সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘বল তুই বাংলাদেশি’, কারখানা থেকে জোর করে তুলে নিয়ে যায় বাংলার যুবককে, মেরে ভেঙে দিল দু’ পা, বিজেপির রাজ্যে পুলিশের নির্মম অত্যাচার

রিয়া পাত্র | ০৪ আগস্ট ২০২৫ ২০ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ঘটনাক্রম, এক, দুই, তিন, চার। প্রতিবাদ তীব্র হচ্ছে একদিকে, তবুও কোনও হেলদোল নেই। নেই থামার নাম। উলটে ভিন রাজ্যে বেড়েই চলেছে বাঙালিদের উপর অত্যাচার। তালিকায় যুক্ত হল আরও এক বাঙালি যুবকের নাম। ইসলামপুরের সাব্বির। কাজ করতে গিয়েছিলেন। কাজ করছিলেন নিষ্ঠার সঙ্গে। দোষ হয়ে দাঁড়িয়েছে তাঁর বাংলার কথা বলা। কর্মক্ষেত্র থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ভেঙে দেওয়া হল পা। তেমনটাই অভিযোগ তাঁর। সাব্বির ঘরে ফিরেছেন দুটি ভাঙা পা নিয়ে। সাব্বিরের অভিযোগকে সামনে এনে সোশ্যাল মিডিয়ায় বিজেপি রাজ্যের নৃশংসতা তুলে ধরেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

 

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল পোস্ট করেছে সোমবার সন্ধেয়। তাতে লেখা হয়েছে, হরিয়ানার পানিপথে কারখানায় কাজ করতেন সাব্বির। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। বলা হয়, বলে দাও তুমি বাংলাদেশি। সাব্বির স্বীকার করেননি। নির্মম অত্যাচারে ভেঙে দেওয়া হয়েছে তাঁর দু’ পা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখেছে ‘পানিপথে তাঁর কর্মক্ষেত্র থেকে টেনে নিয়ে যাওয়া, তিন দিন আটক রাখা এবং তাদের দ্বারা নির্মমভাবে লাঞ্ছিত করা, এবং তার একমাত্র 'অপরাধ' বাংলায় কথা বলা। এটাই কি শাসনব্যবস্থার ধারণা? এমন একটি দেশ, যেখানে ভাষা সহিংসতার সূত্রপাত করে? যেখানে রাষ্ট্রযন্ত্রকে তার নিজস্ব নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়?

যখন ভয় নীতিতে পরিণত হয় এবং পরিচয় শাস্তিতে পরিণত হয়, তখন এই কর্তৃত্ববাদী, বাংলা-বিরোধী শাসনের পতন কেবল প্রয়োজনীয়ই নয়, অনিবার্য।‘ 

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক সরবরাহের ব্যবসায়ে ভাঁটা, ঠিকাদারের আজব সিদ্ধান্তে চমকে উঠলেন এলাকাবাসী...

 

ঘরে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানিয়েছেন, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয়। ২৪ জুলাই পানিপথের পুলিশ তাঁকে আটক করে। মারধোর করা হয়। সাব্বির নিজে বারবার বুঝিয়েছেন, তিনি বাংলাদেশি নন। তারপরেও কর্ণপাত করেননি পুলিশ। তিনদিন আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। 

 

রাজ্যের শাসকদল সুর চড়াচ্ছে, বিদ্বজনেরা পরিস্থিতির ভয়াবহতা ভেবে আতঙ্কিত হচ্ছেন। কিন্তু সুরাহা? কোনও প্রশ্নই নেই। অত্যাচার থামছে না। নিত্যদিন সামনে আসছে অত্যাচারের ভয়াবহ কাহিনি। 

দিনকয়েক আগেই সামনে এসেছিল আরও কয়েকজনের অত্যাচারের ঘটনা। গুজরাট থেকে ভয়াবহ দিন কাটিয়ে পিংলায় ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকেরা। ঘরে ফিরেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ভয়াবহ অভিজ্ঞতা। কী জানিয়েছিলেন তাঁরা?

 জানান, বাংলায় কথা বলার জন্য, মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ঢুকে, বাংলাদেশি তকমা দিয়ে, চুলের মুঠি ধরে মারধোর করে, থানায় নিয়ে যাওয়া হয় পরিযায়ী শ্রমিকদের। লক-আপে রাখা হয়। সেখানে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয়। সঠিক আধার কার্ড দেখানোর পরেও, সেগুলিকে ভুয়ো আধার কার্ড বলে গণ্য করে, তারপরেও চলে অত্যাচার। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, পরিবারের তরফ থেকে অন্যান্য পরিচয়পত্র-সহ নথি পাঠানো হলে, তারপর ছাড়া পান। ঘরে ফিরে আপাতত স্বস্তিতে। ঘরে ফেরায়, স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরাও।


ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের বক্তব্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল রাজ্যের শাসক দল। একেবারে পয়েন্ট করে তুলে ধরে, গুজরাট পুলিশ কীভাবে অত্যাচার করেছেন বাংলার বাসিন্দাদের। পোস্টে লেখা হয়-
.গুজরাট পুলিশ মধ্যরাতে তাঁদের ঘরে ঢুকে পড়ে।
. তাঁদের বুকে এবং পেটে লাথি মারে।
. তাঁদের চুল ধরে টেনে নিয়ে যায়।
. "বাংলাদেশি" এবং "সন্ত্রাসী" তকমা দেওয়া হয়।
. তাঁদের অপরাধীদের মতো লক-আপে রাখা হয়।
. ফোন ছিনিয়ে নেওয়া হয়।
.নির্মমভাবে মারধোর করা হয় ওঁদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া