সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৬ আগস্ট ২০২৫ ১৩ : ৫৭Rajat Bose
মিল্টন সেন, হুগলি, ২৫ আগস্ট: নিজের বাঁ হাত অকেজো। শুধুমাত্র ডান হাতেই গড়ে চলেছেন দশ হাতের দেবী দুর্গা। দুর্ঘটনায় ভেঙেছে কাঁধ। থেমে থাকেননি। সেই ভাঙা কাঁধেই বয়ে চলেছেন সংসারের হাল। মনের জোরে একহাতেই দুর্গা প্রতিমা তৈরি করেন পোলবার বীরেন্দ্রনগর গ্রামের ধনঞ্জয় মিশ্র। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে সব বাধা অতিক্রম করা যায়। একহাতে নিখুঁত দুর্গা প্রতিমা তৈরি করে চলেছেন। বছর দশেক আগে, সমাজের অন্য দশটা মানুষের মতোই ছিল ধনঞ্জয়ের জীবন। দু’হাত দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি। হঠাৎই ঘটে যাওয়া এক দুর্ঘটনা বদলে দিয়েছে তাঁর জীবনের সব স্বপ্ন। ২০১৫ সালে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় লরিতে ঠেকে যায় তার বাইকের হ্যান্ডেল। রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। তার উপর দিয়ে চলে যায় চার চাকা গাড়ি। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে টানা ২০ দিন কোমায় থেকে ফিরে আসেন শিল্পী। কাঁধে, মাথায় ও বাঁ হাতে গুরুতর চোট পান। বাঁ হাত ভেঙে পুরোপুরি অকেজো হয়ে যায়। এখনও কোনও কাজই বাঁ হাতে তিনি ঠিকভাবে করতে পারেন না। মাঝেমধ্যেই হয় তীব্র যন্ত্রণা। হারতে শেখেননি। তাই শত যন্ত্রণা সহ্য করেও এগিয়ে গেছেন জীবনযুদ্ধে। ২০ দিন কোমায় থাকার পর জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছিলেন। আজও তিনি মনে করেন ঈশ্বরই তার ভরসা। কিছুটা সুস্থ হওয়ার পরেই ফের লেগে পড়েন এক হাতেই দুর্গা তৈরি করতে। এবছর তিনি দুটো দুর্গা তৈরি করার অর্ডার পেয়েছেন। প্রতিমার গায়ে মাটির কাজ প্রায় অর্ধেক শেষ। বাঁশ কাটা থেকে কাঠামো তৈরি করা, খর বাঁধা সবটাই তিনি নিজের হাতেই করেন। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ক্রমশই রূপ ফিরে পাচ্ছে মৃন্ময়ী মূর্তি।
বয়স যখন মাত্র পাঁচ। তখন থেকেই মাটির কাজে তাঁর হাতেখড়ি। তখন পাড়ায় বিভিন্ন মৃৎশিল্পীদের মূর্তি তৈরি করা দেখতেন। এরপর আস্তে আস্তে নিজেই মূর্তি তৈরি করতে শুরু করেন। বাড়ির পাশেই খাল থেকে মাটি নিয়ে এসে চলতো তার মূর্তি গড়ার কাজ। দুর্গা ছাড়াও লক্ষ্মী ,গণেশ, সরস্বতী, কালী, জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করেন তিনি। তবে এ বছর যেন তার প্রতি প্রকৃতিও বিমুখ। নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। তাঁর প্রতিমা তৈরির কাজ অধিকাংশই হয়ে গিয়েছে। কিন্তু বৃষ্টিতে প্রতিমার গায়ের মাটি খসে পড়ছে। পুনরায় তাঁকে আবার রূপ দিচ্ছেন শিল্পী। তাতে যেমন সময় নষ্ট হচ্ছে তাঁর, তেমনি সময়ে প্রতিমা বারোয়ারি পুজো কমিটিগুলিকে দিতে পারবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তার মেঘ জমেছে তাঁর মনে। বৃষ্টি এলেই প্রতিমায় ত্রিপল ঢাকা দিতে হচ্ছে। মাটির প্রতিমা ছাড়াও সিমেন্ট ও ফাইবারের মূর্তিও তৈরি করেন ধনঞ্জয়।
২০০৩ সালে আর্ট কলেজ থেকে উত্তীর্ণ হন ধনঞ্জয়। সেখানে প্রতিমা তৈরি শেখেন। তার পাশাপাশি শেখেন বিভিন্ন ছবি আঁকা। বর্তমানে তাঁর কাছে প্রায় ৬০ জন ছাত্র–ছাত্রী আঁকা শেখেন। এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে দিব্যি চলে যাচ্ছে তাঁর সংসার। ধনঞ্জয় বলেছেন, এক হাতে কাজ করতে তাঁর খুব সমস্যা হয়। তবে তাঁর স্ত্রী তাঁকে সাহায্য করেন। একটা দুর্ঘটনায় তাঁর বাঁ হাত নষ্ট হয়ে যায়। ডান হাত দিয়ে তাঁকে যাবতীয় কাজ করতে হয়। বাঁ হাতের ৭০ শতাংশ অসার। শুধুমাত্র মনের জোরে তিনি প্রতিমা তৈরি করেন। তিনি শুধু প্রতিমা নয়, কোনও মানুষকে দেখে তাঁর মূর্তি তিনি তৈরি করতে পারেন। ছোট থেকেই তিনি হারতে শেখেননি। জীবনে কখনও হারতেও চান না। স্ত্রী সুদীপ্তা মিশ্র বলেন, স্বামী একহাত দিয়ে কাজ করে। অনেক সমস্যা হয়। সংসার সামলে যতটা পারেন সাহায্য করেন। দেবীর পায়ে আলতা পরানো, মাটির গয়না তৈরি করা, শাড়ি পরানো এই সমস্ত ছোটখাটো কাজ তিনি করেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার