সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দার্জিলিঙের রাস্তায় ময়লা ফেলছিলেন বিহারী পর্যটকেরা, প্রতিবাদ করায় স্থানীয়দের উপর দাদাগিরি! ভাইরাল ভিডিও

আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৭ : ১০Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: শৈলশহর দার্জিলিঙের সৌন্দর্যে ফের লাগল আবিলতার দাগ। এ বার একদল পর্যটকের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় ব্যবহৃত নোংরা ডায়াপার ছুড়ে ফেলার অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় এক যুবকের সঙ্গে বচসায় জড়ান ওই পর্যটকেরা। গোটা পর্বটি ক্যামেরাবন্দি হতেই তা নেটমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পর্যটকদের এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা৷ পাশাপাশি প্রতিবাদী যুবকের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

ঘটনাটি দার্জিলিঙের এক মনোরম ভিউপয়েন্টের। জানা গিয়েছে, বিহারের নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি সেখানে এসে দাঁড়ায়। গাড়িতে একটি পরিবার ছিল। হঠাৎই গাড়ির জানলা দিয়ে একটি শিশুর ব্যবহৃত নোংরা ডায়াপার বাইরে ছুড়ে ফেলা হয়। সেই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন স্থানীয় এক যুবক। বিষয়টি তাঁর নজরে আসতেই তিনি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং শুরু করেন এবং পর্যটকদের গাড়ির দিকে এগিয়ে যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে পর্যটকদের বলছেন, "আপনারা এখানে ডায়াপার ফেলেছেন, ওটা তুলে নিন।" তাঁর কথা শুনে গাড়ির চালক প্রথমে বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। পরে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলেন, "এখানে তো এমনিতেই নোংরা হয়ে আছে।" এই যুক্তি শুনে মেজাজ হারাননি ওই যুবক। তিনি পালটা বলেন, "সেটা ছাড়ুন। আমরা এই জায়গা অনেক কষ্ট করে পরিষ্কার রাখি। দয়া করে ডায়াপারটা তুলে নিন।" এরপর পর্যটকদের মধ্যে থেকে একজন গাড়ি থেকে নেমে এসে অনিচ্ছা সত্ত্বেও সেই নোংরা আবর্জনা তুলে নেন। এরপরেই গাড়ির নম্বরপ্লেটের দিকে তাকিয়ে যুবকটি বলেন, "আপনারা কোথা থেকে আসছেন? ওহ্, বিহার থেকে।" তিনি যোগ করেন, "দয়া করে এমন কাজ করবেন না। অন্যেরা নোংরা ফেলেছে বলে কি আপনারাও ফেলবেন?"

আরও পড়ুনঃ গোপনে ফাঁকা ঘরে ডেকে নিয়ে চরম নির্যাতন নাবালিকাকে! অভিযুক্ত 'দাদু'র কীর্তি ফাঁস হতেই উত্তপ্ত এলাকাবাসী

কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পর্যটকদের আচরণে অনুশোচনার লেশমাত্র ছিল না। গাড়ির চালক উল্টে প্রতিবাদী যুবককে কটাক্ষ করে বলেন, "বেশ করেছেন, যান ভিডিও পোস্ট করে দিন গিয়ে।" এই মন্তব্যের পরেই ওই যুবককে বলতে শোনা যায়, "দেখুন, বিহারের মানুষেরা ঠিক এইরকমই। বাচ্চার ডায়াপার ডাস্টবিনে ফেলার বদলে বাইরে রাস্তায় ফেলছে।"

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই নিন্দার ঝড় ওঠে। পর্যটকদের এই দায়িত্বজ্ঞানহীন মানসিকতা এবং ঔদ্ধত্য দেখে ক্ষুব্ধ হন নেটিজেনরা। এক রেডিট ব্যবহারকারী লেখেন, "বাকিরাও তো ফেলেছে - এই যুক্তিটাই দেখিয়ে দেয় সমস্যাটা ঠিক কোথায়। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের ভুলকে সঠিক প্রমাণ করার এই প্রবণতাই আমাদের সমাজের মূল ব্যাধি। যুক্তি দিয়ে ভাবার বদলে আমরা গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিই।" আর এক জন লেখেন, "এই ঘটনা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি।"

তবে অধিকাংশ মানুষই দার্জিলিঙের ওই যুবকের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, "এই ধরনের মানুষদের নাম প্রকাশ্যে এনে লজ্জিত করা উচিত।" অনেকে আবার তাঁকে 'স্বচ্ছ ভারতের প্রকৃত সৈনিক' আখ্যা দিয়ে লিখেছেন, তাঁর মতো নাগরিকেরাই দেশের আসল সম্পদ। এই একটি ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পর্যটনকেন্দ্রগুলিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু স্থানীয় প্রশাসন বা সাফাইকর্মীদের নয়, সেখানে ঘুরতে যাওয়া প্রতিটি মানুষেরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া