রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর মুখে ঘোর বিপদ শ্রীরামপুরে, গঙ্গার ভয়াল ভাঙনে তলিয়ে যেতে পারে বাড়িঘর, রাস্তা, মাথায় হাত সাধারণের

পল্লবী ঘোষ | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: হুগলির শ্রীরামপুরে গঙ্গার ভয়াল ভাঙন। আতঙ্কে নেহেরু নগর কলোনি। বলাগড়ের মতো না হলেও শ্রীরামপুর শহরে গঙ্গার ভাঙন নিয়ে বরাবরই আশঙ্কা ছিল। সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। চলতি বছরে অতি বৃষ্টির জেরে সেই আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে। আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গঙ্গার ধারে চাপ বাড়ছিল। অবশেষে গঙ্গার ধারের গুরুত্বপূর্ণ একটি রাস্তায় বড় ফাটল ধরে যায়। ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার বড় অংশ বসে গেছে গঙ্গার দিকে। স্থানীয়দের মতে, যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে। আর যদি তা ঘটে, তবে সরাসরি বিপদের মুখে পড়বে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায়।

 

বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের বক্তব্য, বহু বাড়িঘর ও সম্পত্তি এক মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। তাই অবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের কথায়, শুধু নেহেরু নগর নয়, ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে।

 

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, “শ্রীরামপুরের গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।” 

 

আরও পড়ুন: চুলে তেল নেই কেন! ছাত্রীর চুল ব্লেড দিয়ে কেটে নিলেন শিক্ষিকা, এই স্কুলে কড়া শাস্তির নমুনা জানলে শিউরে উঠবেন

 

প্রসঙ্গত, গত বছর জুন মাসে ভাঙনে বিধ্বস্ত বলাগড়ে মাটি মাফিয়াদের দাপট মনে করিয়ে দিচ্ছে পুরোনো স্মৃতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন বলাগড় ব্লকের পুরাতন বড় সমস্যা। গত দু দশকে গঙ্গা গর্ভে বিলীন হয়েছে নদী সংলগ্ন একাধিক গ্রাম, বাড়ি, চাষের জমি ইত্যাদি। একসময় ভাঙনের ভয়ে ঘুম উড়েছিল গঙ্গা তীরবর্তী একাধিক বসবাসকারী গ্রামের বাসিন্দাদের। 

 

ইতিপূর্বে রাজ্য সরকারের উদ্যোগে একাধিকবার ভাঙন রোধে নানান ব্যাবস্থা নেওয়া হয়েছে। ফলে বর্তমানে কয়েকটি এলাকা ছাড়া গোটা ব্লকে ভাঙনের প্রকোপ কমেছে অনেকটাই। তবে গঙ্গা সংলগ্ন এলাকায় মাটি মাফিয়াদের দাপট আবারও বলাগড়ের বাসিন্দাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। গঙ্গা পারে যত্রতত্র মাটি কাটার ফলে পুনরায় ভাঙনের আশঙ্কায় রাতের ঘুম শিকেয় উঠেছে।

 

আগে এই চৌর্যবৃত্তি রাতের অন্ধকারে হলেও বর্তমানে সেটা হচ্ছে সারাদিন ধরেই। নৌকায় করে সেই মাটি পাচার হয়ে যাচ্ছে গঙ্গার অপরপ্রান্ত নদীয়া জেলায়। বর্তমানে চরখয়রামারি গ্রামের কয়েক কিলোমিটার জুড়ে গঙ্গার পার কেটে নিয়ে যাওয়ার কাজ চলছে দিন রাত। বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরখয়রামারি গ্রাম। 

 

ইতিমধ্যেই ওই গ্রামের রানিনগর মৌজার বিস্তীর্ণ গঙ্গার পার সহ চাষের জমি কেটে নিয়ে গেছে মাটি মাফিয়ারা। নদীর ওপার অর্থাৎ নদীয়া জেলার একদল দুষ্কৃতি এপারে এসে গঙ্গার পার কেটে বস্তা বন্দী করে নৌকায় নিয়ে পাড়ি দিচ্ছে ওপারে। মাফিয়াদের সামনে কৃষকদের তরফে প্রতিরোধ তেমন কার্যকর হয়নি। প্রশাসনের দারস্ত হওয়ায় কিছুদিন মাটি কাটা বন্ধ ছিল। সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম লাগামছাড়া পর্যায় পৌঁছেছে। শুধু রাতের অন্ধকার নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত ২৪ ঘণ্টা। 

 

গঙ্গা লাগোয়া প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে চলছে মাটি কাটা। কোদাল দিয়ে কেটে বস্তায় ট্রলারে পাচার হচ্ছে নদীর ওপর প্রান্তে নদীয়ায়। সেখান আগে থেকে তৈরি থাকা ট্রাকে বোঝাই হয়ে সেই মাটি চলে যাচ্ছ অন্যত্র। তবে কে বা কারা এই কাজ করছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। খবর পেয়ে দিন কয়েক আগে অবৈধ মাটি খননের খবর নিতে জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাসের নেতৃত্বে একটি দল ওই এলাকায় যায়। কথা বলে স্থানীয় কৃষকদের সঙ্গে। 

 

স্থানীয় কৃষক বিমল মণ্ডল অভিযোগ করেছেন, দীর্ঘ ৫০ বছর ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। মাটি চুরির সমস্যা অনেক পুরোনো। তিনি একাধিকবার ট্রলার ধরে পুলিশের হাতে তুলেও দিয়েছেন। এখন তিনি দেখছেন, ফসল সমেত মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। বাধা দিতে গেলে উল্টো ধমকাচ্ছে। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মাটি মাফিয়াদের বক্তব্য, তাঁদের নাকি ওটাই ব্যবসা। তাই কাজে বাধা দিলে বিপদ হবে। স্থানীয় সুকদেব মন্ডলের অভিযোগ, শুধু মাটি নয় জোর করে ফসল সমেত মাটি কেটে নিয়ে যাচ্ছে। একাধিকবার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ দেখলেই তারা ঝুড়ি কোদাল ফেলে পালিয়ে গেছে। তবে আবার এসেছে। শাসিয়েছে। এভাবে চললে আগামী দিনে চাষের জমিটাই আর বাঁচবে না। অবিলম্বে এই মাটি কাটা বন্ধ করার পাকাপাকি ব্যবস্থা করতে হবে। নাহলে চাষের কাজ বন্ধ হবে, পরিবার নিয়ে তাঁকে অনাহারে থাকতে হবে। 

 

জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাস বলেছেন, গত ডিসেম্বর মাসে পঞ্চায়েতের তরফে পুলিশের কাছে লিখিতভাবে এই অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ব্যাবস্থা নিয়েছে। তবে পুলিশ একদিন সেখানে গেলে মাটি কাটার কাজ তিন দিন বন্ধ থাকে। আবার শুরু হয়ে যায়। কিছুদিন আগে পর্যন্ত যে পরিমাণ মাটি নিয়ে যাওয়া হয়েছে তা ভাবনার অতিত। ডিএম বিডিও বলাগড় থানা সকলকেই লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। 

 

প্রধানের অভিযোগ, তিলের জমি থেকে শুরু করে বাদাম, ধান ইত্যাদি চাষের জমি কেটে নিয়ে যাওয়া হয়েছে। কলা চাষের জমির মাটিও কেটে নিয়ে গেছে মাটি মাফিয়ারা। ছাড়েনি, বড় গাছও কেটে নিয়ে গেছে। মূলত নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে এসে এই উপদ্রব চালানো হচ্ছে। বলাগড় এমনিতেই ভাঙন প্রবণ, তার উপর এভাবে মাটি কাটা হলে ভাঙনের প্রবণতা আরও বড় আকার ধারণ করবে। তিনি মনে করেন অবিলম্বে দুই জেলা প্রশাসন একত্রিত হয়ে এই সমস্যার পাকাপাকি সমাধান করার প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গে হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, দিন দুয়েক আগে একটা অভিযোগ এসেছে। ব্যবস্থাও নেওয়া হয়েছে। বৃষ্টির জন্য নির্দিষ্ট এলাকায় পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে পুলিশ রাখা রয়েছে। বিষয়টা নজরে রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া