সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | বসন্তে পলাশ দেখতে জঙ্গলে যাওয়ার প্ল্যান? রইল জরুরি কিছু সুলুকসন্ধান

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৮Soma Majumder

পরমা দাশগুপ্ত

পিন্দারে পলাশের বন, পালাব পালাব মন… 
সে মন পালাই পালাই তো করবেই! এলোমেলো হাওয়া দিচ্ছে যখন তখন। মিঠে রোদে মন কেমন করা গন্ধ। শীত ফুরিয়ে বসন্তের দিকে গুটি গুটি এগোচ্ছে সময়। এমন দিনেই তো ছুটির দিকে ছুটতে ইচ্ছে করে! মন বসে না কাজে!
ফেব্রুয়ারি শেষ হতে না হতেই একটু একটু করে মনে জাঁকিয়ে বসবে বসন্ত রং। আর পলাশের লাল মেখে নিতে জঙ্গল মুখী হবে বাঙালি। দলে দলে গাড়ি রওনা দেবে ঝাড়গ্রামের দিকে। ট্রেন ছুটবে পুরুলিয়া কিংবা ঝাড়খণ্ড।  তারপর কালো পিচের ঝকঝকে রাস্তা ধরে ছুটে চলা শালপলাশের বনের পথে। দুপাশে তথন খুনখারাপি লাল!
এতদিনে নিশ্চয়ই জংলা ছুটির প্ল্যান সারা। ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন অনেকেই। হয়তো বা বুক হয়ে গিয়েছে হোটেল আর গাড়িও। কোথায় যাবেন, কী দেখবেন, তা তো নিশ্চয়ই ঠিক করাই আছে। সেই সঙ্গেই এই বেলা জেনে নিন জঙ্গলে ছুটি কাটানোর কিছু জরুরি তথ্য। তাতে প্রস্তুতি নিতেও সুবিধে হয়। 
থাকার জায়গা খুঁজতে হলে
•    একা গেলে কথাই নেই। থাকার ব্যবস্থা নিজের মতো বেছে নিন। কিন্তু সপরিবারে বা দলবেঁধে গেলে বাকিদের কথাও ভাবা জরুরি। 
•    সঙ্গে কচিকাঁচা বা বয়স্করা থাকলে হোটেল খোঁজার সময়ে শুধুমাত্র ঘরদোর, খাওয়াদাওয়ার খোঁজ নেবেন। ভাল করে জেনে নিন হোটেল, রিসর্ট বা হোম স্টে-টা ঠিক কোনখানে। জঙ্গলের বাইরে না ভিতরে, শহরাঞ্চল থেকে ঠিক কতটা দূরে, আশপাশে ডাক্তার বা ওষুধপত্রের কী ব্যবস্থা। হঠাৎ কোনও সমস্যা হলে যাতে বিপদে পড়তে না হয়। 
•    বন্ধুরা মিলে গেলে, সঙ্গে মেয়েরা থাকলে অবশ্যই নিরাপত্তার দিকটা মাথায় রাখুন। জনহীন অরণ্যে অ্যাডভেঞ্চার জমে ঠিকই, কিন্তু নিরাপদে থাকাটাও জরুরি। 
•    তবে একাই যান বা দলবেঁধে, আগেভাগে একটু নেট ঘেঁটে ছবি দেখে নিন। ঘরদোর বা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।  
সঙ্গে যা রাখবেন
•    হোটেল, হোম-স্টে বা রিসর্টে থাকা-খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, সেটা নিশ্চয়ই খোঁজখবর নিয়েই বুক করেছেন বা করবেন। তবে অবশ্যই সঙ্গে রাখুন জরুরি ওষুধপত্র। কাটাছেঁড়া, ব্যথা, জ্বর পেটখারাপের মতো সাধারণ ওষুধ অবশ্যই থাক লিস্টে। 
•    জঙ্গল যখন, মশা, পোকামাকড়, সাপখোপের উৎপাত থাকতেই পারে। আর সারাক্ষণ নিশ্চয়ই হোটেলের ঘরে বসে থাকবেন না, বাইরে বেরোবেন। ফলে মশার উপদ্রব কমাতে ক্রিম, রেপেলেন্ট, প্যাচ রাখুন ঘোরাঘুরির ব্যাগে। আর থাক কীটনাশক বা ওষুধপত্র।  
•    বাইরের জল এমনিই খেতে বারণ করেন ডাক্তাররা। নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সঙ্গে থাক জিয়োলিন। যে জলই খান, কয়েক ফোঁটা মিশিয়ে নিলে পেটের সমস্যা অন্তত রেহাই দেবে। 
•    রোদে ঘোরাঘুরি ভালই হবে আশা করা যায়। তাই সঙ্গে রাখুন টুপি, স্কার্ফ জাতীয় মাথা ঢাকার ব্যবস্থা, সানগ্লাস এবং সানস্ক্রিন ক্রিম বা লোশন। শরীর কিংবা ত্বক, দুয়েরই ভোগান্তি কমবে। 
•    সুতির জামাকাপড়ে আরাম পাবেন এ সময়ের আবহাওয়ায়। তবে জঙ্গলে ঘুরতে হলে হাত-পা ঢাকা পোশাক, ঢাকা জুতো পরাই ভাল। পোকামাকড় বা গাছপালার গায়ে আঁচড় লাগা থেকে বাঁচিয়ে দিতে পারে এগুলোই। 
•    মার্চ নাগাদ গরম পড়ে যায় ভালই। শীতের জামাকাপড় আর প্রয়োজন হওয়ার কথা নয়। তবে পুরুলিয়া বা ঝাড়খণ্ডের জঙ্গল মানে খানিক পাহাড়ি এলাকাও বটে। সূর্য ডুবলে জঙ্গলের ভিতর বা আশপাশে তাপমাত্রা নেমে যায় খানিক। ফলে রাতের দিকগুলোয় খোলা জায়গায় ক্যাম্পফায়ার করতে হলে একটা পাতলা শাল বা হুডিওয়ালা সোয়েট শার্ট জাতীয় ব্যবস্থা সঙ্গে রাখলে মন্দ কী!
যা করবেন না
•    জঙ্গলে ছুটি কাটাতে গেলে জঙ্গলকে ভালবাসতেও হবে কিন্তু। যেখানে খুশি প্লাস্টিকের প্যাকেট, খাবারের প্যাকেট যেমন খুশি ফেলবেন না। আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা খুঁজে নিন। 
•    নিজেদের মতো করে আনন্দ করুন অবশ্যই। খাওয়াদাওয়া,  গানবাজনা, নাচ, হুল্লোড় সবই হোক। কিন্তু তাকে সীমায় বেঁধে রাখুন। তারস্বরে গান বাজালে বা রাতদুপুরে তুমুল হইচই করলে শান্তি বিঘ্নিত হয়। নৈশব্দ আর নিস্তব্ধতা জঙ্গলের এক নিজস্ব আমেজ। তাকে যত্নে রাখুন। রাতচরা পাখি, পোকামাকড়ের ডাক শোনার স্বাদই আলাদা কিন্তু!    
•    পলাশ দেখতে যাচ্ছেন। কিন্তু জঙ্গলের ছুটি মানের বন্যপ্রাণীদের মুখোমুখি হওয়ার বাড়তি আনন্দ। কিন্তু আহ্লাদে, উচ্ছ্বাসে ওদের বিরক্ত করার মানে নেই কোনও। জঙ্গল ওদের জায়গা, ওদের বাড়িঘর। হরিণ, হাতি, শিয়াল, ময়ূর, অন্য পশুপাখি, যাদেরই দেখা পান, তাদের নিজেদের মতো থাকতে দিন। দূর থেকে দেখুন। ছবি তোলার অতিরিক্ত উত্তেজনায় ওদের উত্ত্যক্ত করবেন না। 
•    জঙ্গলে ঘোরাঘুরির সময়ে গাইড সঙ্গে রাখা জরুরি। নয়তো বেশ কিছুটা পড়াশোনা, গুগল ম্যাপের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিন। বাড়তি সাহস দেখিয়ে একটু বেশি ভিতরে ঢুকে পড়ে রাস্তা হারিয়ে ফেললে কেলেঙ্কারি। ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ড—সবটাই হাতির করিডরে ভরা। তাদের একেবারে মুখোমুখি পড়ে গেলে বিপদের আশঙ্কাই বেশি। 
•    নিরাপদে থাকুন। সূর্য যতক্ষণ আছে, ততক্ষণ যতখুশি চরকিপাক দিন জঙ্গলে জঙ্গলে। কিন্তু সূর্য ডুবলে হোটেল-রিসর্টে বা লোকালয়ে ফিরে আসা জরুরি। বন্যজন্তু, সাপখোপের ভয় যেমন থাকেই, তেমনই চুরি-ডাকাতি বা অন্য কোনও বিপদের আশঙ্কাও তো থাকতে পারে। আর হ্যাঁ, হোটেল-হোমস্টে-রিসর্টের কর্মীদের কথা, নিষেধ বা পরামর্শ মেনে চলুন। ওঁরা জঙ্গলকে, তার বাসিন্দাদের স্বভাবচরিত্রকে আপনার চেয়ে ভাল চেনেন। 
পলাশ ফুটল বলে! জংলা ফুলের গন্ধমাখা ছুটি আর বুকভরা অক্সিজেন অপেক্ষায় থাকবে। শরীরে-মনে ফাগুনের লাল মেখে নিতে বেরিয়ে পড়ুন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া