সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৩১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: লাদাখের গালওয়ান। অপরূপ প্রকৃতিক সৌন্দর্য্যে ভরপর ভারতের এই জায়গা। তবে, এই নাম শুনলেই অনেকের মনে উঁকি দেয় পাঁচ বছর আগে ভারত ও চিনা সেনা সংঘর্ষের ঘটনা। কিন্তু সময় এগিয়েছে। বদলে যাচ্ছে পরিস্থিতি। ফলে, খুব শীঘ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে গালওয়ান উপত্যকা৷ পরিকাঠামোগত উন্নয়ন এবং বাকি নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার কাজ এগিয়েছে। এবার তাই ভারতীয় সেনা, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় অংশীদারদের সহযোগিতায় গালওয়ান উপত্যকা এবং হট স্প্রিং (উষ্ণ প্রস্রবণ) এলাকাটি কেবলমাত্র দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা হয়েছে।
সেনা দিবসে (১৫ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পর্যটকদের জন্য গালওয়ান উপত্যকা খুলে দেওয়ার কথা জানিয়ে ছিলেন ৷ তাঁর দাবি, প্রাকৃতিক সৌন্দর্য্যের ডালি সাজানো ও দেশের সীমান্তে অবস্থিত গালওয়ানে পর্যটক ভিড় জমালে তা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। রাজনাথ জানিয়েছেন যে, লাদাখের পর্যটন শিল্প এবং আঞ্চলিক উন্নয়নের জন্য ভারতীয় সেনাদের আত্মত্যাগের স্মরণে যুদ্ধের স্মৃতিসৌধ স্থাপন থেকে শুরু করে বন্যপ্রাণী এবং সাংস্কৃতিক পর্যটনের প্রচার করা হচ্ছে ৷
গালওয়ান উপত্যকা খুলবে কবে?
চলতি বছরের জুন মাস থেকে পর্যটকদের জন্য গালওয়ান উপত্যকা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ লাদাখের ঐতিহ্য-অর্থনীতির বিস্তার এবং সশস্ত্র বাহিনীর বীরত্বকে সম্মানিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত।
অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং রেকি টিমের প্রতিনিধি লবজাং বিসুধা জানিয়েছেন, প্যাংগং হ্রদ বিপুল সংখ্যক পর্যটকদের আকৃষ্ট করছে ৷ অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যাক্সি ইউনিয়ন, টেম্পো ইউনিয়ন, বাইক ইউনিয়ন এবং এএলজিএইচএ প্রতিনিধিদের ১০ সদস্যের একটি দল ১৯ জানুয়ারি গালওয়ান এলাকার রেকি করেছে। রেকিটি জিওসি খারু বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এলাকাটি দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
গালওয়ানে দু'টি মূল পয়েন্ট করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান লবজাং বিসুধা৷ একটি হল ডারবুক থেকে ৫৬ কিলোমিটার দূরে, যেখানে একটি ক্যাফেটেরিয়া, স্যুভেনির শপ এবং প্রায় ৩০ জন লোকের আবাসন তৈরি করা হচ্ছে। আরেকটি ডারবুক থেকে ১২০ কিলোমিটার দূরে শায়োকে। এই গ্রামই হল লাদাখ সীমান্তে শেষ বসতি গ্রাম।
দীর্ঘদিন ধরে গালওয়ানকেও পর্যটনক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা চলছিল বলে জানিয়েছেন এলএএইচডিসি লেহ'র এক্সিকিউটিভ কাউন্সিলর তাশি নামগিয়াল ইয়াকজি৷ তিনি বলেন, "২০২০ সালের গালওয়ানের ঘটনার পর এই উপত্যকা উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে এবং লোকেরা এই অঞ্চলটি দেখার জন্য খুব উৎসাহিত। প্রতিরক্ষা কর্তৃপক্ষও গত দুই থেকে তিন বছর ধরে এটি নিয়ে কাজ করছে ৷ একটি যুদ্ধের স্মৃতিসৌধ স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।"
২০২০ সালের স্মৃতিসৌধের অংশ হিসাবে গালওয়ানে একটি মিউজিয়ামও তৈরি করা হচ্ছে। পর্যটকরা যাওয়ার সময় অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার এবং দু'দিনব্যাপী বার্ষিক বৌদ্ধ উৎসব তারসিং কার্মোর সাক্ষী হওয়ার সুযোগ পাবেন৷"
এই উদ্যোগটি পূর্ব লাদাখের জনগণকে উপকৃত করবে৷ প্রাচীন সিল্ক রুট এবং দুর্গের অবশিষ্টাংশ-সহ এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গালওয়ান লেহ জেলা সদর থেকে ২৪০ কিলোমিটার এবং জেলার ডরবুক তহসিল থেকে ১২০ কিমি দূরে অবস্থিত।
ডারবুকের পর্যটকরাপ্যাংগং হ্রদে ভ্রমণ করে এবং একই দিনে ফিরে আসতে পারবেন। যদি গালওয়ান খোলা হয় তাহলে পর্যটকদের গাড়িতে করে ১২০ কিলোমিটার ভ্রমণ করতে হবে এবং ডারবুকের গ্রামে রাত্রিযাপন করতে হবে। এর ফলে স্থানীয় ট্যাক্সি, হোটেল, গেস্ট হাউস এবং রেস্তোরাঁ-সহ সামগ্রিকবাবে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে৷
স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই মার্টসেমিক পর্যন্ত প্রবেশের দরজা খুলে দিয়েছে। হট স্প্রিং এলাকায় বন্যপ্রাণকে কেন্দ্র করে পর্যটনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলটি অনন্য প্রজাতির যেমন বন্য ইয়াক, অ্যান্টিলোপ, প্যালাসের বিড়াল, তুষার চিতা, লিংক্স এবং অন্যান্য বিভিন্ন প্রাণীর আবাসস্থল। পর্যটকরা ভিড় জমালে এই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নও আরও বাড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?