রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৯ অক্টোবর ২০২৫ ১৯ : ১৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতীর 'হেরিটেজ কোর' এলাকায় চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী চীনা ভবনের পিছনে সম্পত্তি বিভাগের একটি স্টোর রুম থেকে শতাধিক কম্পিউটারের ১২০টি ইউপিএস ও স্টেবিলাইজার-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয় বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। হেরিটেজ কোর এলাকায় নিরাপত্তা বেষ্টনী সাধারণত বেশ কড়া। বিশ্ববিদ্যালয়ের বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা সেখানে ২৪ ঘণ্টা অতন্দ্র পাহারা দেন। সেই নজরদারি ভেঙে তারের বেড়াজাল কেটে এভাবে চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। তদন্ত শুরু করেছেন পুলিশের আধিকারিকরা। তবে লক্ষ্য করার মতো বিষয় — গুরুত্বপূর্ণ ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের কোনও সিসি ক্যামেরা নেই। ফলে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সামগ্রী চুরি করা সহজ হয়েছে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ। কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।
রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী — বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে পড়ুয়ারা আসেন কবিগুরুর স্মৃতিবিজড়িত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। অথচ নজরদারি ও নিরাপত্তা যে কতটা ঢিলেঢালা, এই চুরির ঘটনাই তা ফের সামনে এনে দিল বলে অভিযোগ।
ক্যাম্পাস সংলগ্ন নির্জন রাস্তায় অতীতে ইভটিজিং, শ্লীলতাহানি, ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ছাত্রছাত্রী, অধ্যাপক ও অন্যান্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল। এই জন্যই বিশ্বভারতীতে চালু হয়েছিল ‘ওয়াচ অ্যান্ড ওয়ার্ড’ বিভাগ। ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছিল নিরাপত্তাকর্মী। তবুও একের পর এক চুরির ঘটনা রোখা যায়নি।
২০২৪ সালের ২৫ মার্চ, রবীন্দ্রভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকেই চুরি যায় বিশ্বকবির নোবেল পদক-সহ ঠাকুর পরিবারের মূল্যবান সামগ্রী। সিবিআই তদন্ত করেও সেই নোবেল আজও উদ্ধার করতে পারেনি। তার আগে শান্তিনিকেতনের আনন্দ সদন হস্টেলের ভিতরে ঢুকে প্রাক্তন প্রেমিক অমরেশ কুন্ডুর গুলিতে খুন হন সঙ্গীত ভবনের ছাত্রী শাশ্বতী পাল। এই ঘটনায় সারা দেশে আলোড়ন পড়েছিল। ঘটনার পর সরকারি ও বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বাস্তবে সেই নজরদারি কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, 'বিশ্বভারতীর নিরাপত্তায় কোথাও গাফিলতি আছে বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। আশা করব নতুন উপাচার্য এই দিকটিতে নজর দেবেন।'
বর্তমানে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তার অধিকাংশই বিকল। এর ফলে হেরিটেজ কোরের মতো সংরক্ষিত এলাকাও নিরাপত্তাহীন। নোবেল চুরির পরেও একাধিকবার রবীন্দ্রভবন সংলগ্ন এলাকা ও ক্যাম্পাসের ভিতর থেকে রাতের অন্ধকারে মূল্যবান চন্দন গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে। এই গাছ চুরির ঘটনাও বহুবার সামনে এলেও, আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান বা কঠোর নজরদারি ব্যবস্থা গড়ে ওঠেনি বলেই অভিযোগ।
এরই মাঝে, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশনে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়। রবীন্দ্রনাথের চিন্তাধারা ও শান্তিনিকেতনের শিক্ষা-সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও, সেই ঐতিহ্য ও গৌরব রক্ষায় প্রশাসনিক ব্যর্থতা বারবার চোখে পড়ছে বলে অভিযোগ।
হেরিটেজ কোর এলাকায় এই চুরির ঘটনায় প্রশাসনিক গাফিলতি স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করছেন সকলে। শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ ও নজরদারি আরও কড়া করার দাবি উঠছে নানা মহলে। আগামী দিনে এ ধরনের অপরাধমূলক ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেয় বিশ্বভারতী, সেদিকেই এখন নজর সকলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার