সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ০২ মার্চ ২০২৫ ০৫ : ৪০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা, একসময়ের পূর্ব ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র, বর্তমানে দেশের অন্যতম প্রধান আইটি চাকরির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আইটি খাতে চলমান প্রসার এবং বিভিন্ন বহুজাতিক সংস্থার বিনিয়োগের কারণে শহরটি এখন হাজার হাজার আইটি পেশাদারের জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
কলকাতার আইটি পার্কগুলিতে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এই শহরে মূলত ডাটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো হট টেকনোলজির ওপর ভিত্তি করে প্রচুর চাকরির সুযোগ তৈরি হয়েছে।
শহরের প্রতি আকৃষ্ট হচ্ছেন দেশ-বিদেশের পেশাদাররা
কলকাতার আইটি খাতে চাকরির জন্য শুধু বাংলার তরুণরাই নন, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলি থেকেও প্রচুর মানুষ আসছেন। দক্ষিণ ভারত, বিশেষ করে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এবং চেন্নাই থেকে অনেক পেশাদার কলকাতায় কাজের সুযোগ খুঁজছেন। শুধু তাই নয়, দিল্লি ও মুম্বাই থেকেও অভিজ্ঞ আইটি কর্মীরা এখন কলকাতার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। কলকাতার তুলনামূলকভাবে কম জীবনযাত্রার খরচ, উন্নত পরিবহন ব্যবস্থা এবং নানাবিধ সামাজিক সুযোগ-সুবিধা, অনেক পেশাদারকে এই শহরে টানছে।
কর্পোরেট প্রতিষ্ঠানগুলির প্রসার
এই শহরের সল্টলেক, নিউটাউন, এবং রাজারহাটের মতো এলাকাগুলিতে একের পর এক আইটি কর্পোরেট প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। বিশেষ করে টিসিএস, উইপ্রো, আইবিএম, কগনিজ্যান্ট সহ বিভিন্ন বড় কর্পোরেট কোম্পানির কলকাতায় বড় বড় ক্যাম্পাস এবং অফিস রয়েছে। স্থানীয় ট্যালেন্টদের সঙ্গে কাজ করতে গ্লোবাল কোম্পানিগুলোও শহরে বিনিয়োগ করছে। সম্প্রতি সংবাদ মাধ্যম বলছে কলকাতা ক্রমশ চাকরির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। ওড়িশা, আসাম, বিহার এবং উত্তর প্রদেশ থেকে কলকাতায় কাজ করতে আসা মানুষের সং্খ্যা ক্রমশ বাড়ছে।
কলকাতার বুকে নতুন নতুন তৈরি হচ্ছে ঝাঁ চকচকে অফিস
২০০৩ সালের পর ২০১২ সালে পশ্চিমবঙ্গে নতুন করে তথ্য প্রযুক্তি আইন সংশোধন করা হয়। ইলেকট্রনিক সিটি তৈরি করার পরকল্পনা করা হয় সেক্টর ফাইভকে। এরপরে ২০১৩ সাল থেকে আইটি সেক্টরগুলি পশ্চিমবঙ্গে বাসা বাঁধতে শুরু করে। বর্তমানে ২০২৫ সালে দাঁড়িয়ে তা কতটা কার্যকর হল? পরিকাঠামোগতভাবে গ্রেড-এ বিল্ডিং, অর্থাৎ সমস্ত আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা উপলব্ধ বিল্ডিং না থাকলে আন্তর্জাতিক সংস্থা আসবে না। স্বল্প কথায় বলা যায় কম খরচে বেশি মুনাফা। এক্ষেত্রে কলকাতার গ্রেড-এ পরিকাঠামো যত উন্নত হয়েছে তত আন্তর্জাতিক সংস্থার আসা বেড়েছে। অন্যদিকে মেধার অভাবও এখানে নেই। কারণ এখানকার মেধা বেঙ্গালুরু, হায়দ্রাবাদে অনায়াসেই কাজ করতে যাচ্ছে। আগামী দিনে এদের বাইরে যেতে না হয় তার জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরে একের পর এক গ্রেড-এ বিল্ডিং তৈরি হচ্ছে। রিপোর্ট বলছে ২০২৩-২৪ সালে ১.৭ মিলিয়ন বর্গফুটের অফিস স্পেস বিক্রি হয়েছে কলকাতায়। ২০২৫ সালে তা ২ মিলিয়নে পৌঁছাতে পারে বলে অনুমান। ২০১৩ সালের পর থেকেই এই বৃদ্ধি উল্লেখযোগ্য। আগামী কয়েক বছরের মধ্যে ১০,০০০ কোটি টাকা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে রিয়াল এস্টেট সংস্থা মার্লিন।
এইসব কিছুই আরো অনেক আগেই হওয়া উচিত ছিল কিন্তু যথাযথ আইটি নীতি নিতে বিলম্বিত হওয়ায় এই অগ্রগতি থমকে যায়। আরেকটি প্রতিবন্ধকতা ছিল 'বনধ' সংস্কৃতি। আইবিএম-এর মতো সংস্থাকে এই বনধ সংস্কৃতির জন্য কলকাতার অফিসে ঝাঁপি ফেলতে হয়েছিল। বর্তমানে সেই সংস্কৃতি অনেকটাই কমেছে যার প্রভাব দেখা যাচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগের বৃদ্ধি দেখে। আর সেই জন্যই হয়তো কলকাতা এই মুহূর্তে শুধুমাত্র কল সেন্টারের ওপর নির্ভরশীল নয়। এই মুহূর্তে কলকাতায় যেসব সংস্থা এসছে তাদের বেশিরভাগই রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছে। এই চাহিদা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
ভবিষ্যৎ সম্ভাবনা
কলকাতায় আইটি খাতের প্রসার অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে শহরটি আরও বড় পরিসরে আইটি চাকরির কেন্দ্র হয়ে উঠবে। তরুণদের জন্য এটি অত্যন্ত উৎসাহজনক খবর, যারা চাকরির বাজারে নতুন সুযোগ খুঁজছেন। আসলে বিষয়টা হচ্ছে যে ২০১৩ সালের পরে যে নতুন আইটি নীতি গৃহীত হয়েছে সেটা দেখে কোনো আন্তর্জাতিক সংস্থা চট করে বিশ্বাস করতে চাইছে না পশ্চিমবাংলা তাদের শিল্পনীতি এতটাই উন্নত করে ফেলতে পেরেছে। কারণ ২০০৩ সালের আইটি নীতির পরে বেশকিছু আইটি সংস্থা এলেও কর্মনাশা বনধ তাদের ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য করে। বর্তমানে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে বাংলায় এই মুহূর্তে এই ধরণের কর্মনাশা দিনের সং্খ্যা একেবারে শূন্য। ফলে, ২০১৩ সালের পর যেসব সংস্থা এসছে তারা কিন্তু জল মেপেই এসছে এবং বর্তমানে আরও বিনিয়োগ করতে উদ্যোগী। অতীতের শিল্প বিরোধী 'ভেঙে দাও গুঁড়িয়ে দাও' ভাবমূর্তি থেকে শিল্প বান্ধব ভূমিকা নিলে নতুন বিনিয়োগের ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে নিজেদেরও আধুনিক শিক্ষায় নিজেদের দক্ষ করতে হবে আইটি ক্ষেত্রে কাজের জন্য। রাজ্য সরকারকেও নিশ্চিত করতে হবে কর্মনাশা বনধ একেবারে হ্রাস করে কর্মসংস্কৃতির পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে। যেসমস্ত আন্তর্জাতিক সংস্থা কলকাতার দিকে মুখিয়ে আছে তাদের আস্থা অর্জন করতে হবে যাতে আগামী দিনে কর্মনাশা দিনের সম্মুখীন তাদের না হতে হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?