রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

Bibhas Bhattacharya | | Editor: Sourav Goswami ০২ মে ২০২৫ ০২ : ০৫Sourav Goswami

বিভাস ভট্টাচার্য: হঠাৎ হঠাৎ গ্যাস বা হজমের সমস্যা। কখনও কোষ্ঠবদ্ধতা আবার কখনও পাতলা পায়খানা‌। মলের সঙ্গে অল্প অল্প রক্ত। প্রথমদিকে হজম বা কোষ্ঠবদ্ধতা দূরীকরণের ওষুধ খেয়ে কমানো গেলেও সমস্যার উত্তরোত্তর বৃদ্ধি। শরীরের ওজন কমতে শুরু হওয়া বা সমস্যা আরও ঘনঘন হওয়া। এই লক্ষণগুলো কিন্তু ইঙ্গিত হতে পারে কোলন ক্যান্সারের। 

একটা সময় এদেশে কোলন ক্যান্সারের রোগীর সংখ্যা সেরকম উল্লেখযোগ্য না থাকলেও চিকিৎসকরা জানাচ্ছেন, দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে। রোগী বৃদ্ধির জন্য তাঁরা সম্ভাব্য যে কারণগুলো জানাচ্ছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস। কলকাতা মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কালিদাস বিশ্বাস বলেন, 'প্রসেসড ফুড এবং যে কোনও রকমের রেড মিট। রিফাইন্ড সুগার, অতিরিক্ত ভাজাপোড়া জাতীয় খাবার কোলন ক্যান্সারের অন্যতম কারণ। জিভের স্বাদের জন্য এই ধরনের খাবার নিয়মিত খেলে তার বিরূপ প্রভাব কোলনের উপর পড়তে বাধ্য। এখনকার সময়ে এই ধরনের খাবারের চাহিদা খুবই বেশি। যেটা সাময়িক তৃপ্তি দিলেও ভবিষ্যতে শরীরে বড় সমস্যা ডেকে আনতে পারে। এর সঙ্গে আরও একটি বড় কারণ হল অতিরিক্ত মদ্যপান।' 

দেশে উদ্বেগজনক অবস্থায় পৌঁছাচ্ছে কোলন ক্যান্সার। ডাঃ কালিদাস বিশ্বাস বলেন, 'ভারতে প্রতি বছর এই রোগে আক্রান্ত হচ্ছেন এক লক্ষেরও বেশি মানুষ। দেশে যে ধরনের ক্যান্সারে লোকে আক্রান্ত হচ্ছেন তার মধ্যে কোলন ক্যান্সার চতুর্থ স্থানে আছে।‌ একটা সময় শহরের লোকজনের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব থাকলেও বর্তমানে গ্রাম এবং মফঃস্বলের লোকেরাও এই রোগের শিকার হচ্ছেন। যার কারণ, জীবনযাত্রার পরিবর্তন। বয়স্কদের সঙ্গে তরুণরাও আক্রান্ত হচ্ছেন।' 
অনেকসময় দেখা যায় মলের সঙ্গে রক্তপাত হচ্ছে। অনেকেই মনে করেন এটা অর্শ রোগের লক্ষণ। কারুর ক্ষেত্রে দেখা যায় অর্শ থেকেই এই রক্তপাত হচ্ছে। আবার কারুর ক্ষেত্রে হয়ত সেটা কোলন ক্যান্সারের মতো রোগ। কিন্তু কোনটা অর্শ আর কোনটা কোলন ক্যান্সার নয়, সেটা একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা কীভাবে সম্ভব? ডাঃ কালিদাস বিশ্বাস জানান, 'বিষয়টি যদি টানা বা বলতে গেলে একমাস ধরে চলে এবং সেইসঙ্গে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাদের পরিবারে এই রোগের 'হিস্ট্রি' আছে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে তো চিকিৎসকের পরামর্শ নেওয়া একেবারেই বাধ্যতামূলক। কয়েকটি পরীক্ষাতেই ধরা পড়ে যাবে মলের সঙ্গে রক্তপাতের আসল কারণ কী। বিশেষ করে কেউ যদি আলসারেটিভ কোলাইটিস-এ ভোগেন তবে তাঁকে কিন্তু নিয়মিতভাবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।' 

তিনি জানান, 'বাঁ-দিকের কোলনে ক্যান্সার হলে রোগটা আগে ধরা পড়ার সম্ভাবনা থাকে। কারণ, রোগীর পেট ব্যাথা, মলের সঙ্গে রক্তপাত, পেটে মোচড় দিয়ে ব্যাথার মতো উপসর্গগুলো থাকে। ডানদিকের কোলনে হলে প্রথমদিকে রোগী সাধারণত অতটা বুঝতে পারে না। সেক্ষেত্রে একটা বড় লক্ষণ হল রোগীর রক্তাল্পতা বা অ্যানিমিয়া।' 

রোগীর বংশের 'হিস্ট্রি' কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জানাচ্ছেন এসএসকেএম হাসপাতালের এসডিএলডি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মহি-উদ্দিন আহমেদ। তাঁর কথায়, 'বংশে যদি এই রোগ কারুর হয়ে থাকে তবে সেই সমস্ত রোগীকে আরও বেশি সতর্ক হতে হবে। চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনে কোলন পরীক্ষার জন্য 'কোলোনোস্কোপি' করে দেখে নিতে হবে শরীরে কোলন ক্যান্সার বাসা বেঁধেছে কিনা।' প্রাত্যহিক জীবনে খাদ্যাভ্যাস যেহেতু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই প্রসঙ্গে তিনি বলেন, 'জিভের স্বাদের কথা ভেবে দোকান থেকে মুখরোচক খাবার কখনও কখনও খাওয়া যেতেই পারে। দেখতে হবে সেটা যেন নিয়মিত জীবনের অঙ্গ না হয়ে যায়। শরীর ভালো রাখতে গেলে মরসুমি ফল খাওয়াটা খুব ভালো। এছাড়াও খেতে হবে শাকসব্জি বা ফাইবার সমৃদ্ধ খাবার। চেষ্টা করতে হবে মদ্যপান থেকে দূরে থাকতে।' 

রোগ প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাঃ শুভদীপ রক্ষিত বলেন, 'রক্তপাত এবং সেইসঙ্গে হঠাৎ মাথা ঘোরা সেই সঙ্গে মলত্যাগের সময় পেটে মোচড় দিয়ে ব্যাথা হলে একেবারেই অবজ্ঞা করা উচিত নয়। আবার অনেক সময় দেখা যায় রোগী হয়ত বুঝতে পারছেন না তার মলের সঙ্গে রক্তপাতের বিষয়টি। অথচ তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। সেক্ষেত্রে বংশে হিস্ট্রি আছে এমন রোগী বা হিমোগ্লোবিন কমে গিয়েছে এরকম রোগীদের মল 'অকাল্ট ব্লাড টেস্ট' করে দেখে নিতে হবে সেখানে রক্তের উপস্থিতি আছে কিনা।'

সময়মতো চিকিৎসায় কোলন ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় হয়। ডাঃ কালিদাস বিশ্বাস বলেন, 'এই রোগ প্রথম অবস্থায় ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় সম্ভব। রোগী ফিরতে পারেন তাঁর স্বাভাবিক জীবনে। সেইসঙ্গে পুষ্টিকর খাদ্য ও সংযমী জীবন যাপনের মাধ্যমে এই রোগ থেকে দূরেও থাকা যায়। শারীরিক পরিশ্রমটা খুব জরুরী। অনেকে আছেন যারা মাথাধরার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ এবং সুগারের জন্য মেটফরমিন ওষুধ খান। যেটা অনেকাংশে কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ দেয়। কিন্তু তার অর্থ কিন্তু এটা নয়, এই রোগ থেকে দূরে থাকতে আজ থেকেই কেউ মুঠো মুঠো এই ওষুধ খাওয়া শুরু করবেন।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া