সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
SG | ২৭ এপ্রিল ২০২৫ ০১ : ৩৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারতে আজকের দিনে নির্বাচিত স্বৈরতন্ত্রের প্রশ্ন হয়তো বিতর্কিত, তবে এক বিষয় নির্দ্বিধায় বলা যায় — দেশ এখন আমলাতান্ত্রিক 'ডিক্টেটরশিপ'-এর করাল গ্রাসে। নীতিনির্ধারণের সুষ্ঠু প্রক্রিয়া লুপ্ত হয়ে গিয়ে, বিভিন্ন মন্ত্রক ও তাদের আমলা বাহিনী নিয়মিত অযৌক্তিক নির্দেশ জারি করে চলেছে, যার চাপ সরাসরি এসে পড়ছে সাধারণ নাগরিকদের ওপর।
প্রতিদিন নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে — কখনো কে ওয়াই সি (KYC) আপডেট, কখনো মোটরযান আইন পরিবর্তন, ফাস্টট্যাগ, দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট (PUC), প্যান ও আধারের সঙ্গে ব্যাংক বা ফোন নম্বর সংযুক্তি, ডিম্যাট অ্যাকাউন্টের বিধি সংশোধন, কর নীতির পরিবর্তন, জ্বালানি নির্গমন মান নির্ধারণ কিংবা আরও অজস্র ছোট-বড় নিয়ম। অধিকাংশ নিয়মই নাগরিকদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই জারি হচ্ছে এবং প্রায়ই তার কোনো যুক্তি বা বাস্তবতা নেই।
সম্প্রতি দিল্লি ও আশেপাশের এনসিআর অঞ্চলে সব ধরনের গাড়ির উইন্ডশিল্ডে পেট্রোল, ডিজেল বা ইলেকট্রিক গাড়ি তা উল্লেখ করে স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্টিকার না থাকলে যানবাহনের দূষণ সার্টিফিকেট (PUC) বাতিল হবে, জ্বালানি সরবরাহ বন্ধ হবে এবং জরিমানাও দিতে হবে। অথচ নাগরিকরা জানেন না, কোথা থেকে এই স্টিকার সংগ্রহ করবেন! অনেকেই ব্যঙ্গ করে বলছেন, এইভাবে চলতে থাকলে হয়তো ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, বিমার কাগজ, আধার এবং পরিবারের সদস্যদের ছবিও গাড়ির সামনে সাঁটাতে হবে, ফলে সামনের রাস্তা দেখা যাবে না এবং দুর্ঘটনা দ্বিগুণ হবে।
নয়ডা কর্তৃপক্ষ এক অ্যাপের মাধ্যমে পোষা প্রাণীর রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করেছে। পোষ্যের ছবি, টীকা প্রদান সংক্রান্ত তথ্য ও মালিকের ঠিকানা ছাড়াও এখন চাওয়া হচ্ছে মালিকের আধার নম্বর এবং ছবি। প্রশ্ন উঠছে — যখন পোষা প্রাণীর রেজিষ্ট্রেশন করা হচ্ছে, তখন কেন মালিকের ব্যক্তিগত তথ্য এতখানি দরকার? কৌতুক করে কেউ কেউ বলছেন, যদি মালিকের ছবি আর কুকুরের ছবি মিলে যায়, তাহলে হয়তো মালিককেও র্যাবিস ভ্যাকসিন নিতে হবে!
নয়ডা কর্তৃপক্ষ আরও এক আজব নির্দেশনা জারি করেছে — সমস্ত প্রধান সড়কের ধারে থাকা বিল্ডিংগুলির ৩০ শতাংশ বহিরাংশ রাতে আলোয় আলোকিত রাখতে হবে। এতে নাগরিকদের বিদ্যুৎ বিল বাড়বে, এবং সবচেয়ে বড় কথা, যখন রাতের সময় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকে, তখন বাড়তি আলো ব্যবহার আরও চাপ তৈরি করবে। এমন সিদ্ধান্ত জাতীয় শক্তি নীতির পরিপন্থী, যেখানে তাপবিদ্যুৎ নির্ভরতা কমানোর চেষ্টা চলছে এবং বিশ্বব্যাপী 'হিট আইল্যান্ড ইফেক্ট' ও 'আলো দূষণ' কমানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মতো রাজ্যগুলোতে রেঁস্তোরা ও বেকারিতে ব্যবহৃত তন্দুর নিষিদ্ধ করার প্রবণতা দেখা যাচ্ছে। অভিযোগ, তন্দুর নাকি দূষণ বাড়ায়। অথচ কোটি কোটি গাড়ি, নির্মাণকাজ, রাস্তার ধুলা এবং আবর্জনা পোড়ানোর তুলনায় তন্দুর অতি সামান্যই দূষণ করে। বিশ্লেষকরা বলছেন, প্রকৃত দূষণকারীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নিয়ে সহজ লক্ষ্যবস্তু খুঁজে নেওয়া হচ্ছে।
অনেকের মতে, তন্দুর নিষিদ্ধ শুধু এক ধরনের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির ওপরই আঘাত নয়, বরং খাদ্য বৈচিত্র্য এবং স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ।
এমনকি কেউ কেউ কৌতুক করে বলছেন, যদি সত্যিই ঘরের ভেতর রান্না করা গ্যাসের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তো গ্যাস রান্নাও নিষিদ্ধ করতে হবে!
এইসব অদূরদর্শী, যুক্তিহীন সিদ্ধান্তের ফলে সাধারণ নাগরিকরা আজ নানাভাবে নাজেহাল হচ্ছেন। নীতিনির্ধারণের পরিবর্তে নির্দেশ আর আমলাতান্ত্রিক স্বৈরাচার — এই বাস্তবতা ভারতের নাগরিক জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে প্রশাসনের ওপর মানুষের আস্থা আরও কমবে এবং নাগরিক অধিকার সংকুচিত হতে থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?