রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ৩১ আগস্ট ২০২৫ ১৮ : ৪৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শিশুমৃত্যুর হার কমাতে নয়া উদ্যোগ, আমদাবাদে চালু অত্যাধুনিক ‘মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক’। নবজাতকদের জন্য অত্যাধুনিক সুবিধা নিয়ে আমদাবাদ সিভিল হাসপাতালে চালু হল ‘মা বাৎসল্য’ মাদার্স মিল্ক ব্যাঙ্ক। বৃহস্পতিবার এই নতুন কেন্দ্রটির উদ্বোধন করলেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল।
অনুষ্ঠানে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী শিশুমৃত্যুর হার কমাতে দুগ্ধ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। ঋষিকেশ বলেন, “নবজাতকদের জন্য মায়ের দুধই সর্বোত্তম আহার। এর মধ্যে অপরিহার্য পুষ্টিগুণ, অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধকারী নানা উপাদান থাকে।” তিনি আরও বলেন, “কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, মা পর্যাপ্ত দুধ তৈরি করতে পারছেন না, অথবা শিশু গুরুতর অসুস্থ, অপরিণত বা সঙ্কটজনক অবস্থায় রয়েছে। সেই সব পরিস্থিতিতে ওই শিশুদের কাছে মায়ের দুধ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই শিশুমৃত্যুর হার কমাতে আমদাবাদ সিভিল হাসপাতালে মাদার্স মিল্ক ব্যাঙ্ক তৈরি করা হয়েছে।”
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
বর্তমানে সুরাট, ভদোদরা, ভালসাদ এবং গান্ধীনগরে এমন দুগ্ধ ব্যাঙ্ক চালু রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভাবনগর, জামনগর এবং রাজকোটের সিভিল হাসপাতালেও আরও তিনটি নতুন দুগ্ধ ব্যাঙ্ক তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
এই দুগ্ধ ব্যাঙ্কটি ক্লাউড-ভিত্তিক রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে কাজ করে, যেখানে প্রত্যেক রোগীর একটি স্বতন্ত্র আইডি নম্বর থাকবে। এখানে মায়েদের জন্য আটটি আধুনিক ‘মিল্ক এক্সপ্রেশন স্টেশন’ রয়েছে। সংগৃহীত দুধ স্বয়ংক্রিয় পাস্তুরাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত ও সুরক্ষিত করা হয়।
এই কেন্দ্রটি তৈরির জন্য আমেরিকার ‘বিজে মেডিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’, ‘পান্ড্য ফ্যামিলি ফাউন্ডেশন’ এবং ওই কলেজের ১৯৭৪ সালের ব্যাচের ছাত্র ডক্টর গৌরাঙ্গকে ধন্যবাদ জানান মন্ত্রী। ডক্টর গৌরাঙ্গ একাই এই প্রকল্পের জন্য ৮০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ লক্ষ টাকা) দান করেছেন।
দুগ্ধ সংরক্ষণের জন্য এখানে দু’টি ভার্টিকাল ও একটি হরাইজন্টাল ডিপ ফ্রিজার রয়েছে, যেখানে মোট ৪৫ লিটার দুধ রাখা যাবে। দুধের বিশুদ্ধতা নিশ্চিত করতে এবং ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য ১০ জন নার্স, ১ জন ল্যাব টেকনিশিয়ান এবং ২ জন শিশুরোগ বিশেষজ্ঞের একটি দল রয়েছে, যারা দিনরাত সবসময় পরিষেবা দেবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের সদ্যোজাত সন্তানকে স্তন্যপান করানোর পরেও, হাসপাতালের দুগ্ধ-ব্যাঙ্কে (মিল্ক ব্যাঙ্ক) তিন লিটার বুকের দুধ দান করে নজির গড়েন এক মা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক প্রসূতির এহেন দানে অভিভূত সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও। হাসপাতালের তরফে বিশেষ সম্মান জানানো হয়েছে ত্রিবেণী নামের ওই মহিলাকে।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
হাসপাতাল সূত্রে খবর, রায়দুর্গমের বাসিন্দা ত্রিবেণী গত ২৪ জুন এই হাসপাতালেই এক পুত্রসন্তানের জন্ম দেন। সময়ের আগেই জন্ম হয় তাঁর সন্তানের। মাত্র সাত মাসে জন্মানোর কারণে শিশুটির ওজন বেশ কিছুটা কম ছিল। ফলে তাকে হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত বিশেষ পরিচর্যা কেন্দ্র তথা এনআইসিইউ-তেই ভর্তি রাখতে হয়। নিজের সন্তানের এহেন শারীরিক প্রতিকূলতার মধ্যেও অন্য শিশুদের কথা ভেবেছেন ত্রিবেণী। নিজের সন্তানের প্রয়োজন মেটার পর অতিরিক্ত স্তন্য তিনি দান করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের কথায়, “এই মহানুভবতা এক জন আদর্শ মায়ের পক্ষেই সম্ভব।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ