রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

Scientists discover new medicine that could potentially regrow human teeth

স্বাস্থ্য | ফোকলা মাড়িতেই নতুন দাঁত গজাবে! জাপানি গবেষণায় তোলপাড় বিশ্ব

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: আকাশ দেবনাথ ২১ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বয়সের ভারে হোক বা দুর্ঘটনা কিংবা অন্য কোনও রোগে- দাঁত পড়ে গেলে ভরসা বলতে সেই কৃত্রিম দাঁতের পাটি বা ‘ডেনচার’, নয়তো অত্যন্ত খরচসাপেক্ষ ‘ডেন্টাল ইমপ্ল্যান্ট’। কিন্তু কেমন হয় যদি ফাঁকা মাড়িতেই ফের গজায় একেবারে নতুন, ঝকঝকে স্বাভাবিক দাঁত? যা এতদিন ছিল নিছকই কল্পবিজ্ঞানের বিষয়, তাকেই এ বার বাস্তবের দোরগোড়ায় নিয়ে এলেন জাপানি বিজ্ঞানীরা। কিয়োটো ইউনিভার্সিটির একদল গবেষক এমন এক যুগান্তকারী ওষুধের সন্ধান পেয়েছেন, যার প্রয়োগে ফোকলা মাড়িতেই নতুন দাঁত গজানো সম্ভব। ইঁদুর ও ফেরেটের (বেজি জাতীয় প্রাণী) উপর প্রয়োগ অভাবনীয় সাফল্য মিলেছে এই ওষুধে। সম্প্রতি মানুষের উপর সেই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগও (ক্লিনিক্যাল ট্রায়াল) শুরু হয়েছে। চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার সফল হলে তা দন্তচিকিৎসার দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে দেবে। লক্ষ লক্ষ মানুষকে আর কৃত্রিম দাঁতের উপর নির্ভর করতে হবে না।

আরও পড়ুন: বাতের ব্যথা সারাতে বাঘের মূত্র পান করছে চিনারা! প্রতিবেশী দেশের কাণ্ডে ছিছিক্কার বিশ্বজুড়ে

এই গবেষণার নেতৃত্বে রয়েছেন কিয়োটো ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষক ডক্টর কাতসু তাকাহাশি। তাঁর নেতৃত্বাধীন গবেষক দলটি একটি বিশেষ প্রোটিনকে চিহ্নিত করেছে, যার নাম ‘ইউএসএজি-১’। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই প্রোটিনটি আমাদের শরীরে দাঁতের বিকাশ বা বৃদ্ধিকে দমন করে রাখে। অর্থাৎ, দাঁত গজানোর প্রক্রিয়ায় এটি একটি ‘ব্রেক’-এর মতো কাজ করে। ডক্টর তাকাহাশি এবং তাঁর সহকর্মীরা এমন একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ তৈরি করেছেন, যা নির্দিষ্টভাবে এই ইউএসএজি-১ প্রোটিনকে খুঁজে বার করে তাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। তাঁদের তত্ত্ব অনুযায়ী, এই ‘ব্রেক’টি সরিয়ে দিলেই দাঁতের বৃদ্ধি বা গজানোর স্বাভাবিক প্রক্রিয়াটি ফের সক্রিয় হয়ে ওঠার কথা। এই তত্ত্ব হাতে পেয়েই গবেষকরা পুরোদমে ল্যাবরেটরিতে কাজে নামেন। ২০১৮ সালে তাঁরা প্রথম বড়সড় সাফল্য পান। ইঁদুরের উপর এই অ্যান্টিবডি ওষুধটি প্রয়োগ করে দেখা যায়, তাদের মুখে সত্যিই নতুন দাঁত গজাচ্ছে। কিন্তু ইঁদুরের দাঁতের গঠনের সঙ্গে মানুষের দাঁতের গঠনের বেশ কিছুটা অমিল রয়েছে। তাই বিজ্ঞানীরা নিশ্চিত হতে চাইলেন, মানুষের ক্ষেত্রেও এটি কাজ করবে কি না। পরবর্তী ধাপে তাঁরা বেছে নেন ‘ফেরেট’কে। এই প্রাণীটির দাঁতের গঠন এবং দাঁত প্রতিস্থাপনের প্রক্রিয়া মানুষের সঙ্গে অনেকটাই মেলে। ফেরেটের উপর এই ওষুধ প্রয়োগ করেও একই রকম আশাতীত সাফল্য মেলে। দেখা যায়, তাদের মাড়িতেও গজিয়েছে নতুন, সম্পূর্ণ দাঁত। ইঁদুর এবং ফেরেটের উপর এই দ্বৈত সাফল্য বিজ্ঞানীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। তাঁরা মানুষের উপর এই চিকিৎসার ট্রায়ালের জন্য প্রস্তুতি শুরু করেন। গবেষণাকে ল্যাবরেটরি থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ওষুধটিকে দ্রুত বাজারে আনতে ২০২৪ সালে 'তোরেগেম বায়োফার্মা’ নামে একটি স্টার্টআপ সংস্থা প্রতিষ্ঠা করা হয়। এই সংস্থাটিই কিয়োটো ইউনিভার্সিটির গবেষণার ভিত্তিতে ওষুধটি তৈরি ও ট্রায়ালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। তোরেগেম বায়োফার্মা সূত্রে খবর, চলতি বছরেই মানুষের উপর প্রথম পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে। এই পর্বে, সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের উপর এই ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এই পর্বের মূল লক্ষ্য হল, ওষুধটি মানুষের শরীরে কতটা নিরাপদ এবং এর কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা খতিয়ে দেখা। এই সুরক্ষা পরীক্ষা সফল হলে, গবেষকদের পরবর্তী লক্ষ্য হল সেই সব শিশুদের উপর এই চিকিৎসা প্রয়োগ করা, যারা জন্মগতভাবে দাঁতের অভাবে ভোগে। অনেক শিশুরই জন্ম থেকে সবকটি দাঁত গজায় না, এই চিকিৎসা তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। ডক্টর তাকাহাশি এবং তোরেগেম বায়োফার্মার গবেষকরা অত্যন্ত আশাবাদী। তাঁদের পরিকল্পনা, যদি সমস্ত ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়, তবে ২০৩০ সালের মধ্যেই এই চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের নাগালে আনা সম্ভব হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া