রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সুন্দরবন ঘুরতে যাবেন?‌ এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি

রজত বসু | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৩৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ সুন্দরবন ভ্রমণ। তা সে ইলিশ উৎসব হোক আর শীতের মরসুমে হোক। জমে একেবারে ক্ষীর। 


এটা ঘটনা, মরসুম ছাড়াও সারা বছরে চলতে থাকে পর্যটকদের ঢল। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চাহিদা তৈরি করে সুন্দরবনের জঙ্গলে প্রবেশের জন্য। ফলে নির্দিষ্ট দিনে অনুমতি না পেয়ে জঙ্গল সাফারি বন্ধ রাখতে হয় বহু পর্যটকদেরকে। এবার তাই পারমিশনের কালোবাজারি রুখতে এবং ভ্রমণার্থীদের জঙ্গলে ঘোরাতে ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা। আগে থেকে কোনওভাবেই পর্যটক শূন্য জলযানকে অনুমতিপত্র দেওয়া যাবে না। অনুমতি পত্র নিতে হলে বিভিন্ন লঞ্চ এবং বোট মালিকদের নির্দিষ্ট ওটিপি মারফত তা কার্যকরী করতে হবে। এর ফলে একদিকে যেমন সঠিক ভ্রমণার্থীরা জঙ্গল ঘুরতে পারবেন তেমনি বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা যারা অনলাইনের মাধ্যমে সুন্দরবনের পারমিশন করছিল এবং অতিরিক্ত পয়সা বিক্রি করছিল তাদের কালোবাজারি বন্ধ হবে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত বেশ কিছু অসাধু ব্যবসায়ী একইসঙ্গে ১০ থেকে ১২ টি করে জলযানকে পারমিশন করিয়ে থাকেন।

এ বিষয়ে ব্যাঘ্র প্রকল্পের অতিরিক্ত ফিল্ড ডিরেক্টর জন জাস্টিন বলেন, সমস্ত পারমিশন অনলাইনে হওয়ার কারণে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসছিল পারমিশন না পাওয়ার জন্য। এবং নির্দিষ্ট কিছু টুরিস্ট অপারেটর এবং সাইবার ক্যাফের বিরুদ্ধেই সেই অভিযোগ ছিল। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন সুন্দরবনে ঘুরতে আসা সমস্ত পর্যটকরা। কোনওরকম ভাবে আগে থেকে পর্যটক বিহীন বোট বা লঞ্চকে জঙ্গলে ঘোরার পারমিশন করানো যাবে না। তাছাড়া একবার পারমিশন হয়ে গেলে তার বদল হবে না। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজনের জন্যই তা বদল করা যাবে। সংখ্যাটা ৬ থেকে ৮ জনের বেশি নয়। শুধু তাই নয় পাখিরালয়, দয়াপুর এবং গোসাবার বেশ কিছু সাইবার ক্যাফের মালিকদের বিরুদ্ধেও পারমিশন ব্লক করার অভিযোগ উঠেছে। আর তাই ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে থেকেই পারমিশন ব্লক করতে গেলে টুরিস্টদের পুরো নামের তালিকা আধার কার্ড নম্বর অথবা অন্য কোনও পরিচয় পত্র দিতে হবে পারমিশনের সঙ্গে। জঙ্গলে প্রবেশের আগে নির্দিষ্ট অফিসে তা দেখিয়ে নিতে হবে। অনলাইন অনুমতির সময় যে পর্যটকদের নাম এবং ঠিকানা বা পরিচয় পত্র আপলোড করা হয়েছিল সেগুলি যথাযথ আছে কিনা তাও দেখিয়ে নিতে হবে। কোনওরকমভাবে অসৎ পথ অবলম্বন করলে নির্দিষ্ট জলযানের মালিকদের শাস্তির মুখে পড়তে হবে। অনিয়ম করলে এবং এক মাসে দু’‌বার তা প্রমাণিত হলে নির্দিষ্ট জলযানের সরকারি অনুমতি এক মাসের জন্য বন্ধ রাখা হবে। অর্থাৎ ওই জলযান কোনওভাবেই আর সুন্দরবনের প্রবেশ করতে পারবে না এক মাস যাবত।          

ইতিমধ্যেই বিভিন্ন বোট মালিক টুর অপারেটর এবং হোটেল মালিকরা দীর্ঘদিন ধরে বেআইনি এই অনুমতি পত্র বন্ধ করার জন্য বারবার আবেদন জানাচ্ছিলেন ব্যাঘ্র প্রকল্পের কাছে। তাদের কথায় সম্মতি দিয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে।

প্রকল্পের সূত্র খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ইতিমধ্যেই সুন্দরবনের জঙ্গলে ঘোরার জন্য কোনওরকম পারমিশন খরচ সরকারকে দিতে হয় না অর্থাৎ পয়সা খরচ করতে হয় না। এর ফলে সুন্দরবন ভ্রমণের খরচ কিছুটা কম হলেও অনুমতি পত্রের কালোবাজারি সুন্দরবন ঘোরার পক্ষে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।


 ইতিমধ্যেই সুন্দরবন নিয়ে পর্যটকদের উৎসাহর খামতি নেই। ইলিশ উৎসব থেকে সুন্দরবনের শীতের ভ্রমণ সবই চলছে নিয়ম করে। পর্যটনের অনুমতির ব্যাপারে ব্যাঘ্র প্রকল্পের দপ্তর কঠোর হওয়ার কারণে আরও বেশি সুষ্ঠুভাবে সুন্দরবন ভ্রমণ হবে বলেই আশা করছেন পর্যটক থেকে শুরু করে ট্যুর অপারেটররা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া