সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ২১Rajat Bose
নিতাই দে, আগরতলা: ২,৮০৬ জনের হাতে সরকারি নিয়োগ পত্র তুলে দিল বিজেপি জোট সরকার। বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দপ্তরের মনোনীত প্রার্থীদের নিয়োগ পত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। অনুষ্ঠানে দিল্লি থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি ভাষণে জানান, ‘স্বচ্ছতা বজায় রেখে কোনও ধরণের বৈষম্য ছাড়াই যুবদের চাকরি প্রদান করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।’
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সিপিএম সরকারের সময় চাকরি পাওয়ার অর্থ ছিল আগে সিপিএম ক্যাডারে যোগদান করা। কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কোনও বৈষম্য ছাড়াই ২,৮০৬ জন যুবকে চাকরি প্রদান করেছেন। তিনি স্বচ্ছতা বজায় রেখেছেন এবং কোনও সুপারিশ ছাড়াই কর্মসংস্থানের ব্যবস্থা করে এই তরুণদের জীবনে একটি নতুন অধ্যায় রচনা করেছেন। এই যুবরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত অভিযানের অংশ হতে চলেছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা বলেন ‘চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার রাজনৈতিক রঙ বিচার না করে মেধা ও যোগ্যতাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে নজর রয়েছে সরকারের। চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে।’ বুধবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টি টাস্কিং স্টাফ ও স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান পদে নির্বাচিত প্রার্থীদের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, জেআরবিটির তত্ত্বাবধানে ৩৭টি দপ্তরে ২,৪৩৭টি মাল্টি টাস্কিং স্টাফ (গ্রুপ ডি) পদে অফার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট, ল্যাব টেকনেশিয়ান পদে আরও ৩৬৯ জনকে অফার বন্টন করা হচ্ছে। সর্বমোট ২,৮০৬টি পদে অফার বিলি করা হয়েছে। ডাঃ সাহা আরও বলেন জেআরবিটি’র মাধ্যমে ২০২৩ সালে বিভিন্ন দপ্তরে প্রায় ১,৯৮০ জনকে গ্রুপ সি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। ২০১৮ থেকে ২০২৪ এর মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১৬,৪১১ জনকে নিয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া আরও প্রায় ৫,৭৭১ জনকে চুক্তিভিত্তিক কিংবা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রকের উদ্যোগে হওয়া জরিপ অনুসারে ত্রিপুরার বেকারত্বের হার ২০১৮–১৯ এ জাতীয় গড়ের চাইতে বেশি ছিল। তবে, গত চার বছরে রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের নিচে নেমে এসেছে। ২০২৩–২৪ অর্থবছরে ত্রিপুরার বেকারত্বের হার ১.৭% এ দাঁড়িয়েছে, তুলনায় যেখানে জাতীয় গড় ৩.২%। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?