রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১০ অক্টোবর ২০২৫ ১৮ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সাইবার হানা পাকিস্তানের সংগঠনের। আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হাজারদৌস সাইবার টিম। শুক্রবার দুপুরের পর ওয়েবসাইট খুলতেই পেজে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পান দপ্তরের আধিকারিকরা। সেই পতাকার নিচে লেখা 'Hahaha endian website got owned? keep dreaming about digital india!' তার নিচে লেখা your top universities haccked by pakistani.' ভারতের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হ্যাক করেছে পাকিস্তান। ঘটনায় হতভম্ব জেলা পরিষদের আধিকারিকরা। দ্রুত ঘটনাটি আলিপুরদুয়ার সাইবার থানায় জানানো হয়েছে। এমনকী ওয়েবসাইট যারা তৈরি করেছে সেই সংস্থাকেও এই বিষয়ে জানানো হয়েছে। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের সমস্ত অনলাইনের কাজ বন্ধ।
জানা গিয়েছে, ওয়েবসাইটটি বেশ কয়েকদিন ধরেই অচল অবস্থায় ছিল। সংশ্লিষ্ট সংস্থা ওয়েবসাইটটিকে সচল করবার কাজ চালাচ্ছিলেন। তার মাঝেই ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তান। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার সম্পর্কিত সমস্ত কাজকর্ম বন্ধ।
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, শুক্রবার সন্ধ্যায় আমাদের কাছে জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করার খবর আসে। ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে, সেখানে পাকিস্থানের একটি পতাকা দেখা যাচ্ছে। পাকিস্থানের হাজারদৌস নামে সাইবার টিম ওয়েবসাইটটি হ্যাক করেছে। তাতে ভারতকে নিশানা করে বেশ কিছু লাইন লেখা রয়েছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এখনও আমাদের ওয়েবসাইট ব্যবহার করে কোনরকম অপরাধমূলক কাজ করা হয়নি। ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে দু'দিনের মধ্যে সমস্যা সমাধানের কথা জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যদি কোনো অপরাধ মূলক কিছু নজরে আসে, আইনত যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে।
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান, নরেন্দ্র মোদির আমলে দেশের নিরাপত্তা যে বারবার বিঘ্নিত হচ্ছে এটা তার প্রমাণ। কারণ পাকিস্থানের সাইবার অপরাধীরা আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে হানা দিয়েছে, এই ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যেমন সমতলে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার দায়িত্ব বিএসএফ করে, তেমনি সাইবার অপরাধ আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বিজেপি সরকার নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে।
এদিকে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক নিয়ে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস পালটা রাজ্য সরকারকে দায়ী করে বলেন, "সম্প্রতি কাশ্মীরে হিন্দু পর্যটকদের হত্যার প্রতিঘাত হিসাবে পাকিস্তানের ভূমিতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। সেনার অপারেশনে পাকিস্তান সীমান্তে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি নষ্ট করে দেওয়া হয়। কোণঠাসা পাকিস্তান। এই ধরনের সামান্য সাইবার হ্যাক করে পাকিস্তান কখনই ভারতের ক্ষতি করতে পারবে না।"
আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নিয়ে মিঠু দাস বলেন, "এই ঘটনার জন্য সমস্ত দায়ভার রাজ্য সরকারের। রাজ্যের নিজের সাইবার নিরাপত্তারক্ষী রয়েছে। তারা ব্যর্থ হচ্ছে আর তার জন্য কেন্দ্রকে দোষারোপ করছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার