ কেউ জরুরিভিত্তিতে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হওয়া উচিত। কোনও ফোন কলের ওপর সন্দেহ হলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছেন গোয়েন্দারা।


সমস্যা এড়াতে মাথায় রাখতে হবে কোন কোন বিষয়?

১. সোশ্যাল মিডিয়ায় ভয়েস নোট পাঠানো থেকে বিরত থাকুন।

২. সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে টু–স্টেপ অথেন্টিকেশন অন করে রাখুন।

৩. অচেনা নম্বর থেকে আসা মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না।

৪. কলারের পরিচয় নিশ্চিত না করে কখনও ব্যক্তিগত তথ্য দেবেন না।

৫. হঠাৎ কেউ জরুরিভিত্তিতে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হন।

৬. কোনও ফোন কলের ওপর সন্দেহ হলে তৎক্ষণাৎ স্থানীয় থানা বা লালবাজারের সাইবার থানায় অভিযোগ জানান।‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া