রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৪ আগস্ট ২০২৫ ১৪ : ০০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব উদ্যোক্তা দিবস বা World Entrepreneurs Day উপলক্ষে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এসআইটি) বিবিএ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অভিনব আন্তঃবিভাগীয় ব্যাবসায়িক প্রতিযোগিতা, যার নাম 'গ্রাউন্ড জিরো বিজনেস ব্যাটল কম্পিটিশন'। প্রফেশনাল স্টাডিজের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নতুন ব্যবসা শুরুর মানসিকতাকে উজ্জীবিত করা এবং ভবিষ্যতের উদ্যোক্তা হিসেবে তাঁদের কঠিন বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করা। কলেজের স্যার জে সি বোস মেমোরিয়াল সেমিনার হলে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। যেখানে প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিদের বরণের মধ্য দিয়ে মূল পর্বের সূচনা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিভ ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও এবং মহারাজা অগ্রসেন হাসপাতালের চেয়ারম্যান শ্রীনীরজ চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'উদ্যোক্তা হওয়া মানে শুধু একটি ব্যবসা শুরু করা নয়, বরং নতুন ভাবনা, সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকা। আগামীর ভারত গড়ে উঠবে সেই সব তরুণদের হাত ধরে, যারা সুচিন্তিত পরিকল্পনা ও উদ্ভাবনী শক্তি দিয়ে ইতিবাচক পরিবর্তন আনবে।'
উদ্ভাবনী উপস্থাপনা নিয়ে সারা দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিসিএ, বিএইচএইচএ, বিবিএ, বিবিএ-এটিএ এবং বিএসসি সাইকোলজি-সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে মাঠে নামেন। মোট ছয়টি দল তাঁদের স্টার্টআপ প্রেজেন্টেশন ও ব্যাবসায়িক মডেলের মাধ্যমে বিচারকের মন জয় করার চেষ্টা করে। এই দলগুলি শুধুমাত্র তাদের মৌলিক ভাবনা তুলে ধরেনি, বরং সেগুলোকে কার্যকর করার জন্য চমকপ্রদ বিপণন কৌশল, পরিকল্পিত আর্থিক মডেল এবং গ্রাহকদের চাহিদা কেন্দ্রিক সমাধানও উপস্থাপন করে।
অনুষ্ঠানটি সম্পর্কে বিবিএ ও বিবিএ-এটিএ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান পারমিতা চৌধুরী বলেন, 'প্রফেশনাল স্টাডিজের অন্তর্গত বিভিন্ন বিভাগের নানা সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা দলগতভাবে এদিনের আন্তঃ-বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের উৎসাহ, সৃজনশীলতা ও মেধার মেলবন্ধন এই প্রতিযোগিতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রথম স্থান অর্জন করেছে বিবিএ-এটিএ বিভাগ, দ্বিতীয় স্থান দখল করেছে বিবিএ ৫ম সেমিস্টারের দল এবং তৃতীয় স্থান অর্জন করেছে বিএইচএইচএ বিভাগ। অংশগ্রহণকারী প্রতিটি দলের হাতে স্মারক স্বরূপ মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এই দিনটি প্রমাণ করেছে যে শিক্ষার্থীদের প্রতিভা ও দলগত চেতনা কতটা শক্তিশালী হতে পারে। অনুষ্ঠানটি তারুণ্যের উদ্দীপনা, সৃজনশীলতার ঝলক এবং প্রতিযোগিতার আবেগে ভরপুর এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল।'
এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে এস আই টির প্রফেশনাল স্টাডিজ কলেজের প্রিন্সিপাল-ইন-চার্জ ড. অরুন্ধতী চক্রবর্তী বলেন, 'আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া। এই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে ব্যাবসায়িক ক্ষেত্রে আরও কর্মসংস্থান উদ্ভাবনকারী হিসেবে তাদের পথ প্রশস্ত করবে।'
একই মত পোষণ করেন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল-ইন-চার্জ ড. জয়দীপ দত্ত। তিনি বলেন, 'এ ধরনের ইভেন্ট শুধুমাত্র শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে না, বরং উদ্ভাবনী চিন্তাভাবনার দুয়ারকে উন্মুক্ত করে। নতুন ভারত গড়ার স্বপ্নপূরণে এর ভূমিকা অপরিসীম।' শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতাকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ