সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | EXCLUSIVE: শহরে যত্রতত্র বিনা ঝড়ে গাছ পড়ে যাচ্ছে কেন?

Riya Patra | ০৪ জুলাই ২০২৪ ২৩ : ৩৮Riya Patra

রিয়া পাত্র 
 প্রায়ই শহরের ব্যস্ত জায়গায়, ঝড়-বৃষ্টি ছাড়াই উপড়ে পড়ছে বড় বড় গাছ। মঙ্গলবারই হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে আহত হয়েছেন এক সাইকেল আরোহী, যিনি এসএসকেএম হাসপাতালের চুক্তিভিত্তিক বেসরকারি কর্মী। চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে একটি ট্যাক্সি। সেই সময় ট্যাক্সিতে কেউ না থাকায় বাঁচোয়া, অন্যথায় কী হত ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা। আর এই গাছ পড়ে যাওয়াই নাগরিকদের উদ্বেগ বাড়িয়েছে। কারণ, ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে যাওয়া, কিম্বা ডাল ভাঙা স্বাভাবিক ঘটনা হলেও, গত ২ জুলাই হরিশ মুখার্জি রোডে ঝড় বৃষ্টি ছাড়াই গাছ উপড়ে পড়ে একেবারে গোড়া থেকে। ঘটনাস্থলে গিয়ে জানা গেল, গাছটির বয়স হয়েছিল এবং গাছটি হেলে ছিল রাস্তার দিকে। কলকাতার নানা জায়গায় ঘুরে দেখা গেল, শুধু হরিশ মুখার্জি রোড নয়, আশুতোষ মুখার্জি রোড, কালীঘাট রোড, লেনিন সরণি, এপিসি রোড, বাগবাজার, দীনেন্দ্র স্ট্রিটসহ উত্তর-দক্ষিণের নানা রাস্তার ধারে এই ধরণের হেলে থাকা গাছ রয়েছে অনেক। অন্যদিকে শহর কলকাতায় গাছের তলায় চা,পানের দোকানে ভিড়ও কিছু কম নয়। হরিশ মুখার্জি রোড, এসএসকেএম সংলগ্ন এলাকা, বেণীনন্দন স্ট্রিট সহ নানা জায়গাতেই গাছের তলায় ভাত-রুটি-চায়ের দোকান, সেখানে দাঁড়িয়ে বহু মানুষ খাচ্ছেন। হাসপাতাল চত্বরে ‘গাছতলা’ রোগীর পরিবারের সদস্যদের আশ্রয়স্থল। এই অবস্থায় হরিশ মুখার্জি রোডের ঘটনা প্রশ্ন তুলছে, কী হবে আচমকা যদি বারবার গোড়া থেকে উপড়ে যায় গাছ?গত কয়েক বছরে ঝড় বা বৃষ্টি ছাড়াই সাদার্ন অ্যাভিনিউ, হেস্টিংস, টালিগঞ্জ, স্ট্র্যান্ড রোডসহ নানা জায়গায় গাছ পড়ার ঘটনা ঘটেছে। এর কারণই বা কী?
কলকাতার পথে গাছ লাগায় কলকাতা পুরসভার উদ্যান দপ্তর এবং বন দপ্তর। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানালেন, পরিস্থিতি বিচার করে, প্রতি বছর শহর জুড়ে অন্তত ৩০-৩৫ হাজার গাছ লাগানো হয়। কিন্তু পুরনো গাছেদের এই হাল কেন? মেয়র পারিষদ জানালেন, 'অনেকক্ষেত্রে মাটি আলগা হয়, নরম হয়ে যায়। কিছুক্ষেত্রে গাছ অনেক পুরনো হলে, শুকিয়ে গেলেও পড়ে যায়।'
প্রশ্ন উঠছে, শিকড় কি ভেতরে যেতে পারছে যতটা প্রয়োজন? দেবাশিস কুমার জানালেন, 'মাঠে যতটা গভীরে যেতে পারে শিকড়, রাস্তায় ততটা যেতে পারছে না। উই বা ইঁদুরের দৌরাত্ম বাড়ছে , গাছের গোড়া কেটে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। সেই কারণেই গাছ পড়ছে।' 
স্কটিশ চার্চ কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক শুভদীপ মজুমদার রীতিমত ক্ষুব্ধ বর্তমান পরিস্থিতি নিয়ে। শুভদীপ জানালেন, 'নির্বিচার নগরায়ণের ফলে শহরের মাটির অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। বেশিরভাগ জায়গায় গাছ ব্যারিকেড করা হয়েছে, তাতে গাছের শিকড় প্রয়োজন মতো মাটির নিচে যেতে পারছে না।উদাহরণ হিসেবে ধরা যাক বহুতল বাড়ি। যদি বহুতলের নিচের ভিত শক্ত না হয়, তাহলে তো বাড়ি পড়বেই। এই যে বেশিরভাগ গাছ হেলে থাকে, তার কারণ আগে এত বহুতল ছিল না। গাছগুলো সূর্যের আলো পেত পর্যাপ্ত। এখন প্রায় সব জায়গায় বহুতল হচ্ছে, গাছকে সূর্যের আলো পাওয়ার জন্য বেঁকে যেতে হচ্ছে। যখন তখন পড়ে যাচ্ছে সেটা। এমনিতেই গাছের রেজিসটেন্স পাওয়ার কম।' তাছাড়া পুরসভা কোন ভিত্তিতে গাছ লাগায় সেটাও বোঝা যায় না বলে দাবি তাঁর। বলছেন, 'কোন গাছ লাগানো হবে, সেটা ঠিক করা খুব জরুরি। সৌন্দর্যায়নের জন্য ডিভাইডারে বোগেনভলিয়া লাগিয়ে দেওয়া যেতে পারে না। তাছাড়া গাছের গোড়া বাঁধানোর সময় বুঝতে হবে কোন মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। সৌন্দর্যায়ন লক্ষ্য হলেও, বেদি করার প্রয়োজন নেই বলেই মনে করি। অনেক সময় গাছে পোকা লাগছে, ফাঙ্গাস ধরছে।' তাঁর মতে, সচেতনতা যেমন প্রয়োজন, তেমনই গাছ লাগানো বিষয়টা সিলেবাসে আনতে হবে। বড়দের থেকে নয়, শুরু করতে হবে একেবারে ছোট বাচ্চাদের দিয়ে। তাছাড়া অনেক সময় গাছের গায়ে পোস্টার, বিল বোর্ড লাগানো হয়। তাতেও গাছের ক্ষতি হয় বলে মত তাঁর।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া