রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৫ অক্টোবর ২০২৫ ১০ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: 'বাঙালির বারো মাসে তেরো পার্বণ'— তারই এক গুরুত্বপূর্ণ অংশ কালীপুজো। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পর বাঙালি মেতে ওঠে শক্তির আরাধনায়। আবহমান কাল ধরে এই রীতিই চলে আসছে। শহর থেকে গ্রাম, সর্বত্রই চলে আসছে এই প্রথা। শক্তির এই আরাধনায় জায়গা ভেদে রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস। যুগ যুগ ধরে যা বয়ে নিয়ে চলেছেন সেখানকার বাসিন্দারা।
যেমন নদীয়ার শান্তিপুর। এই শহরের আনাচে-কানাচে রয়েছে বহু অজানা ইতিহাস। দুর্গাপুজো, রাস বা অন্যান্য উৎসবের পাশাপাশি শক্তি আরাধনায় রয়েছে একাধিক ভিন্ন ভিন্ন স্বাদের কাহিনী। নদীয়ার শান্তিপুর শহরের বহু প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম হল আগমেশ্বরী কালীপুজো। যার সূচনা হয়েছিল আনুমানিক প্রায় ৪০০ বছর আগে।
এই পুজোর ঐতিহ্যে জড়িয়ে আছে তন্ত্রসাধক ও পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীস-এর নামের সঙ্গে। ১৬ শতকের প্রথমার্ধে, শ্রীচৈতন্যদেবের পরবর্তী সময়ে, তিনি তন্ত্রসাধনায় এক নতুন ধারা সূচনা করেন। তিনিই দক্ষিণা কালীপুজোর প্রচলন করেন বলে অনেকের বিশ্বাস। তাঁর পৌত্র সার্বভৌম আগমবাগীস শান্তিপুরে এই আগমেশ্বরী পুজোর সূচনা করেন। তন্ত্র ও আগমশাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের জন্য তাঁরা 'আগমবাগীস' উপাধি লাভ করেন। সেই সময় শাক্ত ও বৈষ্ণব ধর্মের মধ্যে দ্বন্দ্ব থাকলেও, শান্তিপুরে এক আধ্যাত্মিক মিলনের দৃষ্টান্ত স্থাপন করেন সার্বভৌম আগমবাগীস। তিনি নবদ্বীপের অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেস গোস্বামীর কন্যাকে বিয়ে করেন এবং তাঁদের নিয়ে শান্তিপুরে এসে এক পঞ্চমুণ্ডির আসন স্থাপনা করে তন্ত্র সাধনায় মন দেন।
এক বিশেষ দিনে সাধনারত কৃষ্ণানন্দ গঙ্গার ঘাটে গিয়ে দর্শন পান এক গোপবধূর। তাঁর কালো রঙের মধ্যেও অপরূপ সৌন্দর্য ছিল। লোকে বলে সেই গোপবধূকে ঈশ্বররূপে অনুভব করেন কৃষ্ণানন্দ। সেই স্থানেই তিনি সিদ্ধিলাভ করেন এবং গঙ্গার মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে শুরু হয় আগমেশ্বরী কালীপুজো। তাঁর স্মরণে আজও এই জায়গা 'আগমেশ্বরী তলা' নামে পরিচিত।
এই পুজোর দায়িত্ব আজও বড় গোস্বামী পরিবার বহন করে আসছে। পুজোর সূচনা হয় বিজয়া দশমীর দিন সিঁদুর দান ও খিলান পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে। কালীপুজোর দিন মৃন্ময়ী প্রতিমায় রঙ করা হয়। রাত ন'টায় দেবীকে গহনা পরিয়ে সাজানো হয় এবং রাত এগারোটায় চক্ষুদান করে পুজোর সূচনা হয়। পুজো চলে ভোররাত পর্যন্ত। সম্পূর্ণ তান্ত্রিক রীতিতে ও নিষ্ঠার সঙ্গে। এখানে পশুবলি হয় না। বলি হয় দুটি আঁখ ও একটি চাল কুমড়ো। গোস্বামী পরিবারের দীক্ষিত মহিলারা রান্না করেন ৩৬ রকমের নিরামিষ ভোগ। যার মধ্যে থাকে শাক, ডাল, তরকারি, পোলাও, চাটনি, মিষ্টি ও ফল।
পুজোর পরদিন প্রতিমার বিসর্জন হয় শান্তিপুরের মতিগঞ্জ ঘাটে। আগে কাঁধে করে প্রতিমা বিসর্জন নিয়ে যাওয়া হত। বর্তমানে সেই প্রথা আর চালু নেই। এই আগমেশ্বরী কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। বরং এটি শান্তিপুরের এক আধ্যাত্মিক সংস্কৃতির ঐতিহ্যবাহী উত্তরাধিকার। যেখানে মিলেছে তন্ত্র, সাধনা, ভক্তি ও ঐতিহ্য। এখানকার বাতাস ফিসফিস করে সেই কথাই বলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার