রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

Reporter: গোপাল সাহা | লেখক: AD ২৮ এপ্রিল ২০২৫ ২২ : ১৩Abhijit Das

গোপাল সাহা: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের 'ডগ স্কোয়াড' একটি বিশেষ শাখা। যে 'ডগ স্কোয়াড'-এর সৈন্যরা (সারমেয়রা) পুলিশের সঙ্গে সমান্তরালভাবে তদন্তে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। যাদের অনুপস্থিতিতে কলকাতা পুলিশের তদন্ত একপ্রকার অসম্পূর্ণ থেকে যায়। আর তাদের জীবনধারণ অর্থাৎ লালনপালন, চিকিৎসা, খাওয়া-দাওয়া, ট্রেনিং ও খেলাধুলা-সহ একাধিক বিষয় কীভাবে পরিচর্যা হয় সেটাও যেমন বড় কৌতূহলের। তেমনই কলকাতা পুলিশের বিরাট এক দায়িত্বপূর্ণ কাজ। কারণ এই 'ডগ স্কোয়াড' যে কোনও তদন্তকে অনেক বেশি সহজ করে তোলে তাদের শ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা। 

একটু দেখে নেওয়া যাক তাদের জীবন ধারণের পদ্ধতি ও প্রশিক্ষণ ব্যবস্থা- 

• ডগ স্কোয়াডের সদস্যদের তিন-চার মাস বয়সে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে এবং তারপর শুরু হয় প্রশিক্ষণ। 

• তদন্তের পাঁচটি বিভাগের জন্যই প্রশিক্ষণ দেওয়া হয়। সেগুলি হল,  বিস্ফোরক (এক্সপ্লোসিভ), নারকটিক্স (মাদকাসক্তি), ক্রাইম ট্র্যাকার (অপরাধী শনাক্ত), সার্চ এন্ড রেসকিউ (ধ্বংসাবশেষ থেকে প্রাণের হদিস), গার্ড অ্যান্ড অ্যাসল্ট (সুরক্ষাক্ষেত্রে)। এই পাঁচটি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয় সাবলীল হয়ে ওঠার জন্য। 

• প্রশিক্ষণ শুরু হয় ছয় মাস বয়স থেকে। আর প্রশিক্ষণ দেওয়া হয় বিএসএফ (BSF Gwalior), কিংবা ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স (ITBP Haryana), অথবা এন ডি আর এফ (উড়িষ্যার প্রশিক্ষণ কেন্দ্র) এই সমস্ত সংগঠনের মাধ্যমে। প্রশিক্ষণ চলে কখনো ছয় মাস কিংবা নয় মাস বা এক বছর।

• ট্রেনিং থেকে ফিরে আসার পরে সারমেয়গুলিকে প্রতিনিয়ত সুস্থ থাকা এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন থাকার প্রশিক্ষণ চলে। গরমকালে মূলত প্রশিক্ষণ হওয়া এক বেলা সকালে, আর শীতকালে দু'বেলাই। এছাড়া রয়েছে সুইমিং পুল, খেলার মাঠ-সহ একাধিক ব্যবস্থা।

• প্রশিক্ষণ শেষে তারা একজন পর্যবেক্ষকের আওতায় থাকেন যার নাম হ্যান্ডলার, যিনি কনস্টেবল পদমর্যাদার। সঙ্গে একজন কখনও অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডলারও থাকেন। তাদের ওপরে থাকেন একজন সার্জেন্ট এবং পুরো টিমটিকে পরিচালনা করেন ইন্সপেক্টর পদমর্যাদার (ওসি) আধিকারিক।

• ডগ স্কোয়াডের কুকুরের সংখ্যা মোট ৪৮। তবে বর্তমানে অবসরের কারণে সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৪১-এ। কুকুরগুলিকে অবসর দেওয়া হয় আট বছর বয়সের মধ্যে, এমনটাই জানিয়েছেন ডগ স্কোয়াডের অফিসার ইনচার্জ।

• এদের চিকিৎসা ও খাওয়া-দাওয়া একটা গুরুত্বপূর্ণ বিভাগ। তাদের জন্য নিয়মিত একজন ডাক্তার রয়েছেন। যিনি বিষয়টিতে প্রতিনিয়ত নজর রাখেন। এছাড়া রয়েছে তাদের থাকার জন্য উপযুক্ত ঘর, লাইট-পাখা এবং কুলিং সিস্টেম। প্রত্যেকের নিজস্ব একটি করে ঘর ব্যবস্থা রয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

• গরমের সময় টক দই, জলের পরিমাণটা বেশি এবং সঙ্গে ইলেকট্রোল পরিমাণ মত, মাংস  ৪০০ গ্রাম পর্যন্ত। এছাড়া, সবসময় ডালিয়া, ভাত, ডাল, ডিম, বিস্কুট, শাকসবজি, ফল ইত্যাদি খাওয়ানো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে গরমের সময় খাবারের পরিমাণটা কিছুটা সীমিত রাখা হয় সুস্থ রাখার কারণে।

• প্রতিদিন দুবেলা করে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয় সুস্থতা রক্ষা করার জন্য। চিকিৎসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা এবং অপারেশন থিয়েটার পর্যন্ত রাখা হয়েছে। গুরুতর আহত বা জখম বা অস্ত্রোপচারের কারণে সেই অপারেশন রুমের ব্যবহার হয়।

এছাড়াও রয়েছে তাদের ভ্যাকসিন এর ব্যবস্থা। যাতে কোনও রকম রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হতে পারে। আর তাদের শরীরের লোম সুন্দর রাখতে ও পোকামাকড় থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের ওষুধ ও তেলের ব্যবহার অপরিহার্য। একই সঙ্গে তারা যে ঘরে থাকে সেই ঘরের দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিচারক রয়েছেন।

উল্লেখ্য, ডগ স্কোয়াডের সদস্যদের প্রত্যেক বছর সর্বভারতীয় স্তরে একটি প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হয়, যার নাম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট (AIPDM)। সেখানে অংশগ্রহণ করে প্রতিযোগীতা জিতেছে কলকাতা পুলিশ বহুবার। সারাদেশে বিভিন্ন শাখার ডগ স্কোয়াডের সদস্যরা প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে। এবার সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে।

উল্লেখযোগ্য বিষয়, কলকাতা পুলিশে এই গোয়েন্দা বিভাগের ডগ স্কোয়াডে বিভিন্ন প্রজাতির সারমেয় রয়েছে। যেমন- জিএসডি, ল্যাব, গোল্ডেন রিট্রিভার, ককার স্পেনিয়াল, ডোবারম্যান, বেলজিয়াম মেলিনিয়াস-সহ একাধিক বহুমূল্য প্রজাতির সারমেয়রা। যাদের ক্ষুরধার বুদ্ধি কলকাতা পুলিশকে প্রতি মুহূর্তে এবং প্রতিনিয়ত তদন্তে ও অপরাধীকে শনাক্ত করতে সহযোগিতা করে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া