রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলার দুই কোণের দুই বীর সন্তান, তিরঙ্গার তলে চিরনিদ্রায়, ফিরলেন তাঁদের গ্রামে

পল্লবী ঘোষ | ১১ অক্টোবর ২০২৫ ২০ : ২০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের অনন্তনাগের ভয়াবহ তুষারঝড়ে প্রাণ হারালেন বাংলার দুই সাহসী সন্তান—বীরভূমের প্যারা কমান্ডো সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের প্যারা এসএফ কমান্ডো পলাশ ঘোষ। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই দুই শহিদের আত্মত্যাগে শোক আর গর্বে ভরে উঠেছে দুই জেলা। 

 

একদিকে বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রাম, অন্যদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর—দু’জায়গাতেই আজ হাজার হাজার মানুষের ঢল, জাতীয় পতাকায় মোড়া দুই বীরের মরদেহ দেখে চোখের জল আটকে রাখতে পারেননি কেউ। 

 

এদিন সকাল থেকেই বীরভূমের রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রাম যেন স্তব্ধ। সেনাবাহিনীর কনভয়ে কফিনবন্দি অবস্থায় ফিরে আসে দেশের শহিদ সন্তান—প্যারা কমান্ডো সুজয় ঘোষ। তাঁর দেহ আসতেই ভেঙে পড়ে গোটা গ্রাম। শোক আর কান্নায় ভরে ওঠে চারদিক। প্রিয়জন, প্রতিবেশী, সহপাঠী—সবাই ছুটে আসেন শেষবারের মতো তাঁকে দেখতে। শ্রদ্ধা জানাতে হাজির হন বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ প্রহরায় শেষ শ্রদ্ধা জানানো হয় এই বীরযোদ্ধাকে। বক্রেশ্বর শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। 

 

প্রিয় ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা রাধেশ্যাম ঘোষ, মা নমিতা ঘোষ। দাদা মৃত্যঞ্জয় ঘোষ বলেন, ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে—এটাই একমাত্র সান্ত্বনা। এলাকায় শোকের ছায়া ঘনিয়ে এসেছে, তবে গর্বও কম নয়, কারণ দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন বীরভূমের সন্তান সুজয়। সেনা সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগের তুষারঢাকা পাহাড়ি অভিযানে আকস্মিক ঝড় ও তুষারপাতের মধ্যে চাপা পড়েন সুজয়। বরফ সরিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয় সহযোদ্ধাদের দ্বারা। 

 

আরও পড়ুন: টাকার লোভেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড! নিজের মাকে শেষ করে ঝুলিয়ে দিল গুণধর ছেলে, শিউরে ওঠা দৃশ্য এই রাজ্যে

 

অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর-বলরামপুরের বাসিন্দা পলাশ ঘোষও ফিরলেন জাতীয় পতাকায় মোড়া অবস্থায়। নিজের ছোট্ট দুই মেয়েকে কথা দিয়ে গিয়েছিলেন—পরেরবার বাড়ি ফিরবেন সেনার ইউনিফর্ম পরে, বুকের উপর থাকবে তিরঙ্গা। সেই কথা রেখেছেন তিনি। তবে তিনি ফিরলেন কফিনে। শেষবারের মতো। 

ভারতীয় সেনাবাহিনীর এলিট ফোর্স প্যারা এসএফ-এর সদস্য পলাশ গত সপ্তাহে অনন্তনাগে জঙ্গি দমনে ওই একই অভিযানে গিয়ে ভয়ঙ্কর তুষারঝড়ে বরফের নিচে চাপা পড়েন। পরে সহযোদ্ধারা তাঁর দেহ উদ্ধার করেন। ২০০৯ সালে সেনায় যোগ দিয়ে বাড়ির আর্থিক হাল ফেরান পলাশ। হরিহরপাড়া রুকুনপুর হাই স্কুল থেকে পড়াশোনা শেষে বহরমপুর কলেজে দর্শন নিয়ে ভর্তি হলেও সেনার চাকরিতে যোগ দিতে পড়াশোনা মাঝপথে ছাড়েন। 

 

শনিবার সন্ধ্যায় সেনা কনভয়ে করে গ্রামের বাড়িতে আনা হয় পলাশের নিথর দেহ। জাতীয় পতাকা হাতে হাজারো মানুষ তখন ছুটে আসে শেষবারের মতো এক নজর দেখতে। 

পলাশের বাবা প্রশান্ত ঘোষ বলেন, 'আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি গর্বিত।' মা আদুরী ঘোষ ও স্ত্রীর কান্নায় ভেসে যায় চারদিক। এখনও বুঝে উঠতে পারেনি তাঁর দুই কন্যা সন্তান—বাবা ফিরেছেন, অথচ সবাই কাঁদছে কেন! 

 

দুই জেলার দুই প্রান্তের দুই বীর—সুজয় ঘোষ ও পলাশ ঘোষ—একই অভিযানে প্রাণ দিয়েছেন মাতৃভূমির জন্য। তাঁদের আত্মত্যাগে নত হয়েছে বাংলা-সহ গোটা দেশ। জাতীয় পতাকায় মোড়া তাঁদের দেহ কাঁদিয়েছে সমগ্র দেশকে। শহীদদের নাম চিরকাল উচ্চারিত হবে শ্রদ্ধায়, গর্বে ও অশ্রুজলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া