সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৬ আগস্ট ২০২৫ ১৯ : ৪৫Abhijit Das
বিভাস ভট্টাচার্য
'তৃণমূল কংগ্রেস ছাড়ার কোনও প্রশ্নই নেই। এই দল তৈরির পিছনে আমারও অবদান আছে। আর এই দলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ ছাড়া অন্য কোনও শব্দও আসে না'। তৃণমূল কংগ্রেস ছাড়া বা না ছাড়া নিয়ে বাজারে ঘুরে বেড়ানো নানারকম 'রটনা' নিয়ে নীরবতা ভাঙলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার আজকাল.ইন-এর সঙ্গে কথা বলার সময় কল্যাণ স্পষ্ট জানিয়ে দিলেন, 'মমতা ব্যানার্জি ছাড়া অন্য কিছু জানি না। আমি শুধু লোকসভায় দলের চিফ হুইপ-এর পদ থেকে ইস্তফা দিয়েছি। অন্য কিছু নয়।'
চলতি সপ্তাহে সোমবার দলের সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে মমতা লোকসভায় দলের মধ্যে কো-অর্ডিনেশন বা সমন্বয়সাধনের উপর আরও বেশি জোর দিতে বলেন। এই বৈঠকের পরেই কল্যাণ চিফ হুইপ-এর পদ থেকে ইস্তফা দেন। কল্যাণ নিজে এই প্রসঙ্গে জানিয়েছিলেন, 'দিদি (পড়ুন মমতা ব্যানার্জি) জানিয়েছেন লোকসভায় দলের কো-অর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না। আঙুল তুলেছেন আমার দিকে। তিনি যখন মনে করছেন ঠিকঠাক সমন্বয়সাধন হচ্ছে না তখন আমি সরেই গেলাম।' কল্যাণের এই সিদ্ধান্তের পরেই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে একাধিক কথা। জল্পনা আরও বেড়ে যায় যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে এপ্রসঙ্গে বলেন, কল্যাণ ২০১১ সালের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
ফলে ভবিষ্যতে কল্যাণ তৃণমূল ছাড়তে পারে এরকম কথাও ঘুরতে থাকে বাজারে। বুধবার এবিষয়ে সরাসরি শ্রীরামপুরের সাংসদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এই অবান্তর প্রশ্নগুলো করবেন না। তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই আসে না। দল যদি কোনদিন তাড়িয়ে দেয় বা অপমান করে তবে রাজনীতি করাই ছেড়ে দেব। তবু অন্য কোনো দলে যাব না।' তাঁর কথায়, 'মনে রাখবেন আমি কিন্তু ২০১১ সালের পর অন্য কোনও দল থেকে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিইনি।'

ইতিমধ্যেই মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণের ইস্তফাপত্র গ্রহণ করেছে দল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। কল্যাণ বলেন, 'আমাকে অনেক মামলা করতে হয়। যেগুলি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই আদালতেই হয়। সেগুলি এখন মন দিয়ে করতে পারছি। ভাল আছি। দয়া করে খোঁচাবেন না।'
রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর প্রথমদিন থেকেই দলের সঙ্গে আছেন কল্যাণ। ঘাসফুলের প্রতীকে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন ২০০৯ সালে। ২০০৯ থেকে ২০২৪, টানা চারবার সাংসদ হিসেবে তিনি শ্রীরামপুর কেন্দ্র থেকে সংসদে গেছেন। এর পাশাপাশি দলের হয়ে লড়েছেন বহু গুরুত্বপূর্ণ মামলাও। যার মধ্যে অন্যতম হল সিঙ্গুরের জমি মামলা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-মন্ত্রী বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেন তখন দলের অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বুক চিতিয়ে রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর কথায়, 'মমতা ব্যানার্জিকে দেখেই আমি রাজনীতি করি। রাজনৈতিক জীবনের শেষদিন পর্যন্ত তিনিই আমার নেত্রী'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার