রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৫ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা আজও পূণ্যার্থীদের কাছে সমান আকর্ষণের। বিশেষ দিনে ভিড় বাড়ে ব্যাপক হারে। প্রতিবছরের মতো ত্রয়োদশী তিথিতে এদিন অনুষ্ঠিত হল বিখ্যাত ৫১ কুমারী পুজো। সকাল থেকেই ভক্তদের ঢল নামে শান্তিনিকেতনের অদূরের এই পীঠক্ষেত্রে। কালীমন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নিচে এই পুজো অনুষ্ঠিত হয়, যেখানে জেলার নানা প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৮ বছর আগে কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের সদস্য বুদ্ধদেব চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই কুমারী পুজো। এরপর থেকে প্রতিবছর ত্রয়োদশীতে ৫-৯ বছর বয়সী ৫১ জন কুমারীকে নির্বাচিত করে লালপেড়ে শাড়ি পরিয়ে দেবীর রূপে পুজো করা হয়। সতীর দেহের ৫১ খণ্ডের সংকল্প করে ঘটে স্থাপন করা হয়, এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে সতীর পূর্ণাঙ্গ রূপে পুজো সম্পন্ন হয়।
এই বিশেষ পুজো উপলক্ষে কঙ্কালীতলায় মেলা বসে, এলাকার বাতাস ভরে ওঠে ঘণ্টা, শঙ্খ আর ধূপের গন্ধে। ভোগ শেষে কুমারীদের হাতে দেওয়া খাদ্য প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
কথিত আছে, সতীর দেহের একটি অংশ এই কঙ্কালীতলাতেই পড়েছিল। তাই এখানকার কুমারী পুজো শুধুমাত্র এক প্রাচীন ঐতিহ্য নয়, ভক্তির এক গভীর প্রতীক— যেখানে দেবী ও কুমারীত্বের মহিমা একত্রে উদযাপিত হয়।
কঙ্কালীতলা বলতেই উঠে আসে, অদূরের একটি দুর্গাপুজোর প্রসঙ্গও। স্বাধীনতার আগেকার কথা। বোলপুর শহরে তখন হাতে গোনা কয়েকটি দুর্গাপুজো হত। ভুবনডাঙার মানুষদের নিজেদের এলাকায় কোনও সর্বজনীন দুর্গাপুজো না থাকায় এলাকার কচিকাঁচা ও গৃহবধূদের ভিন্ন এলাকায় গিয়ে পুজো দেখতে হত। এই অভাব ঘোচাতে এলাকার একদল তরুণ এগিয়ে এসে প্রতিষ্ঠা করেন ভুবনডাঙা আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাঁদের হাতে গড়া সেই উদ্যোগই আজ বোলপুরের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজোর আসর।
১৯৪৫ সালে ভুবনডাঙায় প্রথম দুর্গাপুজোর সূচনা হয় মাটির চালাঘরে। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন দিবাকর হাজরা, নিশাপতি মাঝি, দ্বিজপদ হাজরা, অভয়পদ রায়, শ্যামাপদ হাজরা প্রমুখ। তবে এই ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ঘটনা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথের পত্নী প্রতিমাদেবী সেই সময় ভুবনডাঙার দুর্গাপুজো কমিটিকে উৎসাহ দিতে ১০০ টাকা দান করেছিলেন। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে একশো টাকা ছিল এক বিরাট অঙ্কের অর্থ। কিন্তু কেবল টাকার পরিমাণেই এই দানের তাৎপর্য সীমাবদ্ধ নয়। কারণ, তৎকালীন সময়ে বিশ্বভারতীর অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ব্রাহ্মধর্মে দীক্ষিত থাকায় শান্তিনিকেতনের অভ্যন্তরে মূর্তি পুজো প্রচলিত ছিল না। ফলে আশ্রমিকরা ও ঠাকুর পরিবারের বহু সদস্য ভুবনডাঙার এই দুর্গাপুজোতে এসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেন। প্রতিমা দেবীর সেই আর্থিক সহায়তা তাই ছিল এক ঐতিহাসিক প্রেরণা। যা আশ্রমিকদের কাছে এই পুজোকে গ্রহণযোগ্য করে তোলে এবং গ্রামবাসীর উৎসাহকে বহুগুণ বাড়িয়ে দেয়। সেই থেকেই ভুবনডাঙার দুর্গাপুজো ধীরে ধীরে হয়ে ওঠে এক সর্বজনীন মিলনমেলা।
সময়ের সঙ্গে সঙ্গে এই কমিটি শুধুই পুজোয় সীমাবদ্ধ থাকেনি। ২০০১ সালে নাটমন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে পুজোর আয়োজনকে আরও গৌরবান্বিত করা হয়। পাশাপাশি সারাবছর ধরে নানা সমাজসেবামূলক কাজে সক্রিয় থেকেছে কমিটি। দুঃস্থদের বস্ত্রদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, স্বাস্থ্যশিবির থেকে শুরু করে গ্রামের ছেলে-মেয়েদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার মতো নানা উদ্যোগ আজও এই কমিটির প্রধান কাজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার