সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দিঘা থেকে ফিরেই মাথায় হাত, বাড়ির দরজা খুলতেই আঁতকে উঠলেন তৃণমূল কর্মী, সর্বস্ব লুটে নিয়েছে চোরেরা!

পল্লবী ঘোষ | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: হুগলির পান্ডুয়ার দ্বারবাসিনী হাটতলা এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে দুঃসাহসী চুরির ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে। আজ শনিবার দুপুরে একটা নাগাদ পরিবার সূত্রে জানা যায়, পান্ডুয়ার দ্বারবাসিনী হাটতলা এলাকায় পঞ্চায়েত অফিসের অদূরেই বিবেকানন্দ বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীর বাড়ি। গত বুধবার রাতে পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে বিবেকানন্দ দিঘায় বেড়াতে গিয়েছিলেন। 

 

আজ শনিবার ভোর বেলায় তাঁরা সকলে বাড়ি ফেরেন। বাড়ির প্রবেশদ্বারের তালা খুলে ভেতরে ঢুকেই মাথায় হাত সকলের। বাড়ির ভেতরে প্রথমে গ্রিলের দরজা, তারপর টিনের দরজা। দুটি দরজায় তালা দেওয়া ছিল। তালাগুলি ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে দুটি ঘরের ডোরলক ভাঙা। দুটি ঘর সহ ডাইনিং রুম এলোমেলো লন্ডভন্ড অবস্থায়। এমনকী আলমারি খোলা। ডাইনিং রুমের সোফার চাদর পর্যন্ত কাটা রয়েছে। 

 

বিবেকানন্দ জানান, গত রাতে কেউ বা কারা তাঁদের ঘরের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। বেশ কিছু নগদ টাকা, সোনা ও রুপোর কিছু গয়না সহ কিছু নতুন কাপড় নিয়ে গেছে চোরেরা। আজ সকালে এবিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিবেকানন্দ। চুরির ঘটনার তদন্ত করছে পুলিশ। 

 

আরও পড়ুন: খেলতে খেলতে বুকে ব্যথা, মায়ের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল ১০ বছরের নাবালক, মুহূর্তের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ

 

প্রসঙ্গত, গত আগস্ট মাসেই একটি ভিডিও যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তা হল এক ব্যক্তি তাঁর চারচাকা গাড়ি নিয়ে এসে, দোকানের সামনে থেকে নুনের বস্তা চুরি করে পালাচ্ছেন। একাধিক সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে খবরের শিরোনামে। যেখানে বলা হচ্ছে, ওই ব্যক্তি আসলে বড়লোক চোর! সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ভিডিও! তবে এই সুটেড বুটেড চোরের হদিস দিয়েছেন হুগলির কোন্নগরের কাউন্সিলর। 

 

ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। একাধিক জায়গায় বিভিন্ন দোকানে নুনের বস্তা চুরির ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল দাবি করছেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি নাকি তাঁর ওয়ার্ডেরই বাসিন্দা! এমনকী যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটিও তাঁর ওয়ার্ডেই থাকে। যে ব্যক্তি চার চাকা গাড়ি করে নুন চুরি করছেন, তাঁর নাম দীপক দত্ত। এলাকায় তিনি একজন বিজেপির নেতা হিসাবে পরিচিত। কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের তাল পুকুর এলাকায় তাঁর বাড়ি। শুধু কালনার একটি ঘটনা নয়, তাঁর সঙ্গীরা গিয়ে রাত্রিবেলা এভাবেই চার চাকা গাড়ি করে নুনের বস্তা চুরি করে পালায়। তাঁর বাড়ির সামনে থেকে দেখা গেছে বস্তা বস্তা নুন পড়ে থাকতে। 

 

কাউন্সিলর চন্দন মণ্ডল আরও অভিযোগ করেন, দীপক দত্ত, অজয় দে এবং সুজয় দে এই তিনজন একসঙ্গে রাত্রিবেলা গাড়ি করে বেরিয়ে এই ধরনের ছুটির ঘটনা ঘটান। এমনকী অতীতে কোন্নগরের বিভিন্ন দোকানেও এর আগে একাধিকবার নুন চুরি করেছেন। তাঁদের বাড়িতে মোট তিনটি গাড়ি আছে। তিনটি গাড়ি করেই তাঁরাই এই ধরনের কাণ্ড ঘটান। তিনি গোটা বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ধরনের ঘটনা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে যাতে পুলিশ কড়া পদক্ষেপ নেয়, সেই দিকে নজর দিতে দাবি করেছেন কাউন্সিলর। 

 

জানা গেছে, দু'নম্বর কলোনি বাজার এলাকায় একটি মুদির দোকান থেকে মাস খানেকের মধ্যেই গাড়ি করে নুন চুরি করেছেন এই অভিযুক্ত ব্যক্তিরা। যে দোকান থেকে গাড়ি করে তাঁরা নুন চুরি করেছেন, সেই দোকানের দোকানদার বলেন, তাঁদের সিসিটিভি ফুটেজ থেকে তাঁরা দেখতে পান, দোকানের বাইরে রাখা নুনের বস্তা গাড়ি করে নিয়ে পালাচ্ছেন ওই ব্যক্তিরা। পরবর্তীতে পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানান। সেই সময় তাঁদের বাজার কমিটির কাছে ওই ব্যক্তিরা এসে অনুরোধ করেন, যে তাঁরা এই ধরনের ঘটনা ঘটাবেন না। তাঁদেরকে যেন এই বারের জন্য ক্ষমা করে দেওয়া হয়। তার পর থেকে এলাকার বাইরের থেকে তাঁরা চুরি করছেন, এমনটা অভিযোগ উঠেছে। 

 

তবে এই ধরনের চুরি কেন করছেন তাঁরা, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত দীপক দত্ত ও বাকি লোকেরা। সম্প্রতি বেশ কিছুদিন যাবত এই ধরনের ঘটনা তাঁরা ঘটাচ্ছেন এমনটা অভিযোগ করছেন কাউন্সিলর চন্দন মণ্ডল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া