সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কোচবিহারে ফের নাগরিকত্ব বিতর্ক, অসম ট্রাইবুনালের নোটিশে বিরক্ত পঞ্চায়েত প্রধান!

সুমিত চক্রবর্তী | ০৫ আগস্ট ২০২৫ ২১ : ০৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফের একবার নাগরিকত্ব বিতর্কে উত্তাল কোচবিহার। অসমের নলবাড়ি ফরেনার্স ট্রাইবুনাল কোর্টে হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনামা বর্মণকে। ২১ দিনের মধ্যে হাজিরা দেওয়ার এই নির্দেশে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাঙ্গামোড় এলাকাজুড়ে। একইসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


ভাঙ্গামোড় দক্ষিণপাড়ার বাসিন্দা মিনতি শীল শর্মা, প্রায় ৪০ বছর আগে অসমের নলবাড়ি জেলার অধীর রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি মিনতি রায় নামে পরিচিত হন। কিন্তু ২০১৫ সালে নাগরিকত্ব সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে গিয়ে পদবী বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন তিনি। তাঁর পরিবার নথি সংশোধনের আইনি প্রক্রিয়া শুরু করলেও, এনআরসির নোটিশ ও ফরেনার্স ট্রাইবুনালের তলব যেন নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পডুন: মাত্র ১ বছরেই পাবেন মালামাল সুদ, কোন ব্যাঙ্ক কত দেবে জেনে নিন এখনই


মিনতি রায়ের পুত্র রামপদ রায় অভিযোগ করেছেন, “আমরা বারবার গ্রাম পঞ্চায়েতে যাচ্ছি, নথির খোঁজ করছি, কিন্তু ফের বাধার সম্মুখীন হচ্ছি। মায়ের নাগরিকত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আতঙ্কে আছি।”


এদিনের ওই নোটিশে উল্লেখ রয়েছে, যেহেতু মিনতি রায় ২০১৫ সালে কোচবিহারের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্ট সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে অসমে জমা দিয়েছিলেন, তাই ওই নথিপত্র যাচাইয়ের জন্যই স্থানীয় পঞ্চায়েত প্রধান বিনামা বর্মণ-কে হাজিরা দিতে বলা হয়েছে। তবে প্রধান জানিয়েছেন,“আমি এখনও অফিসিয়ালি কোনও নোটিশ পাইনি। নোটিশ এলে বিডিওর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”


এই ঘটনার পর রাজনৈতিক মহলে ক্ষোভ তীব্র আকার নিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেছেন,“অসম সরকার পরিকল্পিতভাবে বাংলা তথা কোচবিহারের রাজবংশী মানুষদের এনআরসি ও ফরেনার্স নোটিশ দিয়ে হয়রানি করছে। এবার তারা সীমা অতিক্রম করে পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে ফরেনার্স কোর্টে হাজিরার নোটিশ পাঠিয়েছে। এটা বরদাস্ত করা হবে না।”


তিনি আরও জানান,“বুধবার সকাল ৯টায় আমরা হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে জমায়েত করব এবং অসম সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করব।”


এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, এটি শুধুমাত্র নথি যাচাইয়ের বিষয় নয়, এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য। একদিকে যেমন এনআরসি প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বিরাজ করছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও সামনে আসছে। বিশেষ করে, একজন নির্বাচিত মহিলা প্রধানের নামে নোটিশ পাঠানো নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় মহল।


নাগরিকত্ব নিয়ে এমন বিতর্ক নতুন নয়, তবে এবার সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচিত জনপ্রতিনিধির নামে ফরেনার্স ট্রাইবুনালের নোটিশ ঘিরে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা আগামী দিনে রাজ্য-অসম সীমান্ত রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এভাবে যদি রাজ্যের বাইরে বসে কোনও সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের নোটিস পাঠায়, তাহলে প্রশাসনিক কাঠামো কোথায় দাঁড়ায়? নজর এখন রাজ্য প্রশাসনের পদক্ষেপের দিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া