রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | বাড়ি, রাস্তা, ব্রিজ সব তৈরি করে দেওয়া হবে, বিধ্বস্ত মিরিকের দুধিয়া থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিজিৎ দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৪ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বন্যা পরস্থিতি পর্যবেক্ষণে মিরিকের দুধিয়ায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস ১৫ দিনের মধ্যে মিরিকের দুধিয়ায় সেতু তৈরি করে দেওয়া হবে। তিনি জানান, প্রথমে আধিকারিক জানিয়েছিলেন এক মাস সময় লাগবে সেতু তৈরিতে। পরে স্থির হয়েছে ১৫ দিনের মধ্যেই এটি তৈরি করা হবে। তাঁর আরও আশ্বাস, ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি, রাস্তা সব তৈরি করে দেওয়া হবে। এদিন মৃতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেকও তুলে দেন মুখ্যমন্ত্রী।

সোমবার বন্য পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। গতকালই ঘোষণা করেছিলেন মঙ্গলবার মিরিকে যাবেন। সেই অনুযায়ী মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মিরিকের দুধিয়া পৌঁছন মমতা। শনিবার রাতভর বৃষ্টিতে দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় ধস নামে। প্রবল বৃষ্টিতে মিরিকের দুধিয়া সেতুটি ভেঙে যায়। এর পর থেকেই সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এ দিন মিরিকে পৌঁছে দুর্গত পরিবারগুলির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এর পরেই প্রতিশ্রুতি মতো মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। 

এদিন মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন, ধসে ভেঙে যাওয়া রাস্তাগুলি আগে মেরামত করতে হবে। তার জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। ইতিমধ্যে দার্জিলিং-মিরিক সংযোগকারী ভেঙে পড়া দুধিয়া ব্রিজ সংস্কারে পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভাল মানের একটি সেতু তৈরি করা হচ্ছে। তবে ওই সেতুটি তৈরি করতে এক বছর সময় লেগে যাবে। তাই আপাতত এলাকাবাসীদের জন্য ১৫ দিনের মধ্যে একটি বিকল্প সেতু তৈরি করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সবদিক নজরে রাখতে হবে। আপাতত একমাস কমিউনিটি কিচেন চালানোর নির্দেশও দিয়েছেন তিনি। এর পাশাপাশি যে সব নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে তাও ফের তৈরি করে দেওয়া হবে আশ্বাস দিয়েছেন মমতা।

আরও পড়ুন: বুধে উত্তরবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী? বন্যা-বিধ্বস্থ পাহাড়ে শাহি-সফর নিয়ে জোর জল্পনা

দুর্গতদের মমতা বলেন, “যাঁরা চলে গিয়েছেন, তাঁদের জন্য আমরা কিছু করতে পারব না। যাঁরা নিজেদের লোক হারিয়েছেন তাঁদের জন্য আমি দুঃখিত। কিন্তু যাঁরা হারিয়েছেন তাঁদের পরিবারের জন্য আমরা কিছু করব। পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে এক মাসের মধ্যে। শারীরিক মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা নিয়ে চিন্তা করতে হবে।”

এরপরেই মমতা বলেন, “সকলকে আমি আবেদন করব মাথা ঠান্ডা রাখুন। মাথা গরম করলে কিছুই হয় না। ভুটানের জলে এই পরিস্থিতি হয়েছে। আমাদের জলে এই অবস্থা হয়নি। ভূটানে ৫৬টি নদী রয়েছে। আমি শুনেছি চারটি বাঁধ তারা বন্ধ করে দিয়েছে। বাংলার ভৌগলিক অবস্থান নৌকার মতো। নেপালে বা সিকিমে কিছু হলেই এখানে ভুগতে হয়। সিকিমে জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে তিস্তার জলস্রোত কমে যায়। জল ছাড়ালেই তিস্তা ভেসে যায়। দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছাড়ছে। এখানে ভূটানের এবং সিকিমের নদীর জলের কারণে ভুগতে হয়। পরিবেশ নিয়ে খেলা করা উচিৎ নয়। সিকিমে ১৪টি জলবিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দিল কে? নদী আটকে, নিকাশি আটকে দিলে জল বইবে কীভাবে? মিরিক নতুন পাহাড়, সেখানে কিছু তৈরিতে ১০০ বার ভাবতে হবে।“

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় দুর্যোগের কারণে যে কৃষকদের চাষের জমিতে ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া