সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Skin Care: বয়স লুকোচ্ছে আপনার ত্বক? ত্বকের স্বাস্থ্য রুখে দিতে পারে বয়সের ছাপ

নিজস্ব সংবাদদাতা | ১৭ মে ২০২৪ ০১ : ৫২Angana Ghosh
পরমা দাশগুপ্ত
অঞ্জন দত্তের ‘মেরি অ্যান’ বুড়িয়ে গিয়েছিলেন অযত্নে। কিন্তু আপনার তো তা না-ও হতে পারে। হয়ত ৪৫ পার। তবু আপনাকে দেখে বয়স বোঝার জো নেই! তার নেপথ্যে কিন্তু থাকতেই পারে আপনার স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। 
বেশির ভাগের ক্ষেত্রে বাড়তি বয়স সবচেয়ে বেশি ধরা দেয় ত্বকেই। মুখে বলিরেখা, হাতের চামড়ায় কুঁচকে যাওয়ার পূর্বাভাস কিংবা রুক্ষ, নিষ্প্রাণ ত্বক আপনাকে অকালে বুড়িয়ে দিতে থাকে অজান্তেই। নিজের অযত্ন করলে যে চিহ্নগুলো বাড়তে থাকে দ্রুত।
কারও কারও ক্ষেত্রে এই ত্বকই কিন্তু অসময়ে বুড়িয়ে যাওয়া আটকায়। তাই ৪০ পেরনো মধ্য যৌবনাকে দেখেও মনে হতেই পারে ২৮–এর তরুণী। কীভাবে বুঝবেন আপনার ত্বকের উন্নত মানই আপনার অকালে বুড়িয়ে যাওয়া আটকে দিয়েছে? এই পাঁচটি বিষয়ই বলে দেবে আপনার ত্বকের স্বাস্থ্য ভাল কিনা। 
ক্ষত দ্রুত শুকোনো সাধারণ কাটাছেঁড়া দ্রুত শুকিয়ে যায়? এক সপ্তাহের মধ্যেই যদি ত্বকে থাকা কোনও ক্ষত শুকিয়ে আসে, তার অর্থ আপনার ডায়েটে প্রোটিনের পরিমাণ যথাযথ। তাতেই ত্বক দ্রুত নিজেকে সারিয়ে তোলে। ত্বকের পুষ্টি এবং আর্দ্রতা এতে সাহায্য করে। আপনার ত্বকও থাকে স্বাস্থ্যোজ্জ্বল। 
ত্বকের মোলায়েম ভাব বয়স বাড়লেও রুক্ষ হওয়ার বদলে আপনার ত্বক এখনও মোলায়েম? এর নেপথ্যে তার স্বাস্থ্য। যদি দিনের বেশির ভাগ সময়েই এই মোলায়েম ভাব বজায় থাকে, তার মানে রোদে পুড়ে ক্ষতির হাত থেকে আপনি নিজেকে মোটের উপর বাঁচিয়ে চলছেন এবং ত্বকের আর্দ্রতাও বজায় রাখছেন। এর ফলে ত্বকে থাকা প্রাকৃতিক হায়ালুরনিক অ্যাসিড, গ্লাইকোসঅ্যামিনো গ্লাইক্যানস-এর মতো উপাদান বয়সের সঙ্গে কমে যায় না। আপনি থাকেন সতেজ এবং ঝলমলে। 
গোলগাল মুখ বয়স বাড়লেও ফোলা ফোলা গাল আপনার সঙ্গী? সবাই বলে বাচ্চা দেখায়? এর চেয়ে ভাল কিন্তু কিচ্ছু নেই! এর মানে হল আপনার বয়স বাড়লেও আপনার ত্বক মুখের এই ফ্যাট বা বাড়তি ওজন ধরে রাখতে পারছে। আর তা সম্ভব হচ্ছে কারণ আপনার ত্বকে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যকর কোলাজেন এবং ইলাস্টিসিটি রয়েছে। যা আপনার ত্বকের বুড়িয়ে যাওয়া কমিয়ে তারুণ্য ধরে রাখে। 
কম দাগছোপ রোদে পোড়ার চিহ্ন আপনার ত্বকে বিশেষ দেখা যায় না। ত্বকের এখানেওখানে রং পাল্টে যাওয়া, হাল্কা বাদামি ছোপ বা দাগ নেই। এর অর্থ আপনি সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে ত্বককে যথাসম্ভব রক্ষা করতে পেরেছেন। ত্বকের এই ক্ষতি মোবাইল বা ল্যাপটপের নীল আলোয় দীর্ঘক্ষণ কাটানোর ফলেও হতে পারে। ফলে ত্বকে দাগছোপ কম বা না থাকার অর্থ আপনি ত্বক ভাল রাখতে পেরেছেন। 
ধূমপান থেকে দূরে আপনি চিরকালই দূরে থেকেছেন ধূমপান থেকে। এতে যে শুধু ফুসফুসকে ভাল রেখেছেন, তা নয়। ভাল রেখেছেন আপনার ত্বককেও। তার কারণ ধূমপান বলিরেখা বা সূক্ষ্ম রেখা তৈরি করে ত্বকে। সেই সঙ্গে বাড়িয়ে দেয় রুক্ষতাও। তাই ধূমপান না করা এমনিতেই আপনার ত্বকে ধরে রাখবে কম বয়সের লাবণ্য। 
ত্বকের তারুণ্যকে টিকিয়ে রাখতে বা অসময়ে তার বুড়িয়ে যাওয়া ঠেকাতে কিছু যত্ন নেওয়াও জরুরি। রইল তারই কিছু সহজ উপায়। 
● দিনের বেলা বাইরে বেরোলে কড়া রোদ থেকে ত্বক বাঁচান। মুখ, হাত ও গলার খোলা অংশে সানস্ক্রিন লোশন বা ক্রিম লাগান। এবং অবশ্যই সঙ্গে থাক ছাতা, সানগ্লাস।
● নানা রকম মুখভঙ্গি ফেসিয়াল মাসলকে একেক ভাবে চালিত করে। একই মুখভঙ্গি নিয়মিত করলে তাই ত্বকে রেখা তৈরি হয়। তাই একই মুখভঙ্গি সর্বক্ষণ করার অভ্যাস পাল্টান। যেমন চোখ বা ভ্রু কুঁচকে তাকানোর অভ্যাস চোখের চারপাশে বলিরেখা তৈরি করে। 
● ধূমপানের অভ্যাস থাকলে অবিলম্বে তা ছাড়ুন। এতে বলিরেখা পড়া আটকে দিতে পারবেন। 
● দিনে দু’বার অবশ্যই জল দিয়ে ভাল করে মুখ ধোবেন। খুব ঘেমে গেলেও মুখ ধুয়ে নিন। এতে ত্বকে আর্দ্রতা বজায় থাকে যা তাকে বুড়িয়ে যেতে দেয় না।
● মুখ পরিষ্কার করার সময়ে তাড়াহুড়ো করে বা জোরে ঘষবেন না। এতে ত্বক তার স্বাভাবিক জেল্লা, মোলায়েম ভাব ও আর্দ্রতা হারায়। 
● মুখে অবশ্যই রোজ ময়শ্চারাইজার মাখুন। তবে নিজের ত্বকের ধরন অনুযায়ী নির্দিষ্ট ময়শ্চারাইজার বেছে নেবেন। 
● ত্বকে ব্যবহার করার সব উপকরণই একটু সতর্ক হয়ে বাছাই করুন। এতে ত্বকের অযথা ক্ষতি আটকাতে পারবেন। আপনার ত্বক থাকবে যত্নে। 
● রোজকার ডায়েটে থাক স্বাস্থ্যকর খাবার। নিয়মিত তাজা ফল ও শাকসবজি খাওয়া ত্বককে টানটান ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে।
● অ্যালকোহল যথাসম্ভব কম খাওয়াই ভাল। বেশি মদ্যপান ত্বককে রুক্ষ ও নিষ্প্রাণ করে তোলে। ফলে সময়ের আগেই বয়স্ক দেখায়। 
● সপ্তাহে বেশ কয়েক দিন শরীরচর্চা করুন। এতে রক্তচলাচল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুই-ই বাড়ে। 
ছোট ছোট এই অভ্যাসগুলোই কিন্তু আপনার বয়স ধরে রাখতে সাহায্য করে। অসময়ে বুড়িয়ে যাওয়া নয়, ‘এজিং গ্রেসফুলি অন টাইম’ বরং হোক না আপনার মূলমন্ত্র!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া