সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | আত্মরক্ষার পাশাপাশি আত্মনির্ভর করে তুলবে ক্যারাটে

সুমিত চক্রবর্তী | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৪Sumit Chakraborty

মিল্টন সেন, হুগলি: শুধু আত্মরক্ষা নয়,ক্যারাটে শিখে আত্মনির্ভর হওয়া যায়, সেই পথ দেখাচ্ছে হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন প্রেসক্লাব অফ হুগলির সভা ঘরে তাদের সভাপতি সম্পাদক সমস্ত কার্যকর্তারা সাংবাদিক বৈঠকে জানান।

ক্যারাটে শিখে তারা যেমন জাতীয় স্তর থেকে বিভিন্ন পদক আনছেন তেমনি আন্তর্জাতিক স্তরে এই খেলার কদর বাড়ছে। সম্প্রতি ২৫- ২৭ আগস্ট হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা ২০২৫ প্রতিযোগিতায় ১১ জন স্বর্ণপাদক পান, রুপো জয়ী ১২ ও ব্রোঞ্জ ১১ টি পদক জয় করেন।মোট ৩৪ টি পদক। এছাড়া জাতীয় স্কুল গেমসে ক্যারাটে খেলায় উল্লেখযোগ্য সাফল্য রয়েছে হুগলি জেলার ছেলে মেয়েদের। দিল্লির অভায়া কাণ্ডের পর  দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারীদের উপরে নানান রকমের অত্যাচারের ঘটনার আত্মরক্ষার পাটনিতে উৎসাহ দেখাচ্ছে মেয়েরা। আর তারপর থেকেই ক্যারাটের গুরুত্ব বেড়েছে। 

আরও পড়ুন: কেন ভারতীয়রা এত বেশি পার্সোনাল লোনের দিকে ঝুঁকছেন, কোথায় খরচ করছেন এই টাকা

জেলা শহর এরাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে একাধিক কোচিং সেন্টার। পাশাপাশি সরকারি স্কুল ও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র আত্মরক্ষাই নয় এই ক্যারাটে শিখে অনেকেই আত্মনির্ভর হতে পারছে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ হুগলির তরফে দাবি করা হয়েছে বর্সতমানে সরকারি একাধিক দপ্তরে  চাকরির সুযোগ মিলছে। ইতিমধ্যেই হুগলির ক্যারাটে এসোসিয়েশনের খেলোয়াড় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশে ডাক পেয়েছে। তারা আশাবাদী আগামী দিনে রাজ্য এবং কেন্দ্রে সরকারি দপ্তরে চাকরির সুযোগ তৈরি হবে।ফলে প্রতিনিয়ত এই খেলার যেমন গুরুত্ব বাড়ছে তার সাথে খেলোয়াড় ও বাড়ছে।এই দিন রাজ্য তথা কেন্দ্রীয় স্তরের জয়ী খেলোয়াড়দের সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই  হুগলি জেলার ক্রীড়াজগতের জন্য এক গর্বের মুহূর্ত এনে দিয়েছে চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাব। সদ্যসমাপ্ত নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা ‘২০২৫ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপে’ ভারতের হয়ে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল ক্লাবের ছাত্রছাত্রীরা। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি মূলত আয়োজিত হয় AISSKF (All India Seishinkai Shito Ryu Karate Do Federation)-এর উদ্যোগে এবং KAB (Karate Association of Bengal)-এর সহযোগিতায়। জানা গিয়েছে, ধরমপুর অ্যাথলেটিক ক্লাব থেকে মোট ৫০ জন ছাত্রছাত্রী ভারতের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন এবং তাঁদের পারফরম্যান্সে অভিভূত গোটা ক্যারাটে মহল।

ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি অভিভাবকরা ও স্থানীয় বাসিন্দারাও। জেলার তরফ থেকেও এই প্রতিভাবান ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ক্রীড়াক্ষেত্রে একাধিক সাফল্য এসেছে হুগলি জেলা থেকে। কিছুদিন আগেই সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় হুগলি জেলা চ্যাম্পিয়ন হয় সুগন্ধা হাই স্কুল। বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে ফাইনালে গরলগাছা হাই স্কুলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে জয়ী হয় সুগন্ধা হাই স্কুল। ৬৪ তম সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় হুগলি জেলা থেকে পাঁচশোর বেশি স্কুল অংশ নিয়েছিল।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া