রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | পোলবায় ভুয়ো পুলিশ সেজে প্রতারণা, গ্রেপ্তার ২

Milton Sen | | Editor: Sourav Goswami ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের পোশাক পরে, তৃনমূল নেতাদের  ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ,৫০ লক্ষ টাকা দাবী ব্যবসায়ীর কাছ থেকে,পোলবায় গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ, উদ্ধার পুলিশের পোশাক ও নকল অস্ত্রের খাপ। পোলবা থানায় ডিএসপি ডিএন্ডটি  প্রিয়ব্রত বক্সি জানান,পুলিশ সেজে তোলাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা(২৮), বাড়ি বলাগড়ের কুন্তিঘাটে, প্রতাপ ঘোষ(৩৬), বাড়ি মগড়ার তালান্ডু মালিপাড়া। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক,পিস্তল রাখার খাপ,দুটি মোবাইল ফোন,কার্তুজের ব্যাগ।

গতকাল রাতে সুগন্ধার একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। আজ তাদের আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় প্রতারণা চালাত। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না।

সুগন্ধা দিল্লি রোডের পাশে কারখানা রয়েছে তপন মজুমদারের।সেই কারখানাতে গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় কয়েকবার উনি সেজে গিয়েছিল অভিযুক্তরা।পুলিশের পোশাক পড়ে কারখানায় ঢুকে কর্মীদেরকে ভয় দেখানো ৫০ লক্ষ টাকা দাবি করা স্করপিও গাড়ির চাবি নিয়ে নেওয়া সবই করে তারা। এক লক্ষ্য ৬৫ হাজার টাকা ফোন পের মাধ্যমে  এবং নগদে তাদের দেন ব্যবসায়ী।

ব্যবসায়ী বলেন,হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চট্টগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে ছবি দেখিয়ে শাসক দল ঘনিষ্ঠ বলে দাবি করে অভিযুক্তরা। টাকা না দিলে ব্যবসা করতে পারবেন না বলেও হুমকি দেওয়া হয় ব্যবসায়ীকে। এরপরই পোলবা থানা বিষয়টি জানতে পারে।
গতকাল রাতে দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: লরি পিষে দিল যুবককে, সাতসকালে উলুবেড়িয়ায় রক্তারক্তি কাণ্ড

প্রসঙ্গত, কিছুদিন আগেই হোমগার্ড থেকে একেবারে পুলিশ সুপার সেজে প্রতারণার ঘটনা ঘটে কলকাতার বুকে ! তবে সবটাই ভুয়ো পরিচয়। এই ছদ্মবেশ নিয়েই চলছিল প্রতারণার চক্র, আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন বহু মানুষ। অবশেষে গরফা থানার পুলিশের হাতে ধরা পড়ল সেই ভুয়ো পুলিশ সুপার। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় বিশেষ অভিযানে ধরা পড়ে সুস্মিত সেন ওরফে রণজয় চট্টোপাধ্যায়। গরফা থানার পুলিশকে সহযোগিতা করে স্থানীয় আমডাঙা থানাও। কলকাতার গরফা এলাকায় ধৃতের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানে মেলে একাধিক নকল নথি, প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা নগদ, পুলিশের পোশাক, সর্বাধুনিক আইফোন ও তিনটি দামি মোবাইল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে নীলবাতি লাগানো গাড়ি এবং রাজ্য পুলিশের লোগো বসানো মোটরবাইক।

তদন্তে উঠে এসেছে, ওই গাড়ি ব্যবহার করে চারপাশে ঘুরে বেড়াতেন সুস্মিত। নিজেকে রণজয় চট্টোপাধ্যায় নামে পরিচয় দিয়ে দাবি করতেন, তিনি একজন পুলিশ সুপার। দামি ফোনে কথোপকথন চালিয়ে সাধারণ মানুষকে বোঝাতেন যে তিনি রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এর সুযোগ নিয়েই অনেককে প্রতিশ্রুতি দিতেন সরকারি চাকরি পাইয়ে দেওয়ার। ফলে বহু মানুষ তাঁর ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হন।

লালবাজার সূত্রে খবর, এভাবেই কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছিল সুস্মিত। সেই অর্থে গড়ে তোলে বিলাসবহুল জীবন। কিন্তু ক্রমে একের পর এক প্রতারিত ব্যক্তি অভিযোগ দায়ের করায় ফাঁস হয় তাঁর কীর্তি। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় তাঁর নামে অভিযোগ রয়েছে। গরফা থানাতেও জমা পড়েছে অভিযোগ।

সবচেয়ে উদ্বেগের বিষয়, তাঁর বাড়ি থেকে যে সব পুলিশি নথি ও পোশাক উদ্ধার হয়েছে। কীভাবে এগুলো তাঁর হাতে এল, সেটাই এখন বড় প্রশ্ন। পুলিশ মনে করছে, হোমগার্ড হিসেবে কাজ করার সময় তৈরি হওয়া যোগাযোগকে কাজে লাগিয়েই হয়তো এইসব সংগ্রহ করেছিলেন। উল্লেখ্য, সুস্মিত একসময় রাজ্য পুলিশের হোমগার্ড ছিলেন। পরে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরি হারান। অভিযোগ, এক আসামিকে মেডিক্যাল পরীক্ষায় নিয়ে যাওয়ার সময় তার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ী ছিলেন তিনি। তবে এখন প্রশ্ন উঠছে— সেটা নিছক অসতর্কতা ছিল, নাকি টাকার বিনিময়ে আসামিকে পালাতে সাহায্য করেছিলেন? তদন্তে উঠে আসতে পারে সেই উত্তরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া