সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

39 young boys died during illegal Circumcision ceremony Bizarre ritual

স্বাস্থ্য | লিঙ্গাগ্রের চর্মচ্ছেদ উৎসবে রক্তারক্তি! মৃত্যু ৩৯ কিশোরের, গুরুতর জখম হয়ে বিকলাঙ্গ বহু

আকাশ দেবনাথ | ০২ আগস্ট ২০২৫ ১৫ : ৪৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ ঘটনা দক্ষিণ আফ্রিকায়। বহু শতাব্দী প্রাচীন ‘পুরুষত্বে উত্তরণ’-এর রীতি মানতে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৯ কিশোরের। গুরুতর জখম এবং বিকলাঙ্গ বহু। প্রতি বছর গ্রীষ্মকালে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তে পালিত হয় এই প্রাচীন উৎসব। উদ্দেশ্য, ছেলেদের শারীরিক যন্ত্রণার ভেতর দিয়ে কৈশোর থেকে ‘পুরুষত্বে’ উত্তরণ ঘটানো। কিন্তু ঐতিহ্যের নামে গণহারে লিঙ্গাগ্রের চর্মচ্ছেদ করতে গিয়ে সম্পূর্ণ উপেক্ষিত থেকে যাচ্ছে আধুনিক স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা। আর তাতেই এই প্রাচীন প্রথার বলি হচ্ছে অসংখ্য শিশু-কিশোর।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
দক্ষিণ আফ্রিকার সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালেই মৃত্যু হয়েছে ৯৪ জন কিশোরের। সংক্রমণের ফলে আরও ১১ জনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। সব মিলিয়ে গত পাঁচ বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ তে। সরকারি আধিকারিকদের মতে, এই মৃত্যুর পেছনে বড় ভূমিকা নিচ্ছে বেআইনি ‘ইনিশিয়েশন স্কুল’-গুলি। এই সব স্কুলে অনভিজ্ঞ, অপেশাদার এবং কোনওরকম সরকারি তত্ত্বাবধান ছাড়াই লিঙ্গাগ্রের চর্মচ্ছেদ করানো হয়। সরঞ্জাম জীবাণুমুক্ত করা থেকে যথাযথ অস্ত্রোপচার কিংবা অস্ত্রোপচার পরবর্তী যত্ন কোনও কিছুই নেওয়ার চল নেই এই স্কুলগুলিতে। অদক্ষ হাতুড়ে চিকিৎসকের হাতে পড়ে মারাত্মক বিপদের সম্মুখীন হচ্ছে শত শত কিশোর। ইস্টার্ন কেপ প্রদেশের সভাপতি আথল ট্রলিপ স্পষ্টভাবেই বলেছেন, “এটা সর্বজনবিদিত যে বেশিরভাগ মৃত্যুই ঘটছে এই অবৈধ ইনিশিয়েশন স্কুলগুলির জন্য। অপেশাদার, লোভী কিছু মানুষের অব্যবস্থাপনার জন্য প্রাণ যাচ্ছে তরুণদের।” তিনি আরও বলেন, “সরকারের উচিত এই স্কুলগুলির রেজিস্ট্রেশন নিয়ে নতুন করে ভাবা এবং কঠোর নজরদারি চালানো।”
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
কিন্তু স্থানীয়দের অভিযোগ সমস্যা অন্যত্র। সরকার চেষ্টা করলেও এই রীতি বহু শতাব্দী ধরে গোপনে চলে আসছে। বিচ্ছিন্ন কুঁড়েঘরে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এইসব অনুষ্ঠানে প্রবেশাধিকার থাকে শুধু সংশ্লিষ্ট উপজাতির মানুষের। অনেক সময় কিশোরদে সামাজিক চাপে পড়ে এই রীতিতে অংশগ্রহণ করতে হয়। কেউ যদি এতে অংশ না নেয়, তাকে ‘ইনকঙ্খওয়েংক়ওয়ে’ অর্থাৎ ‘নপুংসক বালক’ বলা হয়। এই শব্দটি সামাজিক ভাবে অপমানকর বলে মনে করা হয়। এছাড়াও অনেক ক্ষেত্রেই সেই কিশোরকে সামাজিক ভাবে বয়কট করা হয়। এমনকী বিভিন্ন হুমকি ও হামলার শিকারও হতে হয়।
দেশটির কো-অপারেটিভ গভর্নেন্স এবং ট্র্যাডিশনাল অ্যাফেয়ার্স মন্ত্রী ভেলেনকোসিনি হ্লাবিসা একটি বিবৃতিতে জানিয়েছেন, “যে কোনও ইনিশিয়েশন স্কুল যদি আইন লঙ্ঘন করে বা সেই স্কুলে যদি প্রাণহানির ঘটনা ঘটে তবে তা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমরা আর কোনও মৃত্যুকে মেনে নেব না। তরুণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পথ তৈরি করা আমাদের কর্তব্য।” সরকার জানিয়েছে, বর্তমানে দেশে ৪২৯টি বেআইনি ইনিশিয়েশন স্কুল চালু রয়েছে। ২০২৯ সালের মধ্যে সেই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে পরম্পরার নামে এই রক্তপাত কতদিন চলবে তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া